আসসালামু আলাইকুম,
প্রিয় "BUS MANIACS" বাসী ☺️
আশাকরি সবাই মহান আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। ভ্রমনপিপাসুদের জন্য "BUS MANIACS" এর পক্ষ থেকে দ্বিতীয় ট্যুরের আয়োজন করা হচ্ছে।
🔸আমাদের এবারের ট্যুর স্পট নির্ধারণ করা হয়েছে "খাগড়াছড়ি"। আমাদের ট্যুরের তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ মে, ২০২৫, রোজ: বৃহস্পতিবার।
🚩 ট্যুর প্ল্যান: আমাদের ট্যুরটি হবে ২ রাত ১ দিনের।
আমরা ১৫ ই মে,রোজঃ বৃহস্পতিবার রাতে আমাদের আগে থেকে নির্ধারণ করা স্থান থেকে বাস ছাড়বো, ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে সবকিছু ঠিকঠাক থাকলে ১৬ তারিখ শুক্রবার সকালে খাগড়াছড়ি পৌঁছাবো। সারাদিন খাগড়াছড়ি ঘুরে এরপরে সন্ধ্যার পর আমরা সকলেই গাড়ির কাছে চলে আসব। সেখান থেকে আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করব। চট্টগ্রামে এসে হোটেলে রাতের খাবারের বিরতি দেওয়া হবে। সবশেষে, রাত ১২ টার মধ্যে আমাদের গাড়ি ঢাকার উদ্দেশ্য রওনা হয়ে শনিবার সকালে আমরা ঢাকা পৌঁছাবো। কিছু সুন্দর স্মৃতি নিয়ে আমরা খাগড়াছড়ি থেকে ফিরে আসতে পারবো,ইনশাআল্লাহ ❤️🔥
★★ ট্যুরের চাঁদা নির্ধারণ করা হয়েছে ২২০০/- টাকা। কমপক্ষে ১০০০/- টাকা ( অফেরতযোগ্য ) দিয়ে বুকিং করতে হবে ★★
★★ সময়ঃ ২ রাত ১দিন
✅ ট্যুর প্যাকেজে যা যা থাকবেঃ
♦️ঢাকা-খাগড়াছড়ি-ঢাকা আসা যাওয়ার বাস ভাড়া।
♦️টি-শার্ট
♦দুপুরের খাবার খাবার
❌ ট্যুরে যা যা থাকবে না
🔶 সকাল ও রাতের খাবার খরচ।
🔶 আপনাদের কোনো রকম ব্যক্তিগত খরচ।
🔶 যাত্রা পথে হোটেল ব্রেকের খরচ।
🔶আশেপাশের স্পটে ঘুরাঘুরির খরচ।
📣বিশেষ নির্দেশনাঃ ট্যুরকালীন ম্যানেজমেন্ট প্যানেলের সিদ্ধান্ত চূড়ান্ত। পাশাপাশি ম্যানেজমেন্টের সকল নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে। যাত্রা পথে যাওয়া-আসার সময় পুলিশ চেকপয়েন্ট রয়েছে কিছু জায়গায়। কেউ কোন ধরনের অবৈধ মালামাল বহন করলে "BUS MANIACS" দায়ী থাকবে না, এবং উক্তস্থানেই তাকে রেখে "BUS MANIACS" ট্যুর সম্পন্ন করবে।
⛔ কোন সদস্য রাস্তায়, বাসের ভেতর ও ট্যুরস্পটে উচ্ছৃঙ্খল ও আক্রমণাত্মক আচরণ করতে পারবে না, করলে সাথে সাথে ট্যুর লিস্ট থেকে নাম কর্তন করা হবে, এই ব্যাপারে কোন ছাড় নেই। 🚫
💌বিশেষ অনুরোধঃ BUS MANIACS কে পরিবারের মত ভেবে ছাড় দেওয়ার মন মানসিকতা বজায় রাখতে হবে।
💥টাকা জমা দেয়ার শেষ তারিখ ১০ মে,২০২৫💥
🔴 চাঁদা পাঠানোর মাধ্যম ও যে কোন প্রয়োজনে যোগাযোগঃ
AB RA Fi - 01334314441 (NAGAD)
AB RA Fi - 01747939984 (বিকাশ)
🟤 বিশেষ প্রয়োজনে :
🔹রাফি :01334314441
🔹ইয়াছিন :01973344098
🔹রাব্বি : 01991326342
🔹সাকিবুল : 01642437648
🔹নাছির : 01819009348
আপনারা সামনাসামনি এবং মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা জমা দিতে পারবেন। যারা বিকাশ,নগদে টাকা দিবেন তারা এক্সট্রা চার্জ সহ দিবেন!
আগে বুকিং দিলে আগে সিট এই নীতিতে বুকিংমানি নেওয়া হবে।
পরিশেষে সকলের সহযোগিতা কামনা করছি।
এবং
সার্বিক সহযোগিতায় আমরা ম্যানেজমেন্ট প্যানেলের সকলেই সাথে আছি।
©BUS MANIACS
"It leaves you speechless,then turns you into a storyteller."