✨ তুলির ছন্দে, কলমের গানে অনুষ্ঠান ✨
📆 তারিখ : শনিবার, ২৪-০৫-২০২৫
⏰ সময় :
ক) চিত্রাঙ্কন : সকাল ৯ টা থেকে ১০ টা
খ) লিখিত : সকাল ১০:৩০ টা থেকে ১১:১৫ টা
🪧 স্থান : বাকলিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ,চকবাজার, চট্টগ্রাম।
🎨 চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বিভাগ সমূহ :
ক) প্লে থেকে ৩য় শ্রেণি : ইচ্ছামত
খ) ৪র্থ থেকে ৬ষষ্ঠ শ্রেণি : গ্রামীণ দৃশ্য
গ) ৭ম থেকে ১০ম শ্রেণি : শহরের দৃশ্য
📝 লিখিত প্রতিযোগিতা ও বিভাগ সমূহ :
ক) প্লে থেকে ৫ম শ্রেণি : হাতের লেখা
খ) ৬ষষ্ঠ থেকে ১০ম শ্রেণি : সৃজনশীল চিন্তা ভিত্তিক রচনা
নিয়মাবলী:
✅ প্রবেশপত্র আনতে হবে।
✅ প্রতিযোগিতা শুরুর ৩০ মিনিট আগে উপস্থিত থাকতে হবে।
✅ প্রতিযোগিতা শেষে ২ ঘণ্টার মধ্যে ফলাফল ঘোষণা করা হবে।
✅ পার্সোনাল আর্ট মেটেরিয়াল (যেমন রং/তুলি) আনতে হবে ও প্রয়োজনী কাগজ সরবরাহ করা হবে।
✅ ৭–১১ বছরের শিশুদের জন্য অভিভাবকের সঙ্গ থাকা উচিত।
পুরস্কার:
✅ ১ম, ২য় ও ৩য় স্থানপ্রাপ্তদের জন্য থাকবে অর্জনের আকর্ষণীয় সার্টিফিকেট ও ক্রেস্ট।
✅ প্রতিটি অংশগ্রহণকারীকে প্রদান করা হবে সার্টিফিকেট।
রেজিস্ট্রেশন কার্যক্রম :
☑️ রেজিস্ট্রেশন ফি: ৫০ টাকা
☑️ বিকাশ (সেন্ড মানি) : 01852702064
☑️ রেজিস্ট্রেশন এর শেষ সময় :১৯ই মে ২০২৫
(বি. দ্র. - যদি কেউ উভয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান তাহলে ১০০ টাকা রেজিস্ট্রেশন ফি প্রযোজ্য হবে।)
☎️ যোগাযোগ :
1) Md. Sakib, Cultural Secretary (FLA)
Contact : 01842533464
2) Sneha Sen Gupta, Organizing Secretary (FLA)
Contact : 01810440373