আমরা, রিষড়া সূর্য সংঘ। আগামী ৩০ শে অক্টোবর হইতে ৪ঠা নভেম্বর তারিখ পর্যন্ত জগদ্ধাত্রী পূজা ২০২৫ উদযাপন করতে চলেছি। প্রতি বছরের মতো এবারও আমরা সমাজের সকল স্তরের মানুষের অংশগ্রহণে এক আনন্দমুখর, সাংস্কৃতিক ও সামাজিক মিলনমেলার আয়োজন করছি।
এই শুভ অনুষ্ঠানের সফল আয়োজনের জন্য আমরা এলাকার বিভিন্ন সমাজসচেতন প্রতিষ্ঠান ও ব্যবসায়িক সংগঠন থেকে স্পনসরশিপের সহযোগিতা কামনা করছি। আপনার প্রতিষ্ঠানের সহায়তা আমাদের পূজাকে আরও সফল, সুন্দর ও গৌরবময় করে তুলবে।
স্পনসর হিসেবে আপনার প্রতিষ্ঠান পাবে নিম্নলিখিত সুযোগসমূহঃ
� ক্লাব প্রাঙ্গণ ও মণ্ডপে আপনার প্রতিষ্ঠানের ব্যানার/ফ্লেক্স প্রদর্শন
� মঞ্চের পটভূমিতে ও ঘোষণায় প্রতিষ্ঠানের নাম প্রচার
� সাংস্কৃতিক অনুষ্ঠানের সময় প্রতিষ্ঠানের নাম ঘোষণা
� সোশ্যাল মিডিয়া ও প্রচারমূলক ব্যানারে লোগো/নাম সংযোজন
� প্রয়োজনে আপনার পণ্যের স্টল বা প্রদর্শনী আয়োজনের সুযোগ থাকছে।
আমাদের মূল লক্ষ্য শুধুমাত্র ধর্মীয় আচার নয়, বরং সমাজে ঐক্য, ভ্রাতৃত্ব ও সংস্কৃতির প্রচার। আপনার সহযোগিতা পেলে এই লক্ষ্য পূরণ আরও সহজ হবে।
আপনার সদয় সহযোগিতার আশায় রইলাম।
ধন্যবাদান্তে,
সৌজন্যে,
রিষড়া সূর্য সংঘ
বিস্তারিত জানতে যোগাযোগ করুন : 72788 60304/91237 55922/ 62898 60232
ই-মেইল:
c3VyeWFzYW5naGFyaXNocmEgfCBnbWFpbCAhIGNvbQ==