রাজশাহীর শরৎ সকাল। নীল আকাশে তুলোর মতো ভেসে বেড়াচ্ছে সাদা কাশফুলের দল। রাস্তার দু’ধারে গগনশিরীষের সবুজ পাতায় ঝরে পড়ছে হালকা শিশির, চারপাশে মিষ্টি হাওয়া। পুকুরপাড়ে শাপলা আর শালুকের ভেলায় পাখিদের খেলা যেন নতুন দিনের আনন্দ বার্তা নিয়ে আসে। কুয়াশা মিলিয়ে যাওয়া ক্যাম্পাসে নবীনদের হাসি, কথোপকথন আর পদচারণায় মুখরিত হয়ে উঠেছে প্যারিস রোড। বিকেল হলেই আবার চায়ের কাপে জমে ওঠে আড্ডা। আর সেই আড্ডার ফাঁকে যদি জমে ওঠে যুক্তির লড়াই, তবে নবীনরা নিজেদের প্রথম শিরোপা পৌঁছে দেবে আপন বিভাগের হাতে।
গ্রুপ অব লিবারেল ডিবেটার্স বাংলাদেশ (গোল্ড বাংলাদেশ), রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে প্রাচীন বিতর্ক সংগঠন। “এসো যুক্তির আল্পনায় আঁকি প্রগতির মহাকাল” এই শ্লোগান নিয়ে ২০০৫ সালে প্রতিষ্ঠালগ্ন থেকে গোল্ড বাংলাদেশ যুক্তিবাদী সমাজ গঠনের প্রত্যয়ে নিরলস কাজ করে যাচ্ছে। প্রতি বছর আন্তঃবিশ্ববিদ্যালয়, আন্তঃবিভাগ, আন্তঃহল, আন্তঃক্লাব, আঞ্চলিক ও রম্য বিতর্কসহ নানা আয়োজনের মাধ্যমে এই সংগঠন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মেধা, মনন ও নেতৃত্বের বিকাশে ভূমিকা রেখে চলেছে।
এরই ধারাবাহিকতায় এবারে গোল্ড বাংলাদেশ আয়োজন করতে যাচ্ছে—
✨ “২১তম রাজশাহী বিশ্ববিদ্যালয় নবীন বিতর্ক উৎসব ২০২৫” ✨
স্লোগান:
“নব উদ্যমে জাগো হে নবীন, কণ্ঠে ভাঙো বাঁধ”
📌 বিতর্ক কর্মশালা: তারিখ পরে জানিয়ে দেয়া হবে
⏰ বিতর্ক প্রতিযোগিতা: ১২-১৩ সেপ্টেম্বর ২০২৫
প্রতিযোগিতায় অংশগ্রহণের শর্তাবলি:
১। প্রতিযোগীরা অবশ্যই ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন এবং একই বিভাগের শিক্ষার্থী হতে হবে।
২। দলগত রেজিস্ট্রেশন ফি ৪৫০ টাকা মাত্র (যা নিজ বিভাগ থেকেও সংগ্রহ করা যাবে)।
৩। রেজিস্ট্রেশন ফর্ম: ইভেন্টে পোষ্ট করা হবে।
৪। প্রতিযোগিতা এশিয়ান সংসদীয় ধারায় অনুষ্ঠিত হবে।
৫। প্রতিটি বিভাগ থেকে এক বা একাধিক দল অংশগ্রহণ করতে পারবে।
কেন অংশগ্রহণ করবে?
✨ বিতর্ক শেখার সুযোগ – নবীনরা এখানে এশিয়ান সংসদীয় ধারার বিতর্কের নিয়ম-কানুন, কৌশল ও কাঠামো শিখতে পারবে একটি কর্মশালার মাধ্যমে।
✨ মুক্ত-বুদ্ধির চর্চা – নিজের যুক্তিকে পরিস্কারভাবে প্রকাশ করার পাশাপাশি ভিন্ন মতকে সম্মান করার এবং মুক্তচিন্তার চর্চা করার সুযোগ পাবে।
✨ ক্যাম্পাস জীবনের প্রথম আয়োজন – রাজশাহী বিশ্ববিদ্যালয় জীবনের অন্যতম প্রথম বড় আয়োজন হিসেবে এটি নবীনদের স্মৃতিতে অমলিন হয়ে থাকবে।
✨ নেটওয়ার্কিং – বিভিন্ন বিভাগের নবীনদের সাথে একসাথে অংশগ্রহণের মাধ্যমে তৈরি হবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও শক্তিশালী নেটওয়ার্কিং।
✨ সার্টিফিকেট ও সম্মাননা – সকল অংশগ্রহণকারীকে দেয়া হবে গ্রহণকারী সার্টিফিকেট। এছাড়াও প্রতিযোগিতায় থাকবে ক্রেস্ট, "ডিবেটার অব দ্য টুর্নামেন্ট" এবং "ডিবেটার অব দ্য ফাইনাল" পুরস্কার।
✨ লজিস্টিক সুবিধা –
দুপুরের খাবার (লাঞ্চ)
বিকেলের স্ন্যাক্স
ইভেন্ট টি-শার্ট
কলম ও প্যাড
সব মিলিয়ে, এটি শুধু একটি প্রতিযোগিতা নয়; বরং ক্যাম্পাস জীবনের প্রথম দিনগুলোকে আরো সমৃদ্ধ, আনন্দময় ও স্মরণীয় করে রাখার এক বিশেষ সুযোগ।
📖 প্রতিযোগিতা শুরু হওয়ার আগে নবীন বিতার্কিকদের জন্য থাকবে সপ্তাহব্যাপী বিশেষ বিতর্ক কর্মশালা, যেখানে বিতর্কের নিয়মকানুন ও প্রাথমিক বিষয়গুলো শেখানো হবে।
যেকোনো প্রয়োজনে:
শতাব্দী নন্দী
সভাপতি, গোল্ড বাংলাদেশ, রাবি
📞 মোবাইল: 01761463913
🌐 ফেসবুক:
https://www.facebook.com/share/19LjCY1KA8/
সুমিত হাসান রাব্বী
সাধারণ সম্পাদক, গোল্ড বাংলাদেশ, রাবি
📞 মোবাইল: 01735801403
🌐 ফেসবুক:
https://www.facebook.com/share/1B8sysWEnb/