📢📢📢
আসসালামু আলাইকুম, সকলকে নতুন বছরের শুভেচ্ছা। সকলের অবগতির জন্য আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, পূর্ব পরিকল্পনা অনুযায়ী ইউনিভার্সিটি গ্লোবাল ভিলেজ-সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এবং ড্রিম বিল্ডার্স ক্লাবের উদ্যোগে "Civil-Mega Tour 2026" সম্মানিত ফ্যাকাল্টি মেম্বারদের সদয় অনুমতিক্রমে আগামী ৩১ জানুয়ারি, ২০২৬, রোজ শনিবার আয়োজিত হতে যাচ্ছে।
📍 গন্তব্য: সীতাকুণ্ড, চট্টগ্রাম
📅তারিখ: ৩১ শে জানুয়ারি - ০২ ফেব্রুয়ারি ,২০২৬
⏰ যাত্রার শুরু: ৩১ তারিখ সন্ধ্যা ৬:০০ টা
🚌 যাতায়াত ব্যবস্থা: রিজার্ভ বাস
🎯 ট্যুর প্ল্যান:
১.চন্দ্রনাথ পাহাড়
২. গুলিয়াখালি সী বিচ
৩. মহা মায়া লেক
💰 এন্ট্রি ফী:
দুই হাজার (২,০০০/- মাত্র) ৳
📌 খরচের অন্তর্ভুক্ত:
✔ যাতায়াত (বাস+লেগুনা)
✔ যাওয়া এবং আসার সময় রাতের ডিনার
✔ সকালের ব্রেকফাস্ট
✔ দুপুরের লাঞ্চ এবং বিকালের স্নাক্স
✔ পাহাড় ট্রেকিং পোল
✔ ট্যুরের সকল প্রকার এন্ট্রি ফি
✔ প্রতিবেলায় এবং পাহাড়ে আরোহণের সময় এক্সট্রা মিনারেল ওয়াটার
📌 কারা অংশগ্রহণ করতে পারবে:
Civil Engineering Department-এর সকল ব্যাচের শিক্ষার্থীরা।
📝 রেজিস্ট্রেশন:
রেজিস্ট্রেশনের শেষ তারিখ আগামী
‼️১৬/০১/২০২৬ ‼️
সকলকে উল্লেখিত ফি জমাদানের মাধ্যমে সংশ্লিষ্ট CR এর মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করে নির্ধারিত টোকেন বুঝে নেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।
👉 বিঃদ্রঃ
• আসন সংখ্যা সীমিত
• আগে আসলে আগে পাবেন ভিত্তিতে রেজিস্ট্রেশন
• সকলকে সময়নিষ্ঠ থাকতে অনুরোধ করা হচ্ছে
সবাইকে সাথে নিয়ে একটি সুন্দর ও স্মরণীয় ট্যুর করার প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ।