এসএসসি তে ভালো ফলাফল করার পর ও কলেজ সিলেকশনে ভুল করার কারণে অনেকে কাঙ্খিত কলেজ এ ভর্তি হওয়ার সুযোগ পায় না। ১ম ফলাফল প্রকাশের পর বিভিন্ন জন বিভিন্ন জায়গায় “আমার চেয়ে ও কম নম্বর পেয়ে সরকারি কলেজ এ আসলো, আমার আসলো না,” “আমি এই কলেজ এ পড়তে চাই না” “মাইগ্রেশন করলে আবার পুনরায় আবেদন করতে পারবো কি না”, “মাইগ্রেশন না করে আবার আবেদন করলে সিট পাওয়ার সম্ভাবনা কতটুকু”? এ সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন ও মন্তব্য করে থাকেন। যার ফলশ্রুতিতে কাঙ্কিত ফলাফলের পর ও কলেজ চয়েজ এর ব্যাপারে সাবধানতা অবলম্বন না করায় নিজের পছন্দমত কলেজ এ আসন পাওয়া অনেক কষ্টকর হয়ে যায়। তাই আবেদনের ক্ষেত্রে কলেজ নির্বাচন অতিব গুরুত্বপূর্ণ বিষয়। আবেদনের পূর্বে কোন কলেজ এ ভর্তির জন্য কত পয়েন্ট এবং এর বিপরীতে কয়টি আসন রয়েছে তা জেনে আবেদন করা খুবই জরুরি। তাই গতানুগতিক আবেদন করার পূর্বে সঠিক তথ্য জেনে আবেদনের অনুরোধ রইলো। আপনার একটি সঠিক সিদ্ধান্ত আপনার সন্তানের সামনের পথকে আরও সুন্দর করতে সহায়তা করবে। চট্টগ্রাম শহরের এবং শহরের বাইরের কলেজসমূহের উচ্চ মাধ্যমিক এ ভর্তি এবং ফলাফল পরবর্তী আবেদন, ভর্তি ফি প্রদান কলেজ ভিত্তিক আসন সংখ্যা ও আবেদনের জিপিএ দেখে আবেদনের জন্য যোগাযোগ করুন। আমাদের রয়েছে ৭ বছরের বাস্তব অভিজ্ঞতা।
একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ৩০ জুলাই থেকে........... চলবে ১১ আগস্ট পর্যন্ত।
ভর্তির আবেদন শুরু: ৩০ জুলাই থেকে।
ভর্তির আববেদন শেষ: ১১ আগস্ট।
আবেদন ফি:২২০/- টাকা।
ফল প্রকাশ:
→ প্রথম পর্যায়ের ফল প্রকাশ: ২০ আগস্ট (রাত ৮টা)।
দ্বিতীয় পর্যায়ের আবেদন: ২৩-২৫ আগস্ট।
→ দ্বিতীয় পর্যায়ের ফল প্রকাশ: ২৮ আগস্ট (রাত ৮ টা)।
তৃতীয় পর্যায়ের আবেদন: ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর।
→ তৃতীয় পর্যায়ের ফল প্রকাশ: ০৩ সেপ্টেম্বর (রাত ৮টায়)।
মাইগ্রেশনের ফল প্রকাশ: ০৫ সেপ্টেম্বর।
চূড়ান্ত ভর্তি: ০৭-১৪ সেপ্টেম্বর।
ক্লাস শুরু: ১৫ সেপ্টেম্বর ২০২৫
** শিক্ষাবোর্ড এর র্যাংকিং, কলেজ এর আসন, অনুমোদিত জিপিএ এবং প্রাপ্ত নম্বর এর উপর পর্যালোচনাপূর্বক সঠিক কলেজ এ আবেদনের জন্য যোগাযোগ করুন। **
সাজ্জাদ কম্পিউটার
আবদুল মোতালেব মার্কেট, গুলজার টাওয়ার এর পূর্ব পাশে
কলেজ রোড, চকবাজার, চট্টগ্রাম।
সাবেক কম্পিউটার অপারেটর
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম।
মোবাইল-01612-813032
বিস্তারিত:
https://www.facebook.com/profile.php?id=61578281637551