⚽ D-Chokrozan Shortbar Football Tournament 2025 ⚽
আয়োজক: দ্বি-চক্রযান (D-Chokrozan)
সাইক্লিং-এর পাশাপাশি দ্বি-চক্রযান (D-Chokrozan) সবসময়ই খেলাধুলা ও ভ্রাতৃত্বের চর্চায় বিশ্বাসী। সেই ধারাবাহিকতায় আমরা আয়োজন করতে যাচ্ছি D-Chokrozan Shortbar Football Tournament 2025।
এই আয়োজনকে আরও প্রাণবন্ত করে তুলতে আমাদের পাশে রয়েছে সকলের পরিচিত ট্রাভেল ব্র্যান্ড — Travel Pro
🔗 www.facebook.com/Travelpro01
আমন্ত্রণ জানানো হচ্ছে দ্বি-চক্রযানের সকল সাইক্লিস্ট ভাইদের, চলুন মাঠে নেমে খেলায় এক হই!
---
📝 অংশগ্রহণের নিয়মাবলীঃ
শুধুমাত্র সাইক্লিস্টরাই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবেন।
অংশগ্রহণে ইচ্ছুক ভাইয়েরা ইভেন্ট পোস্টে "টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চাই" লিখে কমেন্ট করবেন এবং
আরমানুল হক ভাইয়ের নিকট রেজিস্ট্রেশন ফি বাবদ ১৫৫ টাকা জমা দিয়ে রেজিস্ট্রেশন নিশ্চিত করবেন।
📌 রেজিস্ট্রেশন সীমিত — সর্বোচ্চ ৪২ জন রেজিস্ট্রেশন গ্রহণ করা হবে।
📅 নাম জমা দেয়ার শেষ সময়: ১০ আগস্ট
🎟️ লটারি ড্র: ১২ আগস্ট, রাত ৮টা
📍 স্থান: আর বি ডি শপ
🔗 www.facebook.com/RemonBhaiyerDokan
---
⚔️ লটারি ও দল গঠন:
জমাকৃত নামগুলোর উপর ভিত্তি করে লটারি করা হবে।
লটারির মাধ্যমে প্রতি দলে ৭ জন (৬+১) করে দল গঠন করা হবে।
---
📅 খেলার তারিখ ও সময়:
🗓️ ২৯ আগস্ট (শুক্রবার)
🕖 সকাল ৭টা: গ্রুপ স্টেজ
🕒 দুপুর ৩টা: সেমিফাইনাল এবং ফাইনাল
📍 স্থান: চট্ট টার্ফ, চান্দগাঁও (শরাফাত উল্লাহ পেট্রোল পাম্পের পাশে)
🔗 লোকেশন প্রোফাইল লিংক
---
💰 রেজিস্ট্রেশন বিকাশ/নগদ:
📱 01815268303 (bKash / Nagad)
---
🏆 পুরস্কারসমূহঃ
চ্যাম্পিয়ন্স ট্রফি+ মেডেল
রানার্সআপ মেডেল
ম্যান অফ দ্যা টুর্নামেন্ট
ম্যান অফ দ্যা ফাইনাল
---
🏃♂️ তাই আর দেরি না করে, কমেন্ট করুন, ফি জমা দিন আর প্রস্তুত হোন মাঠ কাঁপাতে!
দ্বি-চক্রযান সাথে এর মাঠে দেখা হবে
Also check out other Sports events in Chittagong.