শীতকালীন হাওড় ভ্রমণের সেরা আয়োজন নবাব হাউজবোটে বড় দিনের টানা ৩ দিনের সরকারি বন্ধে ট্যুর (GDM 103) 

, 24 December

শীতকালীন হাওড় ভ্রমণের সেরা আয়োজন নবাব হাউজবোটে বড় দিনের টানা ৩ দিনের সরকারি বন্ধে ট্যুর (GDM 103)

Tanvir Chowdhury

Highlights

Wed, 24 Dec, 2025 at 08:45 pm

টাঙ্গুয়ার হাওর, তাহিরপুর সুনামগঞ্জ।

Advertisement

Date & Location

Wed, 24 Dec, 2025 at 08:45 pm (BST)

টাঙ্গুয়ার হাওর, তাহিরপুর সুনামগঞ্জ।

Sunamganj, Sylhet, Bangladesh

Save location for easier access

Only get lost while having fun, not on the road!

About the event

শীতকালীন হাওড় ভ্রমণের সেরা আয়োজন নবাব হাউজবোটে বড় দিনের টানা ৩ দিনের সরকারি বন্ধে ট্যুর (GDM 103)
-যেকোন প্রয়োজনে- 01674948668 / 01602306899

" কুল নাই সীমা নাই অথৈ দরিয়ার পানি
দিবসে নিশিথে ডাকে দিয়া হাতছানি রে
অকুল দরিয়ার বুঝি কূল নাই রে "

কূল কিনারাহীন এক জলরাশি, উপরে আকাশ, তাতে জ্যোৎস্নাবিলাশ, চারিদিকে শুনশান, মৃদু একটু আরামদায়ক দুলুনি, নৌকার পাটাতনে পিঠ দিয়ে আকাশ পানে চেয়ে আছেন আর কানে বাজছে কোন মধুর কন্ঠের আবেগতাড়িত আওয়াজ " আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে.."

কি? খুব বেশি কাল্পনিক মনে হচ্ছে?

♣♣ টাঙ্গুয়ার হাওড়♣♣

প্রায় একশত বর্গকিলোমিটার জুড়ে বিস্তৃত এক মায়াময় জলরাশি। বিশালাকার কাঠের নৌকায় করে পুরাকালে জমিদাররা এখানে রাজকীয় ভাবভঙ্গিতে একদা পাখি শিকারে আসতেন। আকাশের রঙের সাথে বন্ধুত্ব করা এই হাওড়ে নৌকায় রাত্রিনিবাস আপনার সে কল্পনার দৃশ্যকেও হার মানাবে। উত্তরের মেঘালয়ের খাড়া পাহাড় আর তিনদিকে অথৈই পানি, ভাটির দেশের মাঠ ঘাট সব একাকার করা পানি, বর্ষাকালের ভরাযৌবন যেন। সুনামগঞ্জ, নেত্রকোণা আর কিশোরগঞ্জ, তিন জেলা বিস্তৃত অদ্ভূত এ জলরাশির মাঝে মেঘালয়ের পাহাড়ের কোলে টাঙ্গুয়ার হাওড়।

এমন ভরা যৌবনা টাঙ্গুয়ার হাওড়ের উদ্দেশ্যেই গ্রুপ ডি ম্যাডভেঞ্চারারস পরিবার যাচ্ছে সুনামগঞ্জের মোহময় জলাধার টাঙ্গুয়ার হাওড়ের পথে।

এটি জিডিএম (GDM) এর একটি অফিসিয়াল কমার্শিয়াল ইভেন্ট।

আমাদের গ্রূপ লিঙ্কঃ
https://www.facebook.com/groups/gdmbd
https://www.facebook.com/groups/GroupDeMadventurers/

আমাদের পেজ লিঙ্কঃ https://www.facebook.com/GroupDeMadventurers/

যারা যাবেন কিনা নিশ্চিত নন, তারা Interested এ ক্লিক করে রাখলে সকল প্রকারের আপডেট পেয়ে যাবেন। সম্পূর্ণ নিশ্চিত হয়ে Going এ ক্লিক করলে ভ্রমণসঙ্গী সম্পর্কে ধারণা পেতে এবং পরবর্তীতে যোগাযোগ করতে সুবিধা হয়।

⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆
মোট সময়কালঃ ৩ রাত, ২ দিন ( বাসে ০২ রাত, হাউজবোটে ০১রাত ও ০২ দিন ঘুরাঘুরি)
⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆

✤✤ ভ্রমণ স্থান সমূহ ✤✤
✦ টাঙ্গুয়ার হাওড়
✦ ওয়াচ টাওয়ার
✦ টেকেরঘাট
♦ যাদুকাটা নদী
♦ নীলাদ্রি লেক
♦ বারিক্কা টিলা
♦ শিমুল বাগান
♦ সুরমা নদী

✤✤ সম্ভব্য পরিকল্পনা ✤✤

✦ ২৪ ডিসেম্বর বুধবার রাতে ঢাকা থেকে নন-এসি বাসে করে রওনা হবো সুনামগঞ্জের উদ্দেশ্যে।

✦ ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে পৌঁছাবো সুনামগঞ্জ পানসীর সামনে। সেখানে নাস্তা করে লেগুনা করে তাহিরপুরে এসে নবাব হাউজবোটে উঠে যাবো। সবাই যার যার নির্ধারিত কেবিনে প্রবেশ করবো।

এদিন ঘুরে দেখবো যাদুকাটা নদী, বারিক্কাটিলা আর শিমুল বাগান। বিকালে চলে যাবো টেকেরহাটে, সেখানে আমরা নীলাদ্রী, শহীদ সিরাজ লেক, লাকমাছড়া ঘুরে দেখবো। দুপুরে হাওড়ের ফ্রেশ মাছ দিয়ে লাঞ্চ। রাতে ডিনার। এছাড়া নাস্তা ও থাকবে।

♦ ২৬ ডিসেম্বর শুক্রবার নবাব হাউজবোটের গতিপথ আগাবে স্বচ্ছ পানির টাঙ্গুয়ার হাওড়ের উদ্দেশ্যে। হাওড় আর ওয়াচ টাওয়ার হবে সেদিনকার লক্ষ্য। ঘোরাঘুরি শেষ করে সুনামগঞ্জ চলে আসবো, অতঃপর পানসীতে রাতের ডিনার শেষ করে। বাসে রাজধানীর ঢাকার পথ ধরা।

♦ ২৭ ডিসেম্বর শনিবার খুব সকালে ঢাকা পৌঁছাবো আমরা।
⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆

♣♣♣♣নবাব হাউজবোট সম্পর্কে♣♣♣♣

♦ "নবাব- The Haor Villa" হচ্ছে টাংগুয়ার হাওরে নবনির্মিত কাঠের তৈরী অন্যতম এবং বিশাল লাক্সারিয়াস হাউজবোট। যে কোন রিসোর্টের সকল সুবিধা পাবেন আমাদের এই হাউসবোটে। প্রতিটি কেবিন, লবি এবং করিডরের লাইটিং এ রয়েছে নান্দনিকতার সাথে আভিজাত্যের ছোঁয়া। পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব, অফিস কলিগদের নিয়ে নিশ্চিন্তে ঘুরতে আসতে পারেন আমাদের হাউজবোটে।

♦ রেগুলার প্যাকেজে ২ দিন ১ রাত থাকার ব্যবস্থা। যদি কোন শুক্রবার সকালে হাউজবোটে উঠেন, তাহলে পরদিন শনিবার রাতে হাউজবোট থেকে নেমে যাবেন। আপনি চাইলে কাস্টমাইজ প্যাকেজ করে আরো বেশিদিন-রাত ও থাকতে পারবেন।

♦ ৮২ ফুট লম্বা এবং ১৭.৫ ফুট চওড়া বিশাল কাঠের লাক্সারিয়াস হাউস বোট।

♦মোট ৬ টি ডোর লকড কেবিন রয়েছে। প্রতিটি কেবিনে ২-৩ জন থাকার ব্যবস্থা রয়েছে।

♦ প্রতিটি ডোর লকড কেবিন, লবি এবং করিডরের লাইটিং এ রয়েছে নান্দনিকতার সাথে আভিজাত্যের ছোঁয়া।

♦ বোটের ভিতরে আপনাকে মাথা নুইয়ে হাটতে হবে না (উচ্চতা ৬.৫ ফুট)।

♦আড্ডার জন্য নৌকার সামনে ১২ ফুট লম্বা ওপেন লাউঞ্জ। গ্রুপ আড্ডার জন্য পুরোপুরি পারফেক্ট।

♦ রুম ঠান্ডা রাখার জন্য ছাদ তৈরি করা হয়েছে হিটপ্রুফ সহ ৬ টি লেয়ার দিয়ে। তাই ভিতরে গরম আদ্রতা প্রবেশ কম করবে।

♦ প্রতিটি রুমে পর্যাপ্ত লাইট, দুইটি করে ফ্যান ও চার্জিং সুবিধা।

♦ প্রতিদিন দিনের নির্দিষ্ট সময়ে এবং সারারাত আইপিএস/জেনারেটর সার্ভিস।

♦ প্রকৃতি উপভোগ করার জন্য প্রতিটি রুমেই রয়েছে ২ টি করে সুবিশাল ট্রান্সপারেন্ট জানালা। প্রাইভেসির জন্য অবশ্যই পর্দার ব্যবস্থা রয়েছে।

♦ ২ টি লাক্সারিয়াস হাই কমোড সহ ওয়াশরুম এবং ১ লো কমোড।

♦ বিশাল ছাদ। ছাদে শুয়ে-বসে আড্ডা দেয়ার জন্য হেলান বিছানার ব্যবস্থা রয়েছে। বৃষ্টি না হলে আপনি নিজেই ছাদ থেকে নামতে চাইবেন না।

♦ পরিচালনা এবং অতিথিদের সার্বক্ষণিক সেবা দেয়ার জন্য রয়েছে ৫-৬ জন সাপোর্ট স্টাফ
♦ অভিজ্ঞ বাবুর্চির সহায়তায় হাওরের জিভে জল আনা ফ্রেশ খাবার
♦ ০৬ বেলা Too Much মূল খাবার (২ টি ব্রেকফাস্ট + ২ টি লাঞ্চ + ২ টি ডিনার)
৪ টি রিচ স্ন্যাক্স।
♦ প্যাকেজ ভেদে ফলমূল যেমন পেয়ারা, বড় কলার ছড়ি, আনারস, আমড়া, আপেল, কমলা ইত্যাদি।

♦ আনলিমিটেড চা
♦ খাবার এবং রান্নার জন্য ফিল্টার্ড পানির ব্যবস্থা।
♦ জরুরী অগ্নী নির্বাপণ ব্যবস্থা
♦ পর্যাপ্ত লাইফ জ্যাকেট, লাইফ বয়া
♦ রুম সার্ভিস


✤✤ বুকিং সিস্টেম ✤✤

♣♣♣♣ঢাকা টু ঢাকা (নন-এসিবাস)♣♣♣♣

- এক কেবিনে ০৩জন থাকলে ৭৭৫০টাকা জনপ্রতি
- এক কেবিনে ০২জন থাকলে ৮৫০০টাকা জনপ্রতি

- এসি বাসে যেতে চাইলে জনপ্রতি আরো ১০০০ টাকা যোগ হবে। ৩৬ সিটের এসি বাস।

-চট্টগ্রাম থেকে যারা জয়েন করবেন তাদের ইভেন্ট ফি আলোচনা সাপেক্ষে।

কনফার্ম করতে নিম্নে উল্লেখিত উপায়ে ৫১০০ টাকা সেন্ড করে ইনফর্ম করুন এবং অংশ হয়ে যান একটি ভিন্ন রকম এ্যাডভেঞ্চারের।

✤✤ বিকাশ নম্বর সমূহঃ
শরীফ - 01674948668

✤✤ রকেট নম্বরঃ
শরীফ - 01674948668

✤✤ নগদ নম্বরঃ
শরীফ - 01674948668

✤✤ ব্যাংকের হিসাব নম্বরঃ
1)
Mohammad Samsul Arefin
A/C- 1151570014570
Dutch Bangla Bank Ltd
Mirpur-01 Branch
⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆

এই ট্যুরে কনফার্ম করার আগে প্রয়োজনে হোস্টের সাথে কথা বলে আরো ডিটেইলস জেনে নিন।
⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆
কনফার্ম করার শেষ সময় :
০৬টা কেবিন ফিল আপ হওয়ার আগ পর্যন্ত
⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆

✤✤ যা যা থাকছে ✤✤
✦ সমস্ত প্রকার ট্রান্সপোর্ট খরচ।
✦ দুইদিনই সকালের খাবার, মধ্যাহ্ন ও একদিনের নৈশভোজ। নৌকাতেই রান্নার ব্যাবস্থা থাকবে। চেষ্টা করা হবে হাওড়ের কয়েক আইটেমের মাছ দিয়ে দুপুরের/রাতের খাবার সার্ভ করার।
✦ শুকনো খাবার, পানি
★ কাঠ বডির বড় লাক্সারিয়াস হাউজবোট "নবাব-The Haor Villa"। হাউজবোটে অবস্থান কালীন সমস্ত খাবার, শুকনা খাবার আমরাই প্রোভাইড করবো।
★লাইফ জ্যাকেট

✤✤ যা যা থাকছে না ✤✤
✦ ব্যক্তিগত যে কোন খরচ, ওষুধ
✦ লাকমাছড়া যাওয়ার বাইক খরচ(২০০টাকা), শিমুলবাগান এন্ট্রি ফি (৪০টাক)।



✤✤ যা যা সাথে নিবেন :
✦ এটি একটি রিল্যাক্সিং ট্যুর। প্রয়োজনমত আরামদায়ক পোষাক ও নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য সাথে নিলেই হবে। একটা বিছানার চাদর নিতে পারেন। পারলে একটা হাতপাখা ও নিয়ে নিবেন।
✦ শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসপত্র বহন করতে হালকা ব্যাকপ্যাক। আমাদের সরবরাহকৃত পানি ও শুকনো খাবার আপনাকেই বহন করতে হবে।
✦ ক্যাপ, সানগ্লাস, ছাতা ।
✦ ক্যামেরা।
✦ মোবাইল ক্যামেরা সহ যাবতীয় জিনিসপত্র শুকনো রাখতে পলিথিন ব্যাগ।

✤✤ যা অবশ্যই মনে রাখা দরকার ✤✤

ট্যুর চলাকালীন সময়ে যেসব বিষয় মনে রাখা প্রয়োজনঃ

✦বোটে অবস্থান কালীন কোনভাবেই কোন ময়লা, অপচনশীল বস্তু হাওড়ের পানিতে ফেলা যাবেনা। ট্রলারে অনেকগুলো ডাস্টবিন থাকবে, সেই ডাস্টবিনে সবাই একটু কষ্ট করে ময়লা ফেলবেন। পানিতে কাউকে ময়লা ফেলতে দেখলে তাকে ১০০০টাকা নগদে জরিমানা করা হবে।

✦বোটের ভিতরে স্মোকিং করবেন না, বোটের ছাদের পিছনে অনেক বড় স্পেস আছে , ৮/১০জন বসতে পারবেন, সেখানে স্মোকিং করুন, ছাদে অনেকগুলো এশট্রে আছে, সেগুলো ব্যাবহার করুন। একটা ফোল্ডেবল ছাতা/রেইনকোট সাথে আনবেন , কাজে দিবে। হাওড়ে হুট হাট বৃষ্টি হয়, স্পটে ভিজিট করতে তখন এই ছাতা কাজে দিবে। আর বৃষ্টি লাভাররা বৃষ্টিতে ভিজে ভিজে স্পট ভিজিট করবেন।

✦জুতা নিয়ে বোটের ভিতর ও ছাদে হাটবেন না, ছাদ ময়লা করা যাবেনা । জুতা রাখার নির্দিষ্ট জায়গায় জুতা রাখবেন।বেশ কিছু বড়/মাঝারি সাইজের পলিথিন নিবেন ভেজা কাপড় রাখার জন্য।

✦আপনি বাস্তব লাইফে যেমনই হোন না কেনো, দয়া করে ট্যুরে পরিবেশ নষ্ট হয় এমন কোন কর্মকান্ড করবেন না। মনে রাখবেন আপনার ব্যাবহারই আপনার বংশকে প্রতিনিধিত্ব করবে।

✦ছেলেরা একটা পাঞ্জাবী এবং মেয়েরা একটা শাড়ি সাথে করে নিয়ে আসতে পারেন। শিমুল বাগানে, নীলাদ্রিতে শাড়ি-পাঞ্জাবীতে ভালো ছবি আসে।

✦বোটে উঠার সাথে সাথেই সবাই মোবাইল চার্জ দিয়ে নিবেন। রুমে, লাউঞ্জে মোবাইল চার্জ দেয়ার ব্যাবস্থা আছে। দিনের বেলায় দুই/তিনবারে মিলিয়ে ০৪/০৬ ঘন্টার জন্য জেনারেটর অফ থাকবে। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত জেনারেটর+ আইপিএস একটানা চলবে।

✦রাত ১২টার পর কেউ প্লিজ মোবাইল/পাওয়ার ব্যাংক চার্জ দিবেন না। কারন রাত ১২টার পর থেকে আইপিএস চলবে। এসময় প্রয়োজন ছাড়া অতিরিক্ত লাইট/ফ্যান চালাবেন না প্লিজ।।

✦একটা বিছানার চাদর (অপশনাল, যারা হাউজবোটের বিছানার চাদর ব্যাবহার করতে চাননা তারা নিয়ে আসবেন), একটা ফোল্ডেবল ছাতা/রেইনকোট, একটা মিনি টর্চলাইট অবশ্যই সাথে নিবেন, কাজে দিবে। যেহেতু রিলাক্স ট্যুর তাই কাপড়-চোপড় নেয়ার ক্ষেত্রে কোন বাধ্যবাধকতা নাই। প্রথম দিন আমরা হাওড়ে গোসল করবো, দ্বিতীয় দিন আমরা জাদুকাটা নদীতে গোসল করবো। লাইফ জ্যাকেট ও আমরাই প্রোভাইড করবো।

✦আপনার ব্যাবহার যাতে অন্যের বিরক্তিকর কারন না হয় সেদিকে সর্বদা খেয়াল রাখবেন। স্থানীয় কারো সাথে খারাপ ব্যাবহার করা যাবেনা। কারো প্রতি কোন অভিযোগ থাকলে অন্য কারোর সাথে সেটা শেয়ার না করে আপনার কাছের এডমিন কে জানান। রাগারাগির মত সিচুয়েশন হলে দ্রুততার সাথে সবাইকে নিজ উদ্দ্যেগেই পরিবেশ নরমাল করতে হবে। আমাদের ভুল ভ্রান্তি হবেই, তাই ট্যুরে সব কিছু আপনি পারফেক্ট পাবেন না। এটা মেনে নিয়েই ট্যুরে সবাই আসবেন প্লিজ।


ট্যুর সংক্রান্ত যে কোন ব্যাপারে যোগাযোগ করতে পারেন :

তানভীর ( 01602 306899 )
শরীফ (01674 948668)


You may also like the following events from Tanvir Chowdhury:

interested
Stay in the loop for updates and never miss a thing. Are you interested?
Yes
No

Ticket Info

To stay informed about ticket information or to know if tickets are not required, click the 'Notify me' button below.

Advertisement

Nearby Hotels

টাঙ্গুয়ার হাওর, তাহিরপুর সুনামগঞ্জ।, Sunamganj, Sylhet, Bangladesh
Get updates and reminders
Ask AI if this event suits you

Host Details

Tanvir Chowdhury

Tanvir Chowdhury

Are you the host? Claim Event

Advertisement
শীতকালীন হাওড় ভ্রমণের সেরা আয়োজন নবাব হাউজবোটে বড় দিনের টানা ৩ দিনের সরকারি বন্ধে ট্যুর (GDM 103) 

, 24 December
শীতকালীন হাওড় ভ্রমণের সেরা আয়োজন নবাব হাউজবোটে বড় দিনের টানা ৩ দিনের সরকারি বন্ধে ট্যুর (GDM 103)
Wed, 24 Dec, 2025 at 08:45 pm