অন্যায়-অত্যাচারে ক্ষতবিক্ষত দেশমাতৃকা দীর্ঘদিনের কালিমা মুছে আজ নতুন শুরুর দুয়ারে দাঁড়িয়ে।সহস্র শহিদের জীবন, এবং ততোধিক মানুষের রক্ত ও পঙ্গুত্বের বিনিময়ে আমরা পেয়েছি পরম আরাধ্য মুক্তির স্বাদ।বীর বাংলাদেশি আবারও প্রমাণ করেছে,তারা যখন জাগে, তখন পৃথিবীর চৌকসতম সেনাবাহিনী থেকে শুরু করে জঘন্যতম স্বৈরাচার সর্বশক্তি প্রয়োগেও দুমড়েমুচড়ে যেতে বাধ্য হয়।এই উদ্যম,এই জুলাই চেতনা যতদিন আমাদের মধ্যে আছে,ততদিন পথ হারাবে না বাংলাদেশ।
হল থেকে হলে দাঁতে দাঁত চেপে প্রতিরোধের মাধ্যমে যে জুলাই শুরু হয়েছিলো,সে জুলাই বাঁচিয়ে রাখার দায়টাও সবচেয়ে বেশি তরুণদের,বিশেষ করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের।তাই,জুলাই গণঅভ্যুত্থান স্মরণে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ডিবেটিং সোসাইটি'র যৌথ উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে “বিপ্লবী'১৮ আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ”।
নবাগত শিক্ষার্থীদের যুক্তির লড়াইয়ে ধ্বনিত হবে শহীদ আবু সাঈদ,শহীদ ওয়াসিম কিংবা শহীদ মীর মুগ্ধ'র নতুন বাংলাদেশের স্পিরিট।সব আঁধার, সব অনাচার জ্বলেপুড়ে যাবে যুক্তির বিপ্লবী আঘাতে।বেজে উঠুক,
“জুলাইয়ের স্পর্ধায়,যুক্তির ঝংকার”
📌ফরম্যাট : এশিয়ান পার্লামেন্টারি
📍দল সংখ্যা : ২৪ টি
📍রেজিষ্ট্রেশন ফি : ৩০০ টাকা (দলীয়)
📍রেজিষ্ট্রেশন লিংক:
https://forms.gle/CYJXTrGg38nJMznP9
📍রেজিষ্ট্রেশন ডেডলাইন: ২৯/০৭/২৫ ইং
📍বিকাশ/নগদ: ০১৭৫৪৭১৩০৭২
📆সময়সূচি :
📍০১.০৮.২০২৫
চার রাউন্ডের গ্রুপ পর্ব,কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল।
📍০৫.০৮.২০২৫
ফাইনাল এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠান
📌শর্তাবলি:
১. বিতার্কিককে অবশ্যই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ১৮ তম আবর্তনের শিক্ষার্থী হতে হবে।
২. ডিবেটিং সোসাইটির সোসাইটি'র সদস্য ফর্ম পূরণ করা থাকতে হবে।
৩.টিমের সকল সদস্য একই বিভাগের হতে হবে।
৪. একই বিভাগের একাধিক টিম অংশ গ্রহণ করতে পারবে। তবে সেমিফাইনালে সেম ডিপার্টমেন্টের একাধিক টিম কোয়ালিফাই করলে সেক্ষেত্রে উভয় টিম একে অপরের বিপক্ষে ডিবেট করবে।
৫. যদি নিজ বিভাগের টিম তৈরী করা সম্ভব না হয় তাহলে অন্য বিভাগের সাথে মিক্সআপ টিম করতে পারবে।
তবে,মিক্স-আপ টিমগুলো সুয়িং টিম হিসেবে গণ্য হবে।অর্থাৎ,তারা শুধু ৪ রাউন্ড ট্যাবে অংশগ্রহণ করবে কিন্তু পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করতে পারবে না।
৬. এই ইভেন্টের যেকোনো ধরনের পরিবর্তন করার ক্ষমতা ডিবেটিং সোসাইটির হাতে থাকবে।
প্রয়োজনে,
তানজীম হাসান
ভি.পি. জেকেকেএনআইইউডিএস
01754713072
অনিক শিকদার
জি.এস, জেকেকেএনআইইউডিএস
01723423795
সাদমান জামান
জে.এস, জেকেকেএনআইইউডিএস
+8801798210291