পেয়ারা বাগান স্বরূপকাঠি বরিশাল
বাংলাদেশের ভাসমান পেয়ারা বাজার বসে জলের দেশ বরিশাল এর দক্ষিণাঞ্চলের জেলা ঝালকাঠী ও স্বরূপকাঠীর বিভিন্ন জায়গায় । এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো ভিমরুলি, আটঘর, কুড়িয়ানা বাজার। অনেকে এই ভাসমান বাজার সমুহকে থাইল্যান্ড এর ফ্লোটিং মার্কেট এর সাথে তুলনা করে থাকেন। প্রতিদিন কয়েক হাজার মন পেয়ারা বেচাকিনি হয় এই অঞ্চলে। দূর দুরান্ত থেকে নদীপথে পাইকাররা এসে এখানে পেয়ারা কিনে। এই এলাকায় রয়েছে অসংখ্য পেয়ারার বাগান। বাংলাদেশের উৎপাদিত মোট পেয়ারার প্রায় ৮০ ভাগই উৎপাদিত হয় এখানকার বিভিন্ন গ্রামে। চাষিরা সরাসরি বাগান থেকে পেয়ারা পেরে বিভিন্ন অঞ্চলের পাইকারদের কাছে বিক্রি করে। প্রতি বছরের জুলাই, আগষ্ঠ, সেপ্টেম্বর এই মৌসুমে কয়েকশ কোটি টাকার পেয়ারা উৎপাদন ও কেনাবেচা হয়। ভিমরুলি হাট খালের একটি মোহনায় বসে। তিনদিক থেকেই এই খালটি খোলা আর প্রশস্ত। ভিমরুলি গ্রামের আশেপাশে রয়েছে অসংখ্য পেয়ারা বাগান। পেয়ারার মৌসুম শেষ হলে আসে আমড়ার মৌসুম। এ অঞ্চলে আমড়ার ফলনও সর্বত্র। আর সবশেষে আসে সুপারি। একটু কম হলেও বছরের অন্যান্য সময়ও ব্যস্ত থাকে এই হাট। ফল ছাড়াও এখানের প্রধান পণ্য বিভিন্ন রকম সবজি।
পেয়ারা বেচা কেনার জন্য স্বরুপকাঠিতে গড়ে উঠেছে বাংলাদেশের সবচেয়ে বড় ভাসমান বাজার।
🟢 ঘুরে আসি স্বরুপকাঠি'র ভাসমান পেয়ারা বাজার" 🟢
✅ ভ্রমণের তারিখ : ২৪ জুলাই ২০২৫ (বৃহস্পতি বার)
✅ ভ্রমণ শুরু : বিকেল ৫:০০ টা
✅ স্থান : সদরঘাট লঞ্চ র্টামিনাল।
🔺 ভ্রমণ সংক্ষেপ : ⬇️⬇️
👉 ২৪ জুলাই বৃহস্পতিবার ২০২৫,
👉 বিকেল ৫:০০ টা – ঢাকা টু ঝালকাঠী যাত্রা শুরু।
👉 রাত ০৯:০০টা – রাতের খাবার।
👉সকাল ৭:০০ টা – ঝালকাঠী লঞ্চঘাট পৌঁছাবো।
👉সকাল ৭:৩০ টা – সকালের নাস্তা ঝালকাঠী বাজারে।
👉সকাল ৮:৩০ টা – কীর্ত্তিপাশা জমিদার বাড়ির উদ্দেশ্যে যাত্রা
👉সকাল ৯:০০ টা – ট্রলারে উঠে ভিমরুলি পেয়ারা বাজারের উদ্দেশ্যে
যাত্রা। যাত্রাপথে দেখা মিলবে নৌকার হাট, পেয়ারা পার্ক, পেয়ারা বাগান।
👉দুপুর ২ টা – বানারিপাড়া এসে দুপুরের খাবার
👉দুপুর ৩ টা – গুটিয়া মসজিদের উদ্দেশ্যে যাত্রা
👉বিকাল ৪:০০ টা –গুটিয়া মসজিদ থেকে দূর্গাসাগরের উদ্দেশ্যে যাত্রা
👉বিকাল – ৫:০০ টা – দূর্গাসাগর হতে বরিশাল যাত্রা
👉বিকাল ৬:০০ টা – বরিশালে ফ্রি-টাইম
👉সন্ধ্যা – ৭ টা – ফিরতি লঞ্চ।
👉রাত ৯:০০ টা – রাতের খাবার।
👉সকাল ৬:০০ টা – ঢাকা সদরঘাট পৌঁছাবো।
🟥 ভ্রমণ খরচ : ৩৫৭০ টাকা মাত্র (লঞ্চ-এর ডেকের খরচ)। (যদি কেউ
কেবিন নিতে চান তাহলে অতিরিক্ত টাকা সংযুক্ত হবে।) 🟥
⚠️ নিবন্ধনের শেষ সময় : ⬇️⬇️
১৭ জুলাই বৃহস্পতিবার ২০২৫, রাত ১২ টা পর্যন্ত নিবন্ধন করা যাবে।
(কেবিনে যারা যাতায়াত করতে ইচ্ছুক, তারা অবশ্যই
,১১জুলাই এর মধ্যেই বুকিং করতে হবে।) ⚠️
✅ এই খরচে যা পাবেন :
🟢 ঢাকা থেকে ঝালকাঠী লঞ্চ ও বরিশাল থেকে ঢাকা লঞ্চ (ডেক সার্ভিস) ভাড়া।
🟢সকল লোকাল ট্রান্সপোর্ট খরচ
🟢চার বেলা খাবার
🟢গাইড।
⚠️সঙ্গে যা কিছু নিবেন :⚠️
১. ডে ব্যাক-প্যাক
২. ছাতা/পাঞ্চ
৩. রোধ টুপি/ক্যাপ
৪. রোধ চশমা
৫. পানির বোতল
৬. প্রয়োজনীয় ঔষধ
৭. সান স্কীন লোশন
৮. অতিরিক্ত দুই সেট জামা-কাপড়
৯. পলিথিন ব্যাগ
১০. ব্যবহার করার জন্য প্রয়োজনীয় টিসু পেপার
১১. গামছা
১২. পাওয়ার ব্যাংক
১৩. হাঁটার জন্য আরামদায়ক জুতো/স্যান্ডেল/বেল্ট স্যান্ডেল
১৪. বড় চাদর/ম্যাটট্রেস (লঞ্চের ডেকে বিছানোর জন্য)
🟥 কনফার্ম করার নিয়মাবলী 🟥
👉 আগ্রহীরা দ্রুত ১,০২০/= টাকা 01712921960 পার্সোনাল নম্বরে
বিক্যাশ অথবা bKash number: 01819105578 (personal) বিক্যাশ করে
Transaction ID টি আমাদের ইভেন্ট ওয়ালে পোস্ট দিবেন আপনার
ব্যক্তিগত মোবাইল নম্বর সহ অবশ্যই, কনফার্মেশন পেয়ে যাবেন।
DBBL A/C: 108.151.91130 ; A/C Name: Noor Hossain Khan; Branch:
Shantinagar। টাকা পাঠিয়ে আপনার Money Receipt টির ছবি তুলে
ইভেন্ট ওয়ালে পোস্ট দিয়ে দিবেন আপনার ব্যক্তিগত মোবাইল নম্বর সহ অবশ্যই, তাহলেই Done !
⚠️ যে কোন প্রয়োজনে যোগাযোগঃ 📞⤵️
রিমন ভাই 01712921960 / রোমান ভাই 01819105578 শারমিন০১৬২১৪৫৫৫৪৭