কেওক্রাডং বাংলাদেশের বান্দরবান জেলায় অবস্থিত একটি বিখ্যাত পর্বতশৃঙ্গ। এর প্রকৃত উচ্চতা প্রায় **৯৮৬ মিটার (৩,২৩৫ ফুট)** হলেও সরকারিভাবে স্বীকৃত উচ্চতা **১,২৩০ মিটার (৪,০৪০ ফুট)**। একসময় এটি বাংলাদেশের সর্বোচ্চ
পর্বত হিসেবে বিবেচিত ছিল, তবে বর্তমানে **তাজিংডং** সরকারিভাবে সর্বোচ্চ পর্বত এবং **কেওক্রাডং** দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হিসেবে স্বীকৃত। তবুও, কেওক্রাডং তার মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য ও ট্রেকিং অভিজ্ঞতার জন্য এখনও অন্যতম জনপ্রিয় গন্তব্য।
বগাকাইন হ্রদ বা **বগা লেক** বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতার স্বাদু পানির হ্রদ, যা বান্দরবানের রুমা উপজেলায়, কেওক্রাডং পর্বতের পাদদেশে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় **১,২৪৬ ফুট (৩৮০ মিটার)**।
পাহাড়ের চূড়ায় অবস্থিত এই হ্রদের আকৃতি ফানেল বা আগ্নেয়গিরির জ্বালামুখের মতো, যা একে করে তুলেছে রহস্যময় ও মনোমুগ্ধকর।
▪️ ট্রিপ অর্গানাইজেশনঃ- Ullash Travel
▪️ ভ্রমণের ধরনঃ- রিলাক্স
==========================================
▪️ ট্রিপের সময়সূচী:-
** যাত্রা শুরুঃ ১৬ অক্টোবর রাত ৯.৪৫ ঢাকা থেকে
** যাত্রার শেষঃ ২০ অক্টোবর সকাল ৬টা, ঢাকা
▪️ জন প্রতি খরচ: ৮,৮৫০/- টাকা ঢাকা থেকে,
▪️ ট্রিপ সাইজঃ ১৩ জন ।
==========================================
▪️ভ্রমণের স্থান সমূহঃ-
বগালেক, কেওক্রাডং, দার্জিলিং পাড়া, মুনলাই পাড়া, রুমা বাজার।
==========================================
▪️ যারা যাবেন কিনা সিউর না, তারা Interested এ ক্লিক করুন। আর যারা সিউর যাবেন Going এ ক্লিক করুন এবং আমাদের ইভেন্টটি শেয়ার করুন।
▪️ কনফার্ম করার শেষ সময়: ১০ অক্টোবর। সিট ফুল হওয়া পর্যন্ত সময় থাকবে। সিট ফুল হয়ে গেলে ইভেন্টটি ক্লোজ করা হবে।
▪️ মৌখিক কনফার্মেশন গ্রহন্যযোগ্য নয় । কনফার্ম করার জন্য উক্ত তারিখের মধ্যে ৪,৫০০+৯০= ৪,৫৯০ টাকা পাঠাতে (বিকাশ খরচসহ) হবে (বুকিং মানি অফেরতযোগ্য)। অথবা সরাসরি আমাদের অফিসে এসে ৪,৫০০ টাকা জমা দিয়ে বুকিং কনফার্ম করতে পারবেন।
★ ★ ★ কনফার্মেশন অনুযায়ী সিট বন্টন করা হবে। ★ ★ ★
☑ Bkash payment :01322651090 (Make Payment)
☑ নগদ পেমেন্ট করে দিতে পারেন : চার্জ প্রযোজ্য। - 01675746305( Personal Send Money)
☑ রকেট পেমেন্ট করে দিতে পারেন : চার্জ প্রযোজ্য - 01675-746-305(Personal send money)
ব্যাংকে পেমেন্ট করতে চাইলেঃ
Brac Bank Limited:
Account name: Ullash travel
Account number: 2059915910001
Branch: Banasree ,Rampura,Dhaka
Swift Code: BRAKBDDH
Routing: 060260727
সরাসরি অফিসেঃ
Level:09 ,H-12, Block- C , Banasree Main Road , Dhaka -1219
* টাকা পাঠানোর পর একটা ফোন দিয়ে অবশ্যই কনফার্ম করবেন *
★★★ বাধ্যতামূলক জাতীয় পরিচয় পত্র/ জন্মসনদ/ পাসপোর্টের
ফটোকপি অবশ্যই সাথে রাখতে হবে (৬ কপি), প্রতি কপির ফ্রন্ট সাইডে নিজের নাম, ফোন নাম্বার, অভিভাবকের নাম, ফোন নাম্বার লিখে নিতে হবে ।
★★★==========================================★★★
▪️ বিস্তারিত ট্যুর প্ল্যানঃ-
ডে - ০০
----------
আমরা রাত ০৯:৪৫ মিনিটে নন-এসি বাসে ঢাকা ( কলাবাগান / ফকিরাপুল / সায়েদাবাদ ) থেকে বান্দরবানের উদ্দেশ্যে রওনা করবো ইনশাআল্লাহ।
ডে -০১
---------
সকালে বান্দরবান নেমে ফ্রেশ হয়ে সকালের নাস্তা করে রিসার্ভ চাঁদের গাড়ি করে চলে যাবো রুমা বাজার। রুমা বাজার থেকে গাইড ও আর্মি পারমিশন নিয়ে চলে যাবো বগালেক। পথে সুন্দর ভিউ যেইখানে থাকবে ঐদিকে কিছু সময় কাটাবো।
বগালেক গিয়ে কটেজে চেক ইন করে বগালেকে গোসল করে দুপুরের খাবার খেয়ে নিবো। বিকেলের সময়টা আমরা বগালেক পাড়া ও বগালেকের আশেপাশে ঘুরে কাটাবো। সন্ধ্যার পরে বগালেকের পাড়ে আড্ডা দিয়ে রাতের খাবার খেয়ে নিবো। রাতে আমরা বগালেকই থাকবো।
ডে -০২
---------
সকালের নাস্তা করে আমরা চলে যাবো আমাদের রিসার্ভ চাঁদের গাড়ি করে কেওক্রাডং। পথে বিভিন্ন ভিউ পয়েন্টে দাঁড়াবো ও দার্জিলিং পাড়া ঘুরবো। কেওক্রাডং গিয়ে গোসল করে দুপুরের খাবার খেয়ে নিবো। বিকেলে কেওক্রাডং ঘুরে বেড়াবো। রাতে আমরা কেওক্রাডং থাকবো।
ডে -০৩
---------
সকালে নাস্তা করে কেওক্রাডং কিছুক্ষণ সময় কাটিয়ে চলে যাবো বগালেক। বগালেক গোসল করে আমরা বগালেক দুপুরের খাবার খেয়ে নিবো। তারপর চলে যাবো মুনলাই পাড়া। এই পাড়াতে আমরা বিকেলের সময়টা কাটাবো।
তারপর আমরা চলে যাবো বান্দরবান। রাতের খাবার খেয়ে বাসে উঠে যাবো।
ডে -০৪
---------
ইনশাআল্লাহ্ সকাল ৬টার মধ্যে আমরা ঢাকা থাকবো।
★★★==========================================★★★
▪️ যা যা থাকছে এর মধ্যেঃ-
√ ঢাকা-বান্দরবান্-ঢাকা নন এ/সি বাসের টিকেট
√ প্রতিদিন ৩ বেলা করে খাবার
√ রিসার্ভ চাঁদের গাড়ি
√ গাইড
√ কটেজ
√ রুমা বাজার এন্ট্রি ফি
বি দ্র - এই ট্রিপে কোন কাপল পলিসি নাই, ছেলে মেয়ে আলাদা রুমে থাকতে হবে কটেজে এবং এখন এখানে ঢালা বিছানা!
▪️ যা যা থাকবে নাঃ-
√ ব্যক্তিগত মেডিসিন
√ ব্যক্তিগত খরচ
√ প্যাকেজের বাইরে কোন খাবার খেলে বা অন্য কোন খরচ করলে।
√ বাসে হোটেল বিরতিতে কোন খাবার
==========================================
★★★ কনফার্ম করার আগে যে ব্যাপার গুলো অবশ্যই বিবেচনা করতে হবে ★★★
১। প্রথমেই একটি ভ্রমণ পিপাসু মন থাকতে হবে। যেখানে সেখানে ময়লা, শুকনো খাবারের প্যাকেট, প্লাস্টিক বোতল/জার, কলার খোসা ইত্যাদি ফেলা কঠোরভাবে নিষিদ্ধ। প্রতিটি জায়গা আমাদের নিজেদের, তাই তার সৌন্দর্য রক্ষা করা আমাদের দায়িত্ব।
২ - এই ট্রিপ টি রোমাঞ্চকর হবে।
৩ - নিজের ব্যাগ, পানির বোতল, খাবার সবকিছু নিজেদেরকেই বহণ করতে হবে।
৫। দূর্গম পাহাড়ি পথ, তাই যেকোন পরিস্থিতিতে গাইড এবং এডমিন প্যানেল কতৃক রূট বা প্লানের পরিবর্তন হতে পারে। যেকোনো ধরনের সমস্যা সবাই মিলে মোকাবেলা করার মানসিকতা থাকতে হবে। এডমিনের সিদ্ধান্ত মেনে চলতে হবে।
৬| ট্যুরের আগ মুহূর্তে, ট্যুরের সময় আমরা যেকোনো অনাকাঙ্খিত অবস্থার সম্মুখীন হতে পারি সেক্ষেত্রে টিম লিডারের সিদ্ধান্ত মেনে চলতে হবে।
==========================================
★ ব্যাগপ্যাক সামগ্রীঃ
১) হালকা ব্যাগপ্যাক (সাবান, স্যাম্পু, এন্টিসেপটিক ক্রিম, ভিজা কাপড় রাখার জন্য পলিথিন )
২) ২/৩ দিনের কাপড়
৩) লুঙ্গী, গামছা, সানগ্লাস, ক্যাপ
৪) ক্যামেরা ও পাওয়ার ব্যাংক
৫) হালকা শুকনো খাবার
৬) টর্চ ও লাইটার
৭) পানির বোতল
৮) টিস্যু, টুথপেস্ট, ব্রাশ
৯) ওডোমোস ক্রীম (মশার হাত থেকে বাচার জন্য জরুরী)
==========================================
☎️ বিস্তারিত জানতে/ বুকিং এর জন্য কল করুন
👉 শাহরিয়ারঃ 01322651080
👉 পলাশঃ 01322651060
----------------------------------------------