''পরম করুণাময় আল্লাহ্র নামে শুরু করলাম ''
পিকনিক এর জন্য রেজিস্ট্রি করুন
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSerS7CVh4USRYmEQgFv9bNzQCeMLnSsxeiBG4EyOCdj2VQBrw/viewform?usp=header
বনভোজন মানেই আনন্দ , মনে এক আনন্দের স্রোত বয়ে যায়। পরিবার, বন্ধুবান্ধব বা সহকর্মীদের সাথে প্রাকৃতিক পরিবেশে কিছু সময় কাটানোর এক অসাধারণ সুযোগ হলো বনভোজন। এটি আমাদের মনকে সতেজ করে তোলে এবং সম্পর্কগুলোকে আরও শক্তিশালী করে। প্রকৃতির সান্নিধ্য আমাদের মানসিক চাপ কমাতে সাহায্য করে এবং মনকে সতেজ করে।একসাথে সময় কাটানোর মাধ্যমে বন্ধুত্ব ও পারিবারিক বন্ধন আরও মজবুত হয়।খেলা এবং হাঁটার মাধ্যমে শরীরের সক্রিয়তা বৃদ্ধি পায়, যা শারীরিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।
বনভোজনের মাধ্যমে আমরা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারি এবং জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে স্মরণীয় করে তুলতে পারি। তাই অবশ্যই আমাদের ছায়াতরের বাৰ্ষিক বনভোজনে চলে আসুন এবং সবাইকে সাথে নিয়ে উপভোগ করুন ।
আমাদের পিকনিক স্থানে অনেক বিনোদন এর সুযোগ আছে-
মিস করবেন না দেখা হবে ইনশাল্লাহ।
উল্লেখ্য আমাদের ফিকনিক এর ফিস
প্রাপ্তবয়স্ক ১৫ ইউরো,
স্কুল এর বাচ্চা ১০ ইউরো,
বাচ্চা ডে কেয়ার ০-৭ বছর ফ্রী ।
এবং বাস এর যাত্রার জন্য প্রতিজন ৫ ইউরো করে যোগ হবে ।
বাস এর জন্য রেজিস্ট্রেশন ফর্মে আপনার টিকেট বুক করুন।
এতদঃ সাপেক্ষে,
Chayatore picnic registration
পিকনিক এর জন্য রেজিস্ট্রি করুন
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSerS7CVh4USRYmEQgFv9bNzQCeMLnSsxeiBG4EyOCdj2VQBrw/viewform?usp=header
-ধন্যবাদান্তে
ছায়াতরে
জিতু ইসলাম , মহি খান , মোস্তাক সরকার , ইমন আহমেদ , তাপস খান , সাইফুর রহমান , লিটন নাজমুল , আরিফ , শামীম ।
0409113117 , 0442850884 & 0409654109
Also check out other Trips & Adventurous Activities in Paimio.