📢 ব্রিটেনে যেতে চাইলে জেনে নিন নতুন ভিসা নিয়ম! 🇬🇧 (জুলাই ২০২৫ আপডেট)
Skilled Worker এবং International Student দের জন্য বড় পরিবর্তন এসেছে! এখনই জেনে নিন –
🧑💼 Skilled Worker Visa – নতুন নিয়ম (প্রযোজ্য ২২ জুলাই ২০২৫ থেকে)
✅ যোগ্যতার স্তর (Skill Level) বাড়ানো হয়েছে – এখন থেকে শুধুমাত্র ডিগ্রী লেভেল (RQF Level 6) পেশাগুলোই অনুমোদন পাবে।
❌ ডিপ্লোমা বা সাব-ডিগ্রী লেভেল (Level 3-5) কাজের সুযোগ অনেকটাই কমে যাবে।
📈 সালারি থ্রেশহোল্ড বাড়ানো হয়েছে – আগে £৩৮,৭০০ ছিল, এখন তা £৪১,৭০০ বছরে করা হয়েছে।
👨👩👧👦 পুরাতন ভিসাধারীরা থেকে যেতে পারবেন, তবে নতুন আবেদনকারীদের জন্য এই নিয়মই প্রযোজ্য।
⚠️ যদি আপনি হেলথ কেয়ার, কেয়ার ওয়ার্কার বা লো-স্কিলড পেশায় আসতে চান, তাহলে এখন এই সুযোগ সীমিত হয়ে গেছে বা বন্ধ হচ্ছে।
🎓 International Student ও Graduate Route – আসন্ন পরিবর্তন (২০২৫ সালের মধ্যে কার্যকর হবে)
⏳ Graduate Visa এখন ২ বছর থেকে কমিয়ে ১৮ মাসে আনা হচ্ছে (Official timeline এখনো নির্ধারিত না)।
📚 ইংরেজি ভাষার স্কোর বাড়ানো হবে – আবেদনকারী ও ডিপেন্ডেন্টদের জন্য কঠিনতর টেস্ট লাগতে পারে।
❗ Settlement (ইন্ডিফিনিট লিভ টু রিমেইন) পাওয়ার সময়সীমা বাড়িয়ে ১০ বছর করা হতে পারে (আগে ৫ বছর ছিল)।
📌 এখন কী করবেন?
✔️ যারা এখন UK-তে আছেন বা স্পনসরশিপ পেয়েছেন, তারা চিন্তার কিছু নেই – পুরাতন নিয়ম অনুযায়ী থাকতেই পারবেন।
✔️ নতুন আবেদনকারীরা অবশ্যই আপডেট হওয়া নিয়ম মেনে আবেদন করবেন।
✔️ যারা পড়াশোনা শেষে UK-তে কাজ করতে চান, তাদের এখন থেকেই পরিকল্পনা করতে হবে নতুন সময়সীমা ও রুলস অনুযায়ী।
✔️ দক্ষ পেশা (ডিগ্রী লেভেল) এবং উচ্চ বেতনের কাজগুলোকে টার্গেট করুন।
সেপ্টেম্বর ইনটেকের ৩ টা ভিসা রয়েছে। ইউনিভার্সিটি লোন পাবেন।
০১৪১০১৮৬০৫০