তুমি চোখের আড়াল হও
কাছে কি বা দূরে রও
মনে রেখো আমিও ছিলাম
টিম উৎসবও আপনাদের মনে রেখেছে, ফিরে এসেছে আবারও আপনাদের নিয়ে নস্টালজিয়ায় ডুব দিতে।
১৯৬০ এর দশক থেকে ২০০০ দশকের শুরুর দিক পর্যন্ত এ যেনো আমাদের সোনালী অতীত।
বেদের মেয়ে জোছনার দেওয়া ফাঁকি নাকি রহিম রূপবানের কাহিনী! "ওরে নীল দরিয়া" নাকি "ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লেখো"!! দারুচিনি দ্বীপ এর শুভ্র জরি নাকি বাকের ভাই মুনার গল্প । দুঃখটাকে দিলাম ছুটি নাকি আমার আছে জল । মনে আছে এক যে ছিলো সোনার কন্যা?
কি? নস্টালজিক হয়ে গেলেন নাকি। আপনাদের জন্যই তাহলে আমাদের এবারের আয়োজন "নস্টালজিয়ায় বাংলা"। চলুন জেনে নেই কি থাকছে এই আয়োজনে-
🟫 "সাদা পর্দায় সোনালী অতীত" _ চলেন ফিরে যাই সেই সময়ে যখন সবাই আসর পেতে বসে থাকতাম সাদা বড় পর্দায় সিনেমা দেখতে।
🟫 " মনের কথা কইয়া যাইয়ো" _ আপনার মনের কথা আপনার মনের মানুষের কাছে পুরোনো দিনের মতো আবেগ ভরা কাগজের পাতায় লিখে পৌঁছাতে চান? অথবা না বলা কথা গুলো জানাতে চান? আপনার জন্যই তাহলে আমাদের এই আয়োজন। অনুষ্ঠানে থাকছে চিঠি লিখে ডাকবাক্সে চিঠি পোস্ট করার ব্যবস্থা, মনের মানুষের জন্য চিঠি লিখে দিয়ে যাবেন মনের কথার ডাকবাক্সে। আমরা আপনার মনের মানুষকে জানিয়ে দিবো আপনার মনের কথাটি
🟫 "কানামাছি কিংবা বিলুপ্ত প্রায় লাটিম খেলা, হাড়ি ভাঙা"_ কি বলেন হয়ে যাবে নাকি একটা প্রতিযোগিতা?
🟫 " আমি বাবা মায়ের শত আদরের মেয়ে" এবং চলছে গাড়ি সিসিমপুরে" _ চলুন আপনাদের নিয়ে যাই সেই নস্টালজিক সময়ে।
🟫 "সাংস্কৃতিক সন্ধ্যা"_ নাচ, গান, আবৃত্তি ও অভিনয়ের মধ্য দিয়ে আপনাকে নিয়ে যাবো সোনালী দিনেগুলোর স্মৃতিচারণে।
🟫 তাই সবাই চাইলেই বিংশ শতাব্দীর সাদা কালো সাজে এসে উপভোগ করতে পারেন আমাদের অনুষ্ঠানটি
📌আমাদের সাংস্কৃতিক সন্ধ্যায় আপনারা যুক্ত হতে পারবেন আমাদের উৎসব বন্ধু হিসেবে। আপনাদের জন্য থাকবে আমাদের পেজ থেকে আপনাদের পারফরমেন্সের ফিচার্ড ভিডিও। তাই দেরি না করে ক্লিক করুন নিচের লিংকে -
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeiUXu4sGb62PYJXVcoPt6OoSDCe7jCViDHXhdL2kV9BTUvxw/viewform
চমক✨ কিন্তু এতেই শেষ নয়। অপেক্ষা করুন জানতে পারবেন আরো।
📌 " এইটা কি ১৯৯০ সাল নাকি" অনলাইন আয়োজনে বিজয়ী উৎসবপ্রেমী ও অনারেবল মেনশনদের পুরস্কার বিতরণীও থাকছে আমাদের এই আয়োজনে। চলে আসবেন কিন্তু।
সময়: বিকেল ৪ টা
তারিখ: ৮ আগস্ট ২০২৫
ভেন্যু - জয়নুল আবেদীন মিলনায়তন মুক্তমঞ্চ সংলগ্ন মাঠ
সবাই মিলে পুরোনো স্মৃতির সুতোয় নতুন স্মৃতি বাধি
বিস্তারিত জানতে চোখ রাখুন টিম উৎসব এর অফিসিয়াল পেইজ এ।
যোগাযোগ:
নুবাহ নাশিতা ফারিহাত
সাধারণ সম্পাদক
01768190295
রাফসান জানি
সাংগঠনিক সম্পাদক
01552955738
#নস্টালজিয়ায়_বাংলা #টিম_উৎসব