"PUSTDS" বিতার্কিক অন্বেষণে-২০২৫, 13 November | AllEvents

"PUSTDS" বিতার্কিক অন্বেষণে-২০২৫

PUST Debating Society

Highlights

Thu, 13 Nov, 2025 at 03:00 pm

Pabna University of Science & Technology, Pabna, Rajshahi Division, Bangladesh

Advertisement

Date & Location

Thu, 13 Nov, 2025 at 03:00 pm (BST)

Pabna University of Science & Technology, Pabna, Rajshahi Division

University Science and Technology, রাজশাহী, বাংলাদেশ, Rajshahi, Bangladesh

Save location for easier access

Only get lost while having fun, not on the road!

About the event

"PUSTDS" বিতার্কিক অন্বেষণে-২০২৫
হেমন্তের পাতা ঝরে গিয়ে ৩০ একরের আমাদের এই ক্যাম্পাসকে ক্রমাগত ঘিরে ধরছে শীতের হীমেল নিস্তব্ধতা। দিনগুলো কেমন ছোট হয়ে আসছে। লেকের জলে এখন শেষ বিকেলের ঠান্ডা হাওয়া, আর ক্যাম্পাসের পথে পথে হেমন্তের শেষ আলস্য। আমরা দাঁড়িয়ে আছি এক পরিবর্তনের মুখে—যেখানে উষ্ণতা কমছে আর বাড়ছে শীতের আগমনী নীরবতা।
এই নীরবতা কি তোমার ভেতরের প্রখর কৌতূহলকেও গ্রাস করবে?
তোমার চারপাশের দৃশ্যগুলো কেমন স্থির হতে শুরু করছে, কিন্তু তোমার মস্তিষ্ক কি সেই স্থবিরতা মেনে নেবে?
PUSTDS বিশ্বাস করে, প্রকৃতি যখন শান্ত হয়, তখনই প্রয়োজন হয় মানুষের উত্তেজিত মস্তিষ্ক। চারপাশে যে কুয়াশা নামতে শুরু করেছে, তা কেবল আবহাওয়া নয়—তা যেন সমাজের অনেক গুরুত্বপূর্ণ ধারণাকেই ঝাপসা করে দিচ্ছে।
আমরা খুঁজছি সেই বিতার্কিকদের, যারা এই 'সন্ধিক্ষণ'-এ পিছিয়ে যাবে না। যারা শব্দের মশাল হাতে নিয়ে আসন্ন শীতের জড়তাকে চ্যালেঞ্জ জানাবে, এবং যারা প্রথাগত চিন্তার উপর যুক্তির বরফ-গলা স্রোত বইয়ে দেবে।
তোমার ভেতরের সেই সমালোচনামূলক শক্তিকে আর শান্ত রেখো না। এই নতুন ঋতুতে, তোমার কণ্ঠস্বর হোক ক্যাম্পাসের উষ্ণতম আশ্রয়।
তোমার ভেতরের সেই উষ্ণ যুক্তি-স্রোতকে মুক্ত করো।
পাস্ট ডিবেটিং সোসাইটি (PUSTDS) আহ্বান করছে সেই সকল নতুন যোদ্ধাদের, যারা শব্দের তুষারপাতে যুক্তির আগুন জ্বালতে প্রস্তুত।
তোমাদের এই নতুন যাত্রায় সুপ্ত প্রতিভার খোঁজে পাস্ট ডিবেটিং সোসাইটি(পাস্টডিএস) নিয়ে আসছে বছরের সবচেয়ে বড় আয়োজন, "বিতার্কিক অন্বেষণ-২০২৫"

Google form and registration link 👉
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeeeNw15ExGsWTW3RSdv1LlAL4o6T3I7QQKulMwZoRZ3tPs3Q/viewform?usp=preview
🔅 রেজিস্ট্রেশন ফি- ১৫০ টাকা💲
🔅 01706678220 ( বিকাশ + নগদ + রকেট)
🔅 অনলাইন পেমেন্টে রেফারেন্সে আপনার সংক্ষিপ্ত নাম, ডিপার্টমেন্ট , ব্যাচ উল্লেখ করবেন।
🔴 Example- Susmita English 17
অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করে বুথ থেকে অবশ্যই টোকেন সংগ্রহ করবেন।

🔅 যেকোন প্রয়োজনে-
১। সুব্রত কুমার পাল
01820217008
আহ্বায়ক
"PUSTDS" বিতর্কিক অন্বেষণে- ২০২৫
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, পাস্ট ডিবেটিং সোসাইটি

২। মো. শাহারিয়ার মাহফুজ ইমন
01754344342
আহ্বায়ক,
"PUSTDS" বিতর্কিক অন্বেষণে- ২০২৫
সমতা বিষয়ক সম্পাদক, পাস্ট ডিবেটিং সোসাইটি।

৩। সুস্মিতা বিশ্বাস
01757461623
আহ্বায়ক,
"PUSTDS" বিতর্কিক অন্বেষণে- ২০২৫
প্রচার ও গণ সংযোগ সম্পাদক , পাস্ট ডিবেটিং সোসাইটি।

৪। সাদিয়া সুলতানা তাজিন
01774231506
আহ্বায়ক,
"PUSTDS" বিতর্কিক অন্বেষণে-২০২৫
সমতা বিষয়ক সম্পাদক, পাস্ট ডিবেটিং সোসাইটি।

interested
Stay in the loop for updates and never miss a thing. Are you interested?
Yes
No

Ticket Info

Tickets for "PUSTDS" বিতার্কিক অন্বেষণে-২০২৫ can be booked here.

Advertisement

Nearby Hotels

Pabna University of Science & Technology, Pabna, Rajshahi Division, Bangladesh, University Science and Technology, রাজশাহী, বাংলাদেশ, Rajshahi, Bangladesh
Reserve your spot
Ask AI if this event suits you

Host Details

PUST Debating Society

PUST Debating Society

Are you the host? Claim Event

Advertisement
"PUSTDS" বিতার্কিক অন্বেষণে-২০২৫, 13 November | AllEvents
"PUSTDS" বিতার্কিক অন্বেষণে-২০২৫
Thu, 13 Nov, 2025 at 03:00 pm