প্রিয় শিক্ষার্থীরা,
প্রতি বছরের মতো এবারও আমাদের প্রিয় কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয় আয়োজন করতে যাচ্ছে বার্ষিক শিক্ষা সফর। কিন্তু তোমরা কি জানো, এই সফরটি তোমাদের জন্য কেন এত গুরুত্বপূর্ণ?
স্কুল জীবন মানেই হলো সোনালী ডানায় ওড়ার দিন। আজ তোমরা যারা প্রতিদিন একসাথে হাসাহাসি করো, টিফিন ভাগ করে খাও আর ক্লাস শেষে দল বেঁধে বাড়ি ফেরো—স্কুল জীবন শেষ হয়ে গেলে এই চেনা মুখগুলো খুব মিস করবে। জীবনের পথ যখন বড় আর কঠিন হয়ে যাবে, তখন চারদিকে শুধু ব্যস্ততা থাকবে, কিন্তু এই নিঃস্বার্থ বন্ধুত্বের মুহূর্তগুলো আর ফিরে আসবে না।
বইয়ের পাতায় তো আমরা অনেক কিছু শিখি, কিন্তু পাহাড় আর চা বাগানের সবুজে ঘেরা শ্রীমঙ্গলের কোলে প্রিয় শিক্ষক আর বন্ধুদের সাথে কাটানো সময়গুলো তোমাদের শেখাবে অন্যরকম এক জীবনবোধ। স্কুল জীবনের মতো আপন বন্ধু আর শ্রদ্ধেয় শিক্ষকদের ভালোবাসা হয়তো আর কোনোদিন ফিরে পাওয়া যাবে না। এক সময় এই দিনগুলো কেবল ঝাপসা স্মৃতি হয়ে আমাদের মনের অ্যালবামে পড়ে থাকবে।
তাই চলো, জীবনের গল্পটা কঠিন হওয়ার আগেই এই সুন্দর সময়টাকে আমরা হৃদয়ে বন্দি করে রাখি। এসো, আমরা সবাই মিলে এবারের শিক্ষা সফরকে এমনভাবে স্মরণীয় করে তুলি, যা বছরের পর বছর আমাদের মনে আনন্দের দোলা দিয়ে যায়।
সবাই মিলে চলো যাই সবুজের কোলে, মেতে উঠি জীবনের শ্রেষ্ঠ আনন্দে!
গন্তব্য: শ্রীমঙ্গল।
তারিখ: ২৯/০১/২০২৬
@top fans #kishorimohanschool কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয় Tanvir Rahim Reyad Khan Jubaer Ahmed Rajib Debnath