৪ রাত ৩ দিন সিলেট ট্রুর
ঘুরে দেখবো টোটাল ১৪ টি স্পট 😱।
যাত্রার তারিখঃ সম্ভাব্য ২৫ অক্টোবর
যাত্রা শুরুঃ সন্ধ্যা ৭ টা, ঝিনাইদহ আইএইচটি ভবন
ইভেন্ট ফিঃ জনপ্রতি ৬৫০০
এই খরচে যা যা দেখবোঃ-
☑️☑️ সিলেট:
▪️রাতারগুল জলার বন।
▪️সাদা পাথর।
▪️হযরত শাহজালাল এর (মাজার)
▪️হযরত শাহপরান এর (মাজার)
▪️চা বাগান।
▪️জাফলং।
▪️তামাবিল (বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার)
▪️মায়াবী ঝর্ণা/সংগ্রামপুঞ্জি ঝর্ণা।
▪️ সিলেটের লালাখাল।
☑️☑️ শ্রীমঙ্গল:
▪️ মাধবপুর লেক
▪️ লাউয়াছড়া জাতীয় উদ্যান।
▪️রাবার বাগান
▪️ নুরজাহান টি স্ট্রিট
▪️ মাধবকুন্ড ঝর্ণা
✅ আসন সংখ্যা : আনলিমিটেড
** প্যাকেজ প্রাইজঃ
✔✔✔ যা যা থাকছে প্যাকেজের মধ্যেঃ
✅ ৯ বেলা পর্যাপ্ত খাবার।
✅ ঝিনাইদহ - সিলেট - শ্রীমঙ্গল - ঝিনাইদহ নন এ/সি রিজার্ভ বাস।
✅ পর্যটন কেন্দ্রে নৌকা ও এন্টি ফি।
✅ সিলেটে ২ রাত্র হোটেলে থাকার খরচ।
✅ সকল পর্যটন কেন্দ্রগুলোর প্রবেশ ফি।
🔴 🔴 যা যা থাকছে না প্যাকেজের মধ্যে 🔴 🔴
🟢 কোন প্রকার ঔষুধ
🟢 প্যাকেজে উল্লেখ নাই এমন খরচ।
★
আমাদের খাবার মেনুতে যা যা থাকছেঃ
সকালঃ পরটা ২/৩ টা-ডাল/ভাজি/খেচুড়ি + ডিম।
দুপুরঃ সাদা ভাত +মুরগি/মাছ/গরু মাংস+ ভর্তা+ সবজি+ডাল ।
রাতঃ সাদা ভাত/মোরগ পোলাও + মুরগির মাংস+বেগুন/আলু/মাছ ভর্তা+সবজি+ডাল।
🤘ট্যুর কনফার্ম করার জন্য অফেরতযোগ্য ১০০০ টাকা দিয়ে সিট বুকিং করতে হবে।।
বুকিং শুরু ১০ সেপ্টেম্বর হতে বুকিং আগে দিলে সিট আগে হবে সে ভিত্তিতে।।
যোগাযোগ = মাহমুদুল হাসান তিতাস স্যার
০১৭১৮১৯৯০৫২