আজ পার্শ্ব একাদশীর দিনে ভগবান বামনদেব এর পূজা করলে, এবং শ্রীহরির পদপদ্মে পদ্মফুল অর্পণ করলে, ভগবান জগন্নাথ সর্বদা সন্তুষ্ট হন।।(স্কন্দ পুরাণ, বৈষ্ণব খণ্ড)
এই দিনে ভক্ত যদি পদ্মফুল দিয়ে শ্রীবিষ্ণুর চরণে প্রণাম করে, তবে- জন্ম জন্মান্তরের পাপ নাশ হয়, ভক্ত হৃদয়ে শান্তি ও ঐশ্বর্য আসে,আর সর্বোপরি ভগবান স্বয়ং জীবনের রক্ষাকর্তা হয়ে দাঁড়ান।।
পার্শ্ব একাদশী শুধু উপবাস নয়, এটি ভক্তির গভীর প্রকাশ।। ভগবান বামনের পাদপদ্মে পদ্ম নিবেদন মানেই আমাদের হৃদয়কে পবিত্রভাবে উৎসর্গ করা।।
আজ পার্শ্ব একাদশীতে আসুন আমরা সকলে মিলে বলি—
"ওঁ নমো ভগবতে বামনায় নমঃ"
#FacebookPage #radhakrishna #Rams #krishna #shiva #iskcon #Dhaka #hindu #hinduism #shyamkund #trend #vrindavandham #mayapurdham #reels #radha #temple #jagannathpuri #হরিবোল #shyam #𝓙𝓪𝓰𝓪𝓷𝓷𝓪𝓽𝓱𝓟𝓻𝓲𝔂𝓪 #Diwali #foryou #BMW #sanatandharma
#ParshvaEkadashi #VamanaDeva #Bhakti #PadmaArpan #VishnuBhakti