Osmaninagar Udyokta Mela 2.0 আসছে!
ইনশাআল্লাহ আগামী ১২ ও ১৩ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেটের অন্যতম বড় উদ্যোক্তা আয়োজন। এবার আমরা চাই— যাদের স্বপ্ন আছে, যারা নিজেকে তুলে ধরতে চায়, তারা যেন এই প্ল্যাটফর্ম থেকে সুযোগ পায়।
📌 স্টল বুকিং চলছে-
https://forms.gle/ZGPFq7tvMkfC4QSz5
📅 তারিখ: ১২-১৩ নভেম্বর
📍 স্থান: শাহজালাল টাওয়ার, করনসিরোড, গোয়ালাবাজার
🎯 স্টল বুকিং চলছে | স্পনসরশিপ সুযোগও আছে
প্রিমিয়াম এবং স্ট্যান্ডার্ড স্টল সুবিধা, সাথে সার্টিফিকেট, নাস্তা, গুডিজ ব্যাগ এবং ব্র্যান্ডিং সুযোগ।
� স্পনসর ও পার্টনারশিপ সুযোগ
আপনার ব্র্যান্ড, প্রতিষ্ঠান বা উদ্যোগকে প্রোমোট করার এবং সরাসরি কাস্টমারের সঙ্গে কানেকশন করার সেরা সুযোগ।
এই মেলাটি শুধু একটি ইভেন্ট নয়। আমরা চাই এটি হোক তরুণদের জন্য প্রেরণার উৎস, যেখানে নতুন উদ্যোক্তারা নিজেদের চিন্তা ও উদ্যোগ প্রদর্শন করতে পারবে।
আপডেট জানতে আমাদের পেজে চোখ রাখুন— সামনে আরও চমক থাকছে।
Organizer:
Shah Tawhid And Jahed Al-Hasan
#OsmaninagarUdyoktaMela #Entrepreneurship #SylhetEvents #StartUpBangladesh #YouthPower #Innovation #BusinessOpportunities
Also check out other Business events in Sylhet.