পূজোর ছুটিতে হিমালয়ের দেশ নেপালে রিলাক্স ট্রীপে GDM (09) , 1 October

পূজোর ছুটিতে হিমালয়ের দেশ নেপালে রিলাক্স ট্রীপে GDM (09)

Chinmoy Saha Digonto

Highlights

Wed, 01 Oct, 2025 at 10:00 am

Nepal Pokhara Sarangkot

Advertisement

Date & Location

Wed, 01 Oct, 2025 at 10:00 am - Mon, 06 Oct, 2025 at 05:00 pm (BST)

Nepal Pokhara Sarangkot

Sydney, NSW, Australia, Narail, Bangladesh

Save location for easier access

Only get lost while having fun, not on the road!

About the event

পূজোর ছুটিতে হিমালয়ের দেশ নেপালে রিলাক্স ট্রীপে GDM (09)
হোস্টঃ চিন্ময় সাহা দিগন্ত / মোহাম্মদ সামছুল আরেফিন (01674948668)

নেপালের কাঠমুন্ডু, পোখরা সিটি ও ঘান্ধ্রুক ট্রীপটি Group De Madventurers (GDM) এর একটি অফিসিয়াল ইভেন্ট। যারা সম্পূর্ণ নিশ্চিত শুধুমাত্র তারা Going এ ক্লিক করে রাখুন, যাতে আমাদের সম্ভাব্য ভ্রমণসঙ্গী সম্পর্কে ধারণা পেতে এবং পরবর্তীতে যোগাযোগ করতে সুবিধা হয়।সম্পূর্ণ নিশ্চিত হয়ে Going এ ক্লিক করলে আমাদের সম্ভাব্য ভ্রমণসঙ্গী সম্পর্কে ধারণা পেতে এবং পরবর্তীতে যোগাযোগ করতে সুবিধা হয়।

আমাদের নতুন পাবলিক গ্রুপ লিঙ্কঃ
https://www.facebook.com/groups/gdmbd/?ref=share

আমাদের পেজ লিঙ্কঃ https://www.facebook.com/GroupDeMadventurers

নেপাল, হিমালয় অধ্যুষিত একটি দক্ষিণ এশীয় দেশ যার সাথে উত্তরে চীন এবং দক্ষিণ, পূর্ব ও পশ্চিমে ভারতের সীমান্ত রয়েছে। এর শতকরা ৮১ ভাগ জনগণই হিন্দু ধর্মের অনুসারী। বেশ ছোট আয়তনের একটি দেশ হওয়া সত্ত্বেও নেপালের ভূমিরূপ অত্যন্ত বিচিত্র। আর্দ্র আবহাওয়া বিশিষ্ট অঞ্চল থেকে শুরু করে সুবিশাল হিমালয়; সর্বত্রই এই বৈচিত্র্যের পরিচয় পাওয়া যায়। নেপাল এবং চীনের সীমান্ত জুড়ে যে অঞ্চল সেখানে পৃথিবীর সর্বোচ্চ ১০ টি পর্বতের ৮ টিই অবস্থিত। এখানেই পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট অবস্থিত। এছাড়া এটি বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের জন্মস্থান। হিমালয় ঘেরা নেপাল দর্শনে Group De Madventures টিম যাচ্ছে নেপালের কাঠমুন্ডু এবং পোখরা সিটি ট্যুরে।

🌿 সম্ভাব্য যাত্রার তারিখ - ১লা অক্টোবর,২০২৫ইং, বুধবার
🌿 সম্ভাব্য রিটার্ন তারিখ - ৬ই অক্টোবর, ২০২৫ইং, সোমবার।


🟢 ট্যুর আইটিনারি (নেপাল সিটি ট্যুর) 🟢

📌 Day 01 : বুধবার (১লা অক্টোবর,২০২৫)
➡️ ঢাকা টু কাঠমুন্ডু

ঢাকা থেকে সকালের ফ্লাইটে নেপালের উদ্দেশ্যে রওনা হবো। দুপুরে কাঠমুন্ডু ত্রিভুবন এয়ারপোর্টে পৌঁছে ইমিগ্রেশন কাস্টমস শেষ করে এয়ারপোর্টে সবাই নেপালের সিম কিনে এয়ারপোর্ট থেকে বের হয়ে প্রাইভেট কারে করে থামেল চলে যাবো। হোটেলে চেক ইন করে থামেলে হালাল রেস্টুরেন্টে দুপুরের খাবার দাবার সেরে নিবো।বাংলাদেশ থেকে আমরা সবাই ডলার সাথে করে নিয়ে আসবো। থামেলে ভালো রেটে ডলার টু নেপালি রুপিতে চেঞ্জ করা/ভাংগানো যায়। এই দিন কাঠমুন্ডু দরবার স্কয়ার এবং রাতের থামেলে ঘুরে বেড়াবো, কোন কেনাকাটা থাকলে কেনাকাটা করে নিবো। রাতে হালাল রেস্টুরেন্টে খাবো। কাঠমুন্ডু রাত্রীযাপন।

🍱Food : Lunch & Dinner

📌 Day 02 : বৃহস্পতিবার (২রা অক্টোবর, ২০২৫)
➡️ কাঠমুন্ডু সাইটসিইং টু পোখরা

সকালে ঘুম থেকে উঠে নাস্তা শেষ করে ব্যাগ পত্র ঘুছিয়ে রুম চেক আউট করে ফেলবো। তারপর কাঠমুন্ডুর মোস্ট এক্সাইটিং প্লেস চন্দ্রগিরি হিল, সেখানে কেবল কার রাইড করবো এবং কাঠমুন্ডুর লোকাল সাইটসিয়িং (বুদ্ধ স্টুপা, গার্ডেন অফ ড্রিমস ইত্যাদি) করে, সন্ধ্যা এসি সোফা বাসে পোখরার উদ্দেশ্য রওনা হবো।

🍱Food : Breakfast, Lunch & Dinner.*

📌 Day 03 : শুক্রবার, (৩রা অক্টোবর ,২০২৫)
➡️ পোখরা সিটি ঘুরাঘুরি :

খুব সকালে পোখরা তে পৌঁছে রুমে চেকইন করে ফেলবো। তারপর সকালে সবাই রেস্ট করবেন, ব্রেকফাস্ট করবেন। সকাল ১০ টার দিকে জীপ গাড়িতে করে পোখরার সাইটসিয়িং (শিব মন্দির, মাউন্টেইন মিউজিয়াম ইত্যাদি) করবো এবং বিকেলে ঘুরে বেড়াবো ফেওয়া লেকের পাশে এবং রাতের ফেওয়া লেকে সময় কাটাবো এবং পোখরায় শপিং টাইম। রাত্রী যাপন পোখরাতে।
🍱Food : Breakfast, Lunch & Dinner.*

📌 Day 04 : শনিবার, (০৪ঠা অক্টোবর ,২০২৫)
➡️ পোখরা টু ঘান্দ্রুক

এই দিন ভোরে সারংকোট যাবো সূর্যোদয় দেখতে। ওয়েদার ভালো থাকলে দারুন ভিউ দেখতে পারবেন। সারংকোট থেকে হোটেলে ফিরে সকালের নাস্তা শেষ করে আমাদের স্পেশাল আকর্ষণ ঘান্দ্রুক গ্রামে যাবো। সকালে ব্রেকফাস্ট করে, ঘান্দ্রুক যাবার পারমিশন করে ২-৩ ঘন্টার জীপ জার্নি করে ঘান্দ্রুক পৌঁছাবো। ঘান্দ্রুক গ্রামটা অনেক বড় তাই, আমাদের কটেজ পর্যন্ত যেতে ২০/২৫ মিনিট সহজ হাঁটতে হবে।ঘান্দ্রুক গ্রাম থেকে অন্নপূর্ণার খুব ক্লোজ ভিউ দেখা যায়। আমাদের হোটেল থেকেই সরাসরি নিরবিচ্ছিন্ন ভিউ দেখতে পাবেন। ঘান্দ্রুক একটি প্রত্যন্ত গ্রাম।ঘান্দ্রুকে আমরা ভেজ খাবার খাবো। এখানে আপনি অন্নপূর্ণার ৫-স্টার ভিউ পাবেন। রাত্রী যাপন ঘান্দ্রুক।

আপনি চাইলে ঘান্দ্রুক গ্রাম স্কিপ করে পোখরায় একদিন বেশি থাকতে পারেন। পোখরায় অনেক এডভেঞ্চার একটিভিটি আছে। প্যারাগ্লাইডিং, বাঞ্জি জাম্প, জিপ লাইনিং, রিভার রাফটিং, আল্ট্রা লাইট ইত্যাদি এডভেঞ্চার একটিভিটি করতে পারেন বা আশে পাশে ঘুরতে পারেন। থাকা-খাওয়ার ব্যাবস্থা আমরাই করে দিবো। এডভেঞ্চার একটিভিটি নিজ খরচে করতে হবে।

🍱Food : Breakfast, Lunch & Dinner.*

📌 Day 05 : রবিবার (৫ই অক্টোবর, ২০২৫)
➡️ ঘান্দ্রুক টু পোখরা টু কাঠমুন্ডু

সকালে মাউন্ট অন্নপূর্ণার ভিউ দেখবো ও গুরুং উপজাতির ড্রেস পরে স্পেশাল ফটোসেশান করে আস্তেধীরে ঘান্দ্রুক থেকে রওনা হবো। পোখরা পৌঁছে সন্ধ্যার বাসে পোখরার উদ্দেশ্য রওনা হবো।

🍱Food : Breakfast, Lunch & Dinner.*

📌 Day 06 : সোমবার (০৬ই অক্টোবর,২০২৫)
➡️ কাঠমুন্ডু টু ঢাকা

ভোরে এসে কাঠমুন্ডু পৌছাবো। ফ্রেশ আর রেস্ট নেয়ার জন্য কয়েকটা রুম নেয়া হবে। সকাল ০৮টায় নাস্তা করে হোটেল থেকে সরাসরি এয়ারপোর্টে চলে আসবো। ১২:৩০ টার ফ্লাইটে ঢাকার উদ্দেশ্য রওনা হবো।

🍱Food : Breakfast.

💢 *= Package - 01 কাঠমান্ডু টু কাঠমান্ডু শুধু সকালের খাবার থাকবে এবং
💢 Package - 02 তে কাঠমুন্ডু টু কাঠমান্ডু তিনবেলার খাবার থাকবে।

➡️ যে সকল জায়গা ঘুরে বেড়াবোঃ
🟢 কাঠমুন্ডু দরবার স্কয়ার
🟢 চন্দ্রগিরি হিল
🟢 থামেল
🟢 সারংকোট
🟢 ফেওয়া লেক
🟢 পুমডিকোট শিব মন্দির
🟢 মাউন্টেইন মিউজিয়াম/সানডাউন ক্যাফে
🟢 ঘান্দ্রুক গ্রাম

➡️এসব স্পটের সাথে সময় সাপেক্ষে আরো অনেক গুলো জায়গা কাভার করা হতে পারে।

🌿 ইভেন্ট ফিঃ (দুই ধরনের প্যাকেজ)

🌿 Package 01 : $200 USD (কাঠমুন্ডু টু কাঠমুন্ডু) 🌿

➡️ এই খরচে যা যা থাকবেঃ
🟠 কাঠমুন্ডু থেকে কাঠমন্ডু সকল প্রকার যানবাহন খরচ।
🟠 কাঠমুন্ডুতে পৌঁছানোর পর থেকে প্রতিদিন সকাল বেলার খাবার।
🟠 কাঠমুন্ডুতে ও পোখরায় 1*/2* মানের হোটেলে রাত্রীযাপন। (শেয়ার বেসিসে)।
🟠 অভিজ্ঞ গাইড।

➡️ যা যা থাকবে নাঃ
🔴 বিমান ভাড়া, যত আগে প্লেনের টিকেট করবেন, ততই আপনার সাশ্রয় হবে। যত দেরী করবেন, ততই প্লেনের রাউন্ড টিকেট প্রাইস বাড়তে থাকে।
🔴 দুপুর ও রাতের খাবার
🔴 চন্দ্রগিরি ক্যাবল কার রাইড খরচ
🔴 সব স্পটের এন্ট্রি ফি।
🔴 মেন্যুর বাইরে যেকোন খাবার।
🔴 পার্ক, বিনোদন, রাইডের টিকেট।
🔴 মেডিসিন এবং ব্যক্তিগত খরচ।


🌿 Package 02 : $300 USD (কাঠমুন্ডু টু কাঠমুন্ডু) 🌿

➡️ এই খরচে যা যা থাকবেঃ
🟠 কাঠমুন্ডু থেকে কাঠমন্ডু সকল প্রকার যানবাহন খরচ।
🟠 কাঠমুন্ডুতে পৌঁছানোর পর থেকে প্রতিদিন সকাল,দুপুর ও রাতের বেলার ভরপেট খাবার। একটা লাঞ্চে থাকবে কাবাবে ভরপুর অথেনটিক টার্কিশ খাবার।
🟠 চন্দ্রগিরি ক্যাবল কার রাইড খরচ।
🟠 সকল স্পটের এন্ট্রি ফি।
🟠 কাঠমুন্ডুতে ও পোখরায় ৩* মানের হোটেলে রাত্রীযাপন। (শেয়ার বেসিসে)।
🟠 ACA Permission Fee.
🟠 অভিজ্ঞ গাইড।

➡️ যা যা থাকবে নাঃ
🔴 বিমান ভাড়া, যত আগে প্লেনের টিকেট করবেন, ততই আপনার সাশ্রয় হবে। যত দেরী করবেন, ততই প্লেনের রাউন্ড টিকেট প্রাইস বাড়তে থাকে।
🔴 মেন্যুর বাইরে যেকোন খাবার।
🔴 পার্ক, বিনোদন, রাইডের টিকেট।
🔴 মেডিসিন এবং ব্যক্তিগত খরচ।


🔺 টিম সাইজঃ ৪/৮/১২ জন
বুকিং করার শেষ তারিখঃ সিট থাকা পযন্ত।

🥁আমরা চেষ্টা করব বিমানের টিকিট যেন আগে আগে কাটতে পারি তাহলে সকলেরই খরচ একটু কম হবে। যেহেতু আমাদের এখন নেপালের অন এরাইভাল ভিসা নাই সেক্ষেত্রে ভিসার লাগানো থেকে শুরু করে সব কাজই আমরা করব, তাই বুকিং মানি দেওয়ার সাথে আপনার পাসপোর্টও আমাদের কাছে জমা দিতে হবে।


📌বুকিং পলিসিঃ- $150 USD বা সমপরিমান বাংলা (অফেরতযোগ্য) টাকা দিয়ে আপনার প্যাকেজ নিশ্চিত করতে হবে এবং বাকী টাকা ট্যুরের দিন প্রদান করতে হবে। ডলারের পরিবর্তে সমপরিমাণ টাকা গ্রহনযোগ্য।

🌿 বুকিং সিস্টেম-
✤✤ বিকাশ নম্বর সমূহঃ
শরীফ - 01674948668
চিন্ময় - 01834838592

✤✤ রকেট নম্বরঃ
শরীফ - 01674948668(6)

✤✤ নগদ নম্বরঃ
শরীফ - 01674948668
চিন্ময় - 01834838592

♣♣ ব্যাংকের হিসাব নম্বরঃ

(1) Mohammad Samsul Arefin
A/C- 1151570014570
Dutch Bangla Bank Ltd, Mirpur-01 Branch

(2) Chinmoy Saha Diganta
A/C - 118105125265
Dutch Bangla Bank Ltd, Islampur Branch

আপনি সরাসরি অথবা বিকাশে টাকা জমা দিতে পারবেন । মৌখিক বুকিং গ্রহনযোগ্য নয় । অবশ্যই বুকিং মানিতে কনফার্ম নিশ্চিত করতে

🔶যে সকল কাজ পত্র প্রয়োজনীয়-

1. Return Air ticket
2. NOC / Student ID Card (only student)
3. Passport ( At least 6 months validity)
4. Dollar Endorsement
5. Passport Size Photo (4 Copy)
6. Passport photocopy (4 copy)
7. NID photocopy (2 Copy)
8. Nepal Visa Paper (এটা আমরা দিবো)
9. Hotal Reservations (বোর্ডিং এ চাইলে দেখাতে হবে, এটাও আমরা দিবো)


🔶 ভিসা ও বিমান টিকেট...
নেপালে বাংলাদেশিদের জন্য অন-এরাইভাল ভিসা ব্যবস্থা চালু আছে। তবু ঝামেলা এড়াতে আগে থেকেই আমাদের ভিসা করে নেওয়া ভালো, তবে না করলেও অসুবিধা নেই। পাসপোর্টের মেয়াদ নুন্যতম ছয়মাস থাকলেই আপনি নেপাল এম্বাসিতে ভিসার জন্য আবেদন করতে পারবেন। বিমান টিকেট আপনি নিজেও করতে পারেন অথবা আমাদের মাধ্যমে করতে পারেন। বিমানের ভাড়া প্রায় ৩০-৪০হাজারের মধ্যে থাকে। তবে যত তাড়াতাড়ি টিকেট করে ফেলতে পারবেন দাম কম হবে। কিন্তু যাত্রা ১-২ সপ্তাহ আগে কাটলে আপ-ডাউন টিকিট এর দাম অনেক বেরে যায়।

🔶 যে বিষয় গুলো মনে রাখতে হবে....
১) আবহাওয়া, প্রাকৃতিক বা এক্সিডেন্টাল কারনে যদি আমাদের আইটিনারির কোন পরিবর্তন ঘটে, এবং তাহার ফলে যদি আলাদা খরচ যুক্ত হয় তবে সবাইকে উক্ত খরচ সমানভাবে বহন করতে হবে।
২) এই ট্রিপের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা আমরা মেসেঞ্জার গ্রুপে করবো। কার কি কি লাগবে, কি কি কেনাকাটা করতে হবে, অথবা নতুন কোন প্লান যুক্ত হলে আলোচনা করেই আমরা ঠিক করবো। তাই আপনি যদি নিশ্চিত যেতে চাচ্ছেন তবে অবশ্যই আমাদের মেসেঞ্জার গ্রুপে যুক্ত হয়ে নিবেন।
৩) ইমার্জেন্সী,অসুস্থতা কিংবা প্রাকৃতিক বিপর্যয়ের কারনে দলনেতার সিদ্ধান্তই চুড়ান্ত সিদ্ধান্ত হবে। অতি-উচ্চতায়,সবচেয়ে মুল বিষয় টিম মেম্বার দের নিরাপত্তা। আপনার নিরাপত্তার জন্য,হয়তো নেমেও আসা লাগতে পারে কিংবা যেকোনো কারনে দলের বহির্ভুত হয়ে গেলে,নিজ খরচ বহনের মতো মানুষিক প্রস্তুতি নিয়ে রাখবেন।ব্যাকপ্যাকিং লিস্ট টা মেসেঞ্জার গ্রুপে সবাইকে দেওয়া হবে।

✅যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন:
আরেফীন - 01674948668
চিন্ময় - 01834838592

#GDM
#Awalktonature
#Nepal_City_Trip_GDM_09

interested
Stay in the loop for updates and never miss a thing. Are you interested?
Yes
No

Ticket Info

To stay informed about ticket information or to know if tickets are not required, click the 'Notify me' button below.

Advertisement

Nearby Hotels

Nepal Pokhara Sarangkot, Sydney,NSW,Australia, Narail, Bangladesh
Get updates and reminders

Host Details

Chinmoy Saha Digonto

Chinmoy Saha Digonto

Are you the host? Claim Event

Advertisement
পূজোর ছুটিতে হিমালয়ের দেশ নেপালে রিলাক্স ট্রীপে GDM (09) , 1 October
পূজোর ছুটিতে হিমালয়ের দেশ নেপালে রিলাক্স ট্রীপে GDM (09)
Wed, 01 Oct, 2025 at 10:00 am