বিদ্রোহের কন্ঠস্বর-২০২৫ | Event in Agartala | AllEvents

বিদ্রোহের কন্ঠস্বর-২০২৫

Montasir Hossain

Highlights

Fri, 25 Jul, 2025 at 12:00 am

অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়

Advertisement

Date & Location

Fri, 25 Jul, 2025 at 12:00 am (BST)

অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়

হালদারপাড়া, Brahmanbaria, Agartala, India

Save location for easier access

Only get lost while having fun, not on the road!

About the event

বিদ্রোহের কন্ঠস্বর-২০২৫
একটা শহর, যেখানে নদী কথা বলে।
যেখানে প্রতিটি ঢেউয়ের ভাঁজে লেখা থাকে হাজার বছরের ইতিহাস।

এখানে জন্মেছে এক সাহসী সেনানায়ক—ইশা খাঁ,
যার তলোয়ার কেবলই অস্ত্র ছিল না, ছিল এক স্বাধীনতার স্বপ্ন।

এখানে আলাউদ্দিন খাঁর সেতারের প্রতিটি সুর বলে দেয়,
"সংস্কৃতি মানেই আত্মপরিচয়।"

এবং এখন, এই শহরের তরুণেরা জেগে উঠেছে আবার উল্লাস কর এর মত—
জুলাই বিপ্লবের গর্জনে।

এই বিতর্ক উৎসব আমাদের তরুণদের কণ্ঠে তুলে দেবে ব্রাহ্মণবাড়িয়ার গল্প।
আলোচনার ছলে উঠে আসবে—
নদীর গতিপথ বদলের কথা,
ঐতিহ্যের অবমূল্যায়ন,
সংস্কৃতির বিকাশ,
এবং সেই মহাকাব্যিক আন্দোলন—বাংলাদেশের জুলাই বিপ্লব—
যেখানে প্রজন্ম জেড নিজেদের নতুন ইতিহাস লিখেছে।

আমরা চাই, বিতর্ক হোক আমাদের ভাষা।
যেখানে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বলবে—
“কেন নদী হারিয়ে যাচ্ছে?”
একজন স্কুল শিক্ষার্থী প্রশ্ন তুলবে—
“ইশা খাঁর স্বাধীনতা আজ কতটা বাস্তব?”
এবং সকলে মিলে বলবে—
“জুলাই বিপ্লব কেবল ইতিহাস না, এটি আমাদের চেতনা।”

এই উৎসব কেবল বিতর্ক নয়, এটি আমাদের সংস্কৃতির মঞ্চ।
এটি তিতাসের নোনা জলে ভেসে আসা গল্প।
এটি আলাউদ্দিন খাঁর সুরের ধ্বনি, ইশা খাঁর দ্রোহ,
এবং নতুন প্রজন্মের অধিকার আদায়ের কণ্ঠস্বর।
এটি সেই শিখা, যা জুলাই বিপ্লব এর মাধ্যমে জ্বলে উঠেছে,
এবং আমরা সেই আলোকে সামনে আনতে চাই বিতর্কের মাধ্যমে।

জেলা পরিষদ আয়োজিত -ব্রাহ্মণবাড়িয়া ডিবেটিং সোসাইটি (BDS) আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে—
বিদ্রোহের কণ্ঠস্বর ২০২৫ - আন্তঃস্কুল বিতর্ক উৎসবে,
যেখানে তর্ক হবে কেবল বিজয়ের জন্য নয়—
তর্ক হবে নিজের মাটি, সংস্কৃতি, ইতিহাস আর বিপ্লবকে ভালবেসে ছুঁয়ে দেখার।

আন্তঃস্কুল -
টিম ক্যাপ - ১২ (রিজিওনাল)
ফরম্যাট - বাংলা এপি
রেজ ফি - ৫১০৳(স্লট বুকিং )

তারিখ - ২৫ জুলাই, ২০২৫
(সেমিফাইনাল পর্যন্ত )

যেকোনো প্রয়োজনে,
০১৭৭২৯৯৯৩৮০
মুনতাসির হোসেন মাহিন,
সভাপতি,
ব্রাহ্মণবাড়িয়া ডিবেটিং সোসাইটি

interested
Stay in the loop for updates and never miss a thing. Are you interested?
Yes
No

Ticket Info

To stay informed about ticket information or to know if tickets are not required, click the 'Notify me' button below.

Advertisement

Nearby Hotels

অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়, হালদারপাড়া,Brahmanbaria, Agartala, India
Get updates and reminders

Host Details

Montasir Hossain

Montasir Hossain

Are you the host? Claim Event

Advertisement
বিদ্রোহের কন্ঠস্বর-২০২৫ | Event in Agartala | AllEvents
বিদ্রোহের কন্ঠস্বর-২০২৫
Fri, 25 Jul, 2025 at 12:00 am
Interested and saved to the app Marked event as Interested and saved to the app
Open App