ডে ট্যুরে সিলেট সাদা পাথরে যাচ্ছে টীম ডিভাইন ট্রাভেলার্স।
আসসালামু আলাইকুম
এটি "Divine Travellers" একটি অফিশিয়াল ইভেন্ট।
🍀ভ্রমণের সময়কালঃ
----------------------------
আমরা ২১ শে আগস্ট ঢাকা সায়েদাবাদ থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা করবো এবং পরেরদিন সারাদিন ঘুরে ২২শে আগস্ট রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা হবো,
পরেরদিন ভোরে ঢাকায় থাকবো ইনশাআল্লাহ।
🍀দর্শনীয় স্থানসমূহঃ
----------------------------
🍀সাদাপাথর ভোলাগঞ্জ
🍀রাতারগুল
🍀চা বাগান
🍀হয়রত শাহ জালাল (রঃ) মাজার
💢ইভেন্ট ফি - ১৭৯৯ টাকা (প্রতি জন।)
কনফার্ম করার শেষ সময়ঃ
বাসের সিট ফিলাপ হওয়া পর্যন্ত।
আপনার কনফার্মেশনের সিরিয়ালের উপর বাসের সীট বন্টন করা হবে।
-----------------------------------------------------------------------
কনফার্ম করার পদ্ধতি:
------------------------------
অগ্রিম ১০২০/- টাকা (অফেরতযোগ্য) বিকাশ খরচ সহ, বিকাশ করে সাথে সাথে ফোন করে নিজের নাম বিকাশ করা নাম্বারের শেষে ২ সংখ্যা বলে কনফার্ম করে নিবেন,
আর আমরা এর ভিত্তিতে আপনার আসন কনফার্ম করবো।
টাকা পাঠানো মাধ্যমঃ
-------------------------------
বিকাশ : ( personal)
01931204164
ব্যাংক ডিটেলস-
-----------------------
IFIC Bank
A/C No. 0210178413811
MD. HABIBUR RAHMAN
Dhaka Stock Exchange Branch
🍀 কর্পোরেট/ফ্যামিলি ট্রিপ ও যেকোনো প্রয়োজনে সরাসরি কল করুন এই নাম্বারে।
📞 01931204164
☘আমাদের অফিসের ঠিকানাঃ
-------------------------------------
17/7 মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
🍀 আসন সংখ্যা সীমিত তাই আসন পূর্ণ হয়ে গেলে ইভেন্ট ক্লোজ করে দেওয়া হবে।
🍀🍀ভ্রমণের বিস্তারিতঃ
------------------------------
এটি ১দিনের একটি ডে ট্রিপ। আমরা ২১ তারিখ ঢাকা সায়েদাবাদ থেকে রাতে সিলেটের উদ্দেশ্যে রওনা হবো পরেরদিন খুব সকালে সিলেট নেমে ফ্রেশ হয়ে আমরা বিখ্যাত পানসিতে নাস্তা করে নিব। নাস্তা সেরে রিজার্ভ লেগুনা করে চলে যাব ভোলাগঞ্জ, ভোলাগঞ্জ যেতেই আমরা পেয়ে যাব চা বাগান সেইখানে সবাই কিছুক্ষন সময় কাটাবো ছবি তুলবো। চা বাগান থেকে আমরা আবার লেগুনা করে চলে যাব ভোলাগঞ্জ। পৌছে নৌকা করে চলে যাব সাদা পাথরের উদ্দেশ্যে দুপুর পর্যন্ত সেখানে ঠান্ডা স্বচ্ছ পানিতে গোসল করব। তারপর ভোলাগঞ্জেই হবে দুপুরের খাবারের ব্যবস্থা। দুপুরের খাবার খেয়ে চলে যাব সোয়াম ফরেস্ট খ্যাত রাতারগুলে। রাতারগুলে নৌকা দিয়ে ঘুরতে ঘুরতে কিছুক্ষনের জন্য হারিয়ে যাব সবুজ প্রকৃতির মাঝে রাতারগুল দেখা শেষ করে চলে আসব শহরে সেখানে হযরত শাহজালাল (রঃ)মাজার শরিফ জিয়ারত করে ( যার ইচ্ছা হয়) তারপর সিলেট থেকে ঢাকার উদেশ্য রওনা দিবো ২৩তারিখ ভোরে ঢাকায় থাকবো ইনশাআল্লাহ।
🍀 যা যা এই টাকায় পাচ্ছেনঃ
------------------------------------
🌸ঢাকা টু সিলেট, সিলেট টু ঢাকা আসা যাওয়া বাস।
🌸সিলেট-ভোলাগঞ্জ-রাতারগুল-সিলেট রির্জাভ লেগুনা।
🌸ভোলাগঞ্জ ও রাতারগুল নৌকা।
🌸সকাল নাস্তা, দুপুরের খাবার।
🍀সকালের খাবারঃসিলেটের বিখ্যাত খিচুড়ি
🍀দুপুরের খাবারঃ ভাত,সবজি, ভর্তা, ডাল সাথে ( মুরগি, গরু, হাসের মাংস) যার যেটা ইচ্ছে)
🙅🏻♂️যা যা এই টাকায় থাকছেনা:-
------------------------------------
🍀যেকোন ব্যক্তিগত খরচ।
🍀যাওয়া-আসার সময় হাইওয়ে হোটেলের খাবার
🍀ইভেন্ট এ অন্তর্ভুক্ত নয় এমন কিছু।
🍀যেকোন অযাচিত ঘটনার ব্যয়ভার।
🍀 কায়াকিং করা খরচ।
যা যা নিতে পারেন সাথেঃ
---------------------------------
🌸এক সেট এক্সট্রা কাপড়।
🌸পলিথিন।
🌸গামছা, ক্যাপ, সানগ্লাস, ক্যামেরা, পাওয়ার ব্যাংক ইত্যাদি যা প্রয়োজন।
🌸প্রয়োজনীয় ওষুধ।
👆🏻 যে ব্যাপার গুলো অবশ্যই মাথায় রাখতে হবেঃ
-------------------------------------------------------------
🍀প্রতিটি জায়গার সৌন্দর্য রক্ষা করা দায়িত্বশীল ভ্রমণের প্রধান উদ্দেশ্য।
🍀ভ্রমণকালীন সময় আমরা সবাই একে অপরকে সর্বাত্মক সহায়তা করব।
🍀স্থানীয়দের সাথে কোন রকম বিরূপ আচরণ করা যাবে না।
🍀যেহেতু গ্রুপ ট্যুর তাই সবার সাথে মিলেমিশে চলার মন মানসিকতা থাকতে কবে।
🍀 ভ্রমণকালীন যে কোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করে নেব।
🍀 যেখানে সেখানে ময়লা ফেলবো না।
🍀 সমালোচনা বা মজার ছলে কাউকে ব্যক্তিগত আক্রমন বা অসম্মান করা যাবেনা।
🍀পরিবেশ নষ্ট হয় এমন কাজ করা যাবে না।
🍀 ট্যুরে প্রাকৃতিক দুর্যোগ ,গোলাযোগ ,রাস্তায় জ্যাম এসব কারণে কোন সমস্যা হলে সবাই মানিয়ে নেওয়ার মানসিকতা রাখবেন।
🍀অবস্থার পরিপ্রেক্ষিতে যে কোন সময় সিদ্ধান্ত বদলানো হতে পারে।
ট্যুর সংক্রান্ত যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুন :-
----------------------------------------------------------
হাবিব রাসেল:- 01931204164