"গাড়ি আমার বাড়ি আমার, রাখছি পরিষ্কার।
নোংরা করছি দেশের মাটি
দেশটা তবে কার?
এই শহর আমার, এই দেশ আমার, পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমার"
আপনিও এগিয়ে আসুন, পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে। আজ থেকেই প্রতিজ্ঞা করুন "একটি ময়লাও যত্রতত্র নয়"। যত্রতত্র ময়লা ফেলার অভ্যাস পরিহার সহ আপনাকে সচেতন করতেই BD Clean তারুণ্য দেশব্যাপী কাজ করছে মাঠ পর্যায়ে। সপ্তাহে একদিন ধারাবাহিকভাবে পরিষ্কার করে চলেছে সারাদেশের কোনা থেকে কোনা পর্যন্ত। যার ফলে BD Clean এর "পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন" এখন সামাজিক আন্দোলনে রুপ নিয়েছে।
এরই ধারাবাহিকতায় আগামী ১৫-০৮-২০২৫ ইং তারিখ, রোজ শুক্রবার আমরা #BD_Clean_Chattogram #জোন_০৫ আসছি "কাপাসগোলা স্কুল গেইট সংলগ্ন ও তার আশপাশ, চকবাজার, চট্টগ্রাম।"এবার পরিচ্ছন্ন হবে "কাপাসগোলা স্কুল গেইট সংলগ্ন ও তার আশপাশ।" চলে আসুন আপনিও, ছড়িয়ে দিন পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতার বার্তা। নিজ দেশপ্রেম উজ্জীবিত করে হয়ে উঠুন পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার একজন গর্বিত অংশীদার, একজন সহযোদ্ধা। আপনিও ছড়িয়ে দিন সচেতনতার আহবান। চলে আসুন নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট স্থানে। আমরা থাকবো আপনার অপেক্ষায়। ব্যবহার করুন #পরিচ্ছন্নতাশুরুহোকআমারথেকে হ্যাশ ট্যাগ, ছড়িয়ে দিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন বার্তা
#BD_Clean
#BD_Clean_Chattogram
রিপোর্টিং টাইমঃ বিকাল ২.৩০-৩.০০টা।
রিপোর্টিং প্লেস : কাপাসগোলা স্কুল গেইট এর সামনে,চকবাজার, চট্টগ্রাম
আপনার অংশগ্রহন নিশ্চিত করতে আগামী ১৪-০৮-২০২৫ ইং তারিখ রাত ০৯.০০ টার মধ্যে আপনার মোবাইল নং পাঠিয়ে দিন BD Clean - Chattogram পেইজের ইনবক্সে, একইসাথে অবশ্যই ইভেন্ট পেজ এ পোষ্ট করুন আপনার মতামত, মন্তব্য ইত্যাদি।
প্রয়োজনীয় ডকুমেন্টঃ-
১. এক কপি পাসপোর্ট সাইজ ছবি
২.এন আইডি কার্ডের ফটোকপি অথবা জন্ম নিবন্ধন সার্টিফিকেটের ফটোকপি ।
ইভেন্ট সম্পর্কিত তথ্য জানতে ও সদস্য হতে যোগাযোগ করুন এবং বিস্তারিত জানতে বা যে কোন প্রয়োজনে কল করুনঃ
মোঃ আলমগীর খান মুন্না
জেলা সমন্বয়ক
বিডি ক্লিন - চট্টগ্রাম
01865-349449
সঞ্জয় নাথ
উপ সমন্বয়ক (আইটি এন্ড মিডিয়া)
বিডি ক্লিন - চট্টগ্রাম
01877-566783
#BDClean #বিডিক্লিন
#BDCleanChattogram
#বিডিক্লিনচট্টগ্রাম
#DreamToCleanBangladesh #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন #LetsCleanlinessStartfromMe #পরিচ্ছন্নতাশুরুহোকআমারথেকে #Awareness
#Cleanliness #pollution #planet #world #savebangladesh