বিজ্ঞানই ভবিষ্যত পৃথিবীর ভিত্তি; আর যুক্তিবাদী মানুষ হলো বিজ্ঞানের অমূল্য সম্পদ। কেননা যৌক্তিক মস্তিষ্কই আপনাকে শেখাবে বৈজ্ঞানিক সম্ভাবনা ও ফলাফলের বিভিন্ন দিকগুলো বিশ্লেষণ করতে যা ব্যতীত বিজ্ঞানের ইতিবাচক পরিবর্তন অসম্ভব তো বটেই; বরং এটি হয়ে উঠতে পারে মানব সভ্যতার ধ্বংসের কারণ। তাই বিজ্ঞানের নানা দিকের সম্ভাবনা ও এর অবদানকে মাথায় রেখে নওগাঁ কৃষ্ণধন স্কুল বিতর্ক ক্লাব বিজ্ঞানের একটি বিস্ময় ‘স্পেস’ থিমে নিয়ে এল দ্বিতীয় মাসব্যাপী বিতর্ক উৎসব ২০২৫। ‘Crafting Arguments, Exploring Horizons’ স্লোগানকে সামনে রেখে আমাদের এবারের আয়োজন “NKDSDC ‘Logic In Space’: Intra School Debate Carnival 2025” যেখানে নানা কর্মসূচির মাধ্যমে থাকছে যৌক্তিক চেতনা বিকাশের অঢেল সুযোগ।
★কার্নিভালের সময়কালঃ ১৫ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ হতে ১০ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ।
★অংশগ্রহণযোগ্য শ্রেণিঃ পঞ্চম থেকে দশম (এসএসসি ২৬)
★আমাদের এবারের আয়োজনে অংশগ্রহণের জন্য কোনো রেজিষ্ট্রেশন ফী প্রদান করতে হবে না।
★সম্পূর্ণ উৎসবের বিভিন্ন অংশের সংক্ষিপ্ত বিবরণঃ
১. বিতার্কিক অন্বেষণ
২. বিতর্ক কর্মশালা
৩. আইটি ও ট্যাবুলেশন সেশান
৪. লিডারশীপ ক্যাম্প
৫. ম্যাগাজিন প্রকাশ
৬. অন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা
★বিস্তারিত বিবরণ, রেজিস্ট্রেশন ফর্ম ও সময়সূচী শীঘ্রই জানানো হবে।
★যেকোনো প্রয়োজনে যোগাযোগঃ
মোঃ আহনাফ আমিন
সভাপতি
০১৭৭৮১৩৯৯৫৮ (ফোনকল, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম)
ফেসবুক আইডিঃ
https://www.facebook.com/share/1M3awWEf5L/
সানজিদ সিয়াম
সাধারণ সম্পাদক
০১৭১৪৯৭০৭১৪ (ফোনকল, হোয়াটসঅ্যাপ)
ফেসবুক আইডিঃ
https://www.facebook.com/sanjid.siam.308297