গার্লস ট্রিপ: সবুজ অরণ্য, চা-বাগানের সুবাস আর একদিনের স্বপ্নযাত্রা 🌿
⌚️ ⌚️ ⌚️ ⌚️ ⌚️ ⌚️
তারিখ ও সময়ঃ
যাওয়াঃ ঢাকা (ফার্মগেট) থেকে ০৩-১০-২০২৫ তারিখ ভোর ৫.৩০
আসাঃ ০৩-০১-২০২৫ তারিখ বিকাল ৫ টায় (সায়দাবাদ পর্যন্ত)
যোগাযোগ: 01590081992
🏢 আসন বিন্যাস
কনফার্ম করার সময় খালি থাকা আসন গুলোর মধ্য থেকে পছন্দের ভিত্তিতে।
💼💼💼প্যাকেজঃ ১৪৫০/-
💥ঢাকা- সাতছড়ি -ঢাকা নন এসি বাসে যাওয়া আসা
💥সকালের নাস্তা
💥দুপুরের খাবার
💥এন্ট্রি ফি
✨ দর্শনীয় স্থানসমূহ ✨
🌳 সাতছড়ি ন্যাশনাল পার্ক – ঘন অরণ্য, বন্যপ্রাণী আর ট্রেকিং পথ
🌴 সাতছড়ি চা-বাগান – চায়ের সুগন্ধ আর অসীম সবুজের মায়া
🛑🛑🛑🛑প্যাকেজে যা যা থাকছে নাঃ
১) ব্যক্তিগত মেডিসিন।
২) লোকাল ট্রান্সপোর্ট।
৩) প্যাকেজে উল্লেখ নেই এমন যেকোন ধরনের খরচ।
📌📌📌📌যা যা সাথে নিতে হবে :-
✔ জাতীয় পরিচয়পত্র বা স্টুডেন্ট আইডি (১ কপি)
✔ প্রয়োজনীয় ব্যক্তিগত ঔষধ
🚩🚩🚩🚩শর্ত সমুহঃ
১- প্রথমেই একটি ভ্রমণ পিপাসু মন থাকতে হবে।
২- ভ্রমণকালীন যে কোন সমস্যা হোস্টের সাথে আলোচনা করে সমাধান করতে হবে।
৩- ভ্রমণ সুন্দর মত পরিচালনা করার জন্য সবাই আমাদেরকে সর্বাত্মক সহায়তা করতে হবে।
৪- প্রতিটি যায়গা ই আমাদের নিজেদের, তাই তার সৌন্দর্য রক্ষা করা আমাদের দায়িত্ব। যেন ট্যুরিজম এবং পরিবেশের এর কোন ক্ষতি না হয়, সেটা সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে।
৫- আবহাওয়া বা অবস্থার পরিপ্রেক্ষিতে যে কোন সময় সিদ্ধান্ত বদলাতে পারে, সেক্ষেত্রে সকলকে আন্তরিক হতে হবে।
৬- স্থানীয়দের সাথে কোন রকম বিরূপ আচরণ করা যাবে না। নতুন কারো সাথে কথা বলার ক্ষেত্রে প্রয়োজনে ট্রিপ হোস্টের সহায়তা নিতে হবে।
৭- কোনভাবেই কোন প্রকার মাদক সেবন বা সাথে বহন করা যাবে না। সাথে পাওয়া গেলে তাকে বা তাদেরকে তৎক্ষণাৎ ট্রিপ থেকে বহিষ্কার করা হতে পারে গ্রুপের অন্য সবার সাথে স্বীদ্ধান্ত নিয়ে।
৮- দুর্ঘটনা বলে কয়ে আসে না তাই যে কোন প্রকার দুর্ঘটনা সকলে মিলে মোকাবেলা করতে হবে ।
You may also like the following events from Hasnat Sumon: