📌 নোটিশ
বিষয় : বঙ্গীয় অঙ্কন প্রতিযোগিতা ২০২৫ – পুরস্কার বিতরণী অনুষ্ঠান
আয়োজক : ক্রোমাটা
স্থান : কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটি হল, ৩য় তলা, পোস্ট অফিস মোর (কলেজিয়েট স্কুলের বিপরীতে), কৃষ্ণনগর, নদীয়া।
🔷 পুরস্কার প্রদানের সময়সূচি :
▪️ ১৪ই ডিসেম্বর, ২০২৫ (রবিবার)
▪️ সন্ধ্যা ৬:০০ টা থেকে ৮:০০ টা পর্যন্ত
সকল অংশগ্রহণকারী বিজয়ীদের অনুরোধ করা হচ্ছে নির্ধারিত সময়সীমার মধ্যেই উপস্থিত থেকে প্রাপ্ত পুরস্কার গ্রহণ করতে।
🔷 উদ্বোধনী অনুষ্ঠান :
▪️ ১৪ই ডিসেম্বর (রবিবার)
▪️ সন্ধ্যা ৬:০০ টা
🔷 সম্মানীয় অতিথিদের উপস্থিতিতে আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে।
🔷 বিশেষ অতিথিদের দ্বারা সমস্ত বিজয়ীদের হাতে সার্টিফিকেট ও স্মারক তুলে দেওয়া হবে।
🔷 যে সকল শিক্ষকের প্রতিনিধিত্বে এই প্রতিযোগিতা সফলতা পেয়েছে, তাঁদের জন্য থাকছে অঙ্কন শিক্ষা গুরু সম্মান।
📌 গুরুত্বপূর্ণ নির্দেশাবলি :
🔸 যদি কোনো প্রতিযোগী ব্যক্তিগতভাবে উপস্থিত থাকতে না পারেন, তবে তিনি তাঁর নির্ভরযোগ্য প্রতিনিধি বা পরিচিত ব্যক্তির মাধ্যমে পুরস্কার সংগ্রহ করতে পারেন।
🔸 নির্ধারিত সময়সীমার মধ্যে যদি কেউ তাঁর পুরস্কার সংগ্রহ না করে, সেক্ষেত্রে নিজ অঙ্কন শিক্ষকের সাথে যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে।
⭕ সমস্ত অংশগ্রহণকারী ও অতিথিদের অনুরোধ করা হচ্ছে যথাযথ সময়সূচি অনুসরণ করে আমাদের এই সৃজনশীল উদ্যোগকে সফল করে তুলতে।
সাদর আমন্ত্রণান্তে,
~ Chromata