বিসমিল্লাহির রহমানির রহিম
বান্দরবান ও রাঙ্গামাটি বাইক ট্যুর প্ল্যান ২০২৫
ইনশাআল্লাহ্ আমরা বগুড়া বাইকার ক্লাব আবারো যাচ্ছি বান্দরবান ও রাঙ্গামাটি ।
ভ্রমণের তারিখ : ০৪ জুলাই ২০২৫ ইং
স্থান : হাতিরঝিল, ঢাকা
রোজ : শুক্রবার
সময় : ভোর ৩ টায়
ভ্রমণের সম্ভ্যব স্থানসমূহ
১. কাপ্তাই ২. আসামবস্তি রোড ৩. রাজস্থলী ৪. ফারুয়া ৫. বান্দরবান ৬. স্বর্ণ মন্দির ৭. মেঘলা পর্যটন কেন্দ্র ৮. রুমা ৯. বগা লেক ১০. কেওক্রাডং ১১. চিম্বুক পাহাড় ১২. ডাবল হ্যান্ড ১৩. নীলগিরি ১৪. থানচি ১৫. তমাতুঙ্গী ১৬. তিন্দু ১৭. ডিম পাহাড় ১৮. আলীকদম ১৯. মারায়ংতং ২০. মিরিঞ্জা ভ্যালি
১ম দিন
ইনশাআল্লাহ্ ০৪ জুলাই ভোর ৩ টার ভিতরে হাতিরঝিল, ঢাকা থেকে রাঙ্গামাটির উদ্দেশ্যে যাত্রা শুরু করবো। রাঙ্গামাটি, কাপ্তাই , আসামবস্তি রোড, রাজস্থলী ঘুরে বান্দরবান যাবো। ঢাকা থেকে রাজস্থলীর দূরুত্ব ৩৩০ কিলোমিটার। রাজস্থলী থেকে বান্দরবান ৫০ কিলোমিটার । বান্দরবানে রাত্রি যাপন।
২য় দিন
ভোর ৫ টার ভিতর বান্দরবান থেকে রুমার উদ্দেশ্যে যাত্রা শুরু করবো ইনশাআল্লাহ্ । বান্দরবান থেকে সকালে আমরা নীলাচল, মেঘলা পর্যটন কেন্দ্র ও স্বর্ণ মন্দির দেখে রুমার উদ্দেশ্যে রওনা দিবো। রুমা যাওয়ার পথে শৈল প্রপাত ঝর্ণা দেখবো। বগা লেক থেকে কেওকাডং পাহাড়ে যাবো। আমরা বগালেকে রাত্রি যাপন করবো। বান্দরবান থেকে রুমার দূরুত্ব ৬০ কিমিঃ।
৩য় দিন
ভোরে কেওকাডং পাহাড়ে সূর্য উদয় দেখবো। সকাল ৮ টার ভিতর কেওকাডং থেকে থানচির উদ্দেশ্যে রওনা দিবো। থানচির যাওয়ার পথে চিম্বুক পাহাড়, ডাবল হ্যান্ড, নীলগিরি দেখবো। আমরা থানচিতে রাত্রি যাপন করবো। কেওকাডং থেকে থানচির দূরুত্ব ১০৯ কিমিঃ।
৪র্থ দিন
থানচি থেকে সকালে আমরা আলীকদমের উদ্দেশ্যে রওনা দিবো। আলীকদম যাওয়ার পথে আলীর গুহা বা আলীর সুড়ঙ্গ, ডিম পাহাড় দেখবো। আমরা মারায়ংতং পাহাড়ে রাত্রি যাপন করবো। থানচি থেকে মারায়ংতং দূরুত্ব ৪৬ কিমিঃ। মিরিঞ্জাভ্যালি দেখে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবো ইনশাআল্লাহ্। মিরিঞ্জা ভ্যালি থেকে ঢাকার দুরুত্ব ৪০০ কিমিঃ।
নিয়মাবলীঃ
• মোটরসাইকেল অবশ্যই ১৫০ সিসি হতে হবে।
• বগুড়া বাইকার ক্লাবের অফিসিয়াল টিশার্ট পড়তে হবে।
• দুইটা ভালো মানের সার্টিফাইড হেলমেট পরিধান নিতে হবে, বাইকার হ্যান্ড গ্লাভস, জুতা, সেফটি গার্ড, রেইন কোর্ট ও উইন্ডব্রেকার অবশ্যই সাথে নিতে হবে।
• বাইকারকে অবশ্যই অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে।
• যেহেতু সিমান্তবর্তী এলাকা তাই কেউ মাদকদ্রব্য নিলে বা বহন করলে তাহার দায়-দায়িত্ব গ্রুপের সদস্য বা এডমিন বহন করবে না।
• আপনাদের স্বার্থে ট্যুররে এডমিন প্যানেলের যারা থাকবেন তাদের নির্দেশ ফলো করা বাধ্যতামূলক।
• কেউ ওভার স্পিড করে একে অপরকে ফেলে যাবেন না। কারণ আমাদের সকল বাইকের গতি এক না।
• যেহেতু অনেক লং ট্যুর যেকোন মুহূর্তে যে কারো বিপদ হতে পারে তাই আমরা সকলে এক সাথে রাইড করবো।
• একজন আরেকজনকে ওভারটেক করবেন না যেহেতু রাস্তা অসমতল তাই সকলে সিরিয়াল ভাবে হাল্কা দূরত্ব বজায় রেখে বাইক রাইড করতে হবে।
• মোটরসাইকেলের ট্যাক্স টোকেন, রেজিস্ট্রেশন ও নিজের ড্রাইভিং লাইসেন্স সাথে নিতে হবে।
• বাইকের প্রয়োজনীয় সার্ভিস করিয়ে নিবেন ও পর্যাপ্ত পরিমানের ফুয়েল নিয়ে নিবেন।
• কমপক্ষে ১০ কপি ভোটর আইডি কার্ডের ফটোকপি সাথে নিবেন।
• মোটরসাইকেল নিয়ে আমাদের যাওয়া আশা মোট ১২০০/১৩০০ কিলোমিটার যাতায়াত করতে হবে।
• ট্যুরের সকল নিয়মাবলী সকলকে অবশ্যই মানতে হবে। অন্যথায় আমাদের সাথে না যাওয়া ভালো।
বি:দ্র: দূর্ঘটনায় এরাতে অবশ্যই অভিজ্ঞ রাইডার হতে হবে। অন্যথায় কোন দূর্ঘটনার স্বীকার হলে কোনো ট্যুর সদস্য বা এডমিন সেই দূর্ঘটনার দায়বার বহন করবে না বা নিবে না। তাই অভিজ্ঞ না হলে আমাদের সাথে আপাতত যেতে পারছেন না।
বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন
Rabiul Islam
WhatsApp 01730405158
Bogura Bikers Club
আপনাদের সকলের উপস্থিতি একান্ত কাম্য
ভ্রমণ হোক নিরাপদ এবং আনন্দময়
জয় হোক বন্ধুত্বের বন্ধন