শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)-এর রসায়ন বিভাগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘১৫তম BAS বিভাগীয় সায়েন্স অলিম্পিয়াড’!
❒ যাদের জন্য এই আয়োজন:
🔸 জুনিয়র গ্রুপ: ৯ম-১০ম শ্রেণি
🔸 সিনিয়র গ্রুপ: ১১শ-১২শ শ্রেণি
📝 রেজিষ্ট্রেশন সংক্রান্ত নিয়মাবলী:
আবেদন করতে হবে স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক নির্ধারিত Institutional Coordinator-এর মাধ্যমে।
⚠️ বি:দ্র: একটি প্রতিষ্ঠান থেকে স্কুল লেভেলে সর্বোচ্চ ৫ জন এবং কলেজ লেভেলে সর্বোচ্চ ৫ জন শিক্ষার্থী আবেদন করতে পারবে।
⏰ গুরুত্বপূর্ণ সময়সূচি:
🔴 রেজিষ্ট্রেশন ডেডলাইন: ১০ই ডিসেম্বর, ২০২৫
🗓 পরীক্ষার তারিখ: ৩রা জানুয়ারি, ২০২৬
📍 এক্সাম সেন্টার:
মিনি অডিটোরিয়াম, একাডেমিক ভবন 'এ', শাবিপ্রবি।
🏆 পুরস্কার ও সুযোগ:
এই অলিম্পিয়াডের টপ ১০% শিক্ষার্থী সরাসরি জাতীয় অলিম্পিয়াডে অংশগ্রহণের সুযোগ পাবে!
Registration link:
https://forms.gle/vUjuNdmzy2xUFZHd8
❒ প্রয়োজনে:
মো: ইমরান হোসেন
প্রভাষক, রসায়ন বিভাগ, শাবিপ্রবি
মোবাইল: 01770169130