১৭ তম আব্দুল জব্বার জ্যোতির্বিজ্ঞান কর্মশালা ২০২৫
মোহাম্মদ আবদুল জব্বার (১৯১৫ - ১৯৯৩) ছিলেন একজন বাংলাদেশি জ্যোতির্বিজ্ঞানী। তিনি বাংলাদেশে জ্যোতির্বিজ্ঞান চর্চার অগ্রদূত। তিনিই প্রথম বাংলায় আকাশের তারাসমূহের ছক তৈরি করেন। তার সার্বিক তত্ত্বাবধানে ও পরিকল্পনায়ই বাংলাদেশের প্রথম খ-গোলক নির্মিত হয়। তিনি বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। বিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞানে আবদুল জব্বারের মতো হাজারো গবেষক ও বিজ্ঞানীদের অবদান মনে রাখতে এবং মহাকাশ নিয়ে মানুষের কৌতূহল আর তৃষ্ণা নিবারণের প্রয়াসে প্রতিবছর আয়োজন করা হয় আবদুল জব্বার জ্যোতির্বিজ্ঞান কর্মশালা।
গত বছরের ধারাবাহিকতায় IAU National Outreach Coordinator Bangladesh (NOC-BD) আয়োজন করতে চলেছে IAU-আবদুল জব্বার অ্যাস্ট্রোনমি ওয়ার্কশপ ২০২৫।
এবারের চট্টগ্রাম অঞ্চলে আয়োজিত জ্যোতির্বিজ্ঞানের মৌলিক বিষয়গুলোর পাশাপাশি ৩ দিন ব্যাপি চলা দেশের সবচেয়ে বড়ো এই জ্যোতির্বিজ্ঞান ওয়ার্কশপে থাকছে, জ্যোতির্বিজ্ঞান, ব্ল্যাকহোল, সুপারনোভা, গ্যালাক্সি, এক্সোপ্লানেট, অ্যাস্ট্রোফিজিক্স, অ্যাস্ট্রোবায়োলজি নিয়ে নানা আলোচনা। আরও থাকছে সন্ধ্যার আকাশ পর্যবেক্ষণের অসাধারণ সুযোগ ও কুইজ প্রতিযোগিতার আয়োজন।
কর্মশালায় বক্তা হিসেবে থাকবেন দেশের ও বাইরের জ্যোতির্বিজ্ঞানী, অধ্যাপক এবং জ্যোতির্বিজ্ঞান প্রশিক্ষকবৃন্দ। কর্মশালার মূল আয়োজক আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান সংস্থা’র নক-বিডি অফিস। টাইটেল স্পনসর হিসেবে রয়েছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। এছাড়াও সহ-আয়োজক হিসেবে থাকবে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিকাল সোসাইটি, বাংলাদেশ ,বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি, ইউনিভার্স অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এন্ড্রোমিডা স্পেস এন্ড রোবটিক রিসার্চ অর্গানাইজেশন (এ্যাসরো) এবং চিটাগাং ইউনিভার্সিটি সায়েন্টিফিক সোসাইটি (সিইউএসএস)।
অংশগ্রহণের নিয়মাবলী:
কারা অংশ নিতে পারবে?
-কর্মশালাটি মাধ্যমিক (শুধু নবম+দশম শ্রেণী), উচ্চ মাধ্যমিক ( একাদশ+দ্বাদশ), এবং স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের সকলের জন্য উন্মুক্ত।
__________________
কোথায় আয়োজিত হবে?
কর্মশালাটি অনুষ্ঠিত হবে সাউথপয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম এ । কর্মশালা সম্পর্কে বিস্তারিত জানা যাবে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিকাল সোসাইটির ফেসবুক পেইজে।
__________________
কর্মশালার সময়: ২৩ অক্টোবর থেকে ২৫ অক্টোবর
__________________
ভেন্যু: সাউথপয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম।
________________
অংশগ্রহণকারীদের জন্য যা থাকছে:
একটি সার্টিফিকেট, পারফরম্যান্সের ভিত্তিতে বই উপহার। ওয়ার্কশপ শেষে কুইজের ফলাফলের ভিত্তিতে বাছাইকৃত শিক্ষার্থীর জন্য থাকবে পুরস্কার ও সার্টিফিকেট। তাছাড়াও সফলভাবে ওয়ার্কশপ সম্পন্নকারী প্রত্যেক অংশগ্রহণকারী শিক্ষার্থীর জন্যেও রয়েছে সার্টিফিকেট। এছাড়াও প্রতিদিনই স্ন্যাক্স এবং ৩য় দিনের দিন লাঞ্চের ব্যবস্থা থাকবে।
রেজিস্ট্রেশন এর নিয়মাবলী:
রেজিস্ট্রেশন ফি : ১২২০ টাকা (এক হাজার দুইশত বিশ টাকা মাত্র)
রেজিস্ট্রেশন এর শেষ সময় : ১৬ই অক্টোবর , ২০২৫
বিকাশ নম্বর: 01877960978
নিবন্ধন এর জন্য প্রথমে উপরের বিকাশ নম্বরটিতে রেজিস্ট্রেশন ফি জমা (সেন্ড মানি) দিতে হবে। জমাদান সফল হলে ফিরতি SMS এ প্রাপ্ত Transaction ID টি সংরক্ষণ করতে হবে এবং নিচের ফর্মটি পূরণ করার মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। ফরমটি পূরণ করতে Transaction ID টির প্রয়োজন হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে ফর্ম পূরণ করার ৪৮ ঘন্টার মধ্যে ইমেইলে নিশ্চিত করা হবে।
রেজিস্ট্রেশন ফরম লিংক:
https://tinyurl.com/iauajaw25
-----------------------------------------------------------
17th Abdul Jabbar Astronomy Workshop 2025
Mohammad Abdul Jabbar (1915–1993) was a Bangladeshi astronomer and a pioneer of astronomy in the country. He was the first to create a star chart in the Bengali language. Under his supervision and planning, the first planetarium in Bangladesh was constructed. He also served as the founding president of the Bangladesh Astronomical Society.
In remembrance of the contributions of Abdul Jabbar and countless other researchers and scientists in the fields of science and astronomy, and to foster public curiosity and fascination about space, the Abdul Jabbar Astronomy Workshop is organized annually.
Continuing the legacy of the previous year, the IAU National Outreach Coordinator Bangladesh (NOC-BD) is organizing the IAU-Abdul Jabbar Astronomy Workshop 2025.
This year’s 3-day workshop in Chattogram — one of the largest astronomy workshops in the country — will cover fundamental topics in astronomy, including discussions on:
Astronomy
Black Holes
Supernovae
Galaxies
Exoplanets
Astrophysics
Astrobiology
Additionally, there will be night sky observation sessions and an engaging astronomy quiz competition.
Speakers at the workshop will include renowned astronomers, professors, and astronomy educators from both Bangladesh and abroad. The workshop is primarily organized by the NOC-BD office of the International Astronomical Union, with Presidency University as the title sponsor. Co-organizers include the Bangladesh Astronomical Society, Bangladesh Science Popularization Society, Universe Awareness Program, Chittagong University Scientific Society (CUSS), and the Andromeda Space & Robotics Research Organization (ASRRO).
Participation Details
Who can participate?
The workshop is open to students from:
Secondary level (only 9th and 10th grades)
Higher secondary level (11th and 12th grades)
Undergraduate and postgraduate levels
Workshop Location : Southpoint School & College, Chattogram
Workshop Dates :23 October – 25 October 2025
Benefits for Participants:
Certificate of participation for all
Books awarded based on performance
Quiz competition prizes and certificates for selected students
Snacks provided each day
Lunch provided on the third day
Registration Details
Registration Fee: BDT 1,220 (One thousand two hundred twenty taka only)
Registration Deadline: 16 October 2025
Bkash Number (Send Money): 01877960978
How to register:
Send the registration fee to the above bKash number via Send Money.
Save the Transaction ID received in the confirmation SMS.
Fill out the registration form using the Transaction ID.
Confirmation will be sent via email within 48 hours of form submission.
📄 Registration Form Link:
https://tinyurl.com/iauajaw25
Also check out other Workshops in Chittagong, Contests in Chittagong.