অন্নদা মঙ্গল কাব্যের একটি অংশ বিদ্যা ও সুন্দরের প্রেমের কাহিনী। এই কাহিনী নিয়ে গোপাল উড়ে নামক এক ব্যাক্তি গান গেয়ে বেড়াতেন অনেক কাল আগে। তখন এই পালা অশ্লীল বলে বিবেচ্য হতো এর শৃঙ্গার রসের প্রাবল্যের কারণে। এই সময়ে আমরা এই কাহিনী কে নাটক ও নাট্যে গ্রথিত করতে চাই ভারতচন্দ্র রায়ের লেখার কাব্য গুণ, ছন্দ, উপমা ও অনুভবের প্রতি সম্মান জানাতে। রাজকন্যা বিদ্যার পণ যে তার প্রশ্নের উত্তর দিতে পারবে সে পাবে বরমাল্য। তাই তার বিয়ে হয় না। রাজকুমার সুন্দর এসে হাজির বর্ধমান শহরে। ক্রমে মালিনী মাসীর সূত্রে তার সাথে বিদ্যার প্রণয়। সুড়ঙ্গ তৈরি করে বিদ্যার ঘরে যাতায়াত এবং বিয়ের আগেই গর্ভ লাভ।যদিও আগেই সুন্দরের বিদ্যা ও দর্শন জ্ঞানের কাছে কাছে হার মেনেছে বিদ্যা। জ্ঞান আর বোধের মিল না হলে তো মিলন হয় না। এরপর সুন্দর ধরা পড়ে। তাকে কোটাল শূলে চড়াবে বলে নিয়ে আসে শ্মশানে।সুন্দর মা চণ্ডীর মন্ত্র বলে । দেবী আসেন এবং শান্তি প্রতিষ্ঠিত হয়। কিন্তু এই নাটক একটু অন্য পথে হাঁটে। ধরা যাক ইংরেজ শাসন কালে জমিদারের অনুগ্রহে মহলা চলছে। অভিনেতারা বেতন পায় না। মালিনী চরিত্রে অভিনেত্রী বড় স্বাধীনচেতা ও মুখরা। তাই যে একাধারে পালার চরিত্র সে আবার বেতনভুক অভিনেতাও বটে। যে টাকা দেয় সে কেবল গর্ভ ধারণের দৃশ্যে সুন্দরের অভিনয় করতে চায়। হতদরিদ্র যে শোষণ করে সেই বেনিয়া ও শাসকপদলেহি দলের মালিককেই কি শূলে চড়ানো শ্রেয় নয়? পরতে পরতে কাহিনীর নব্য বয়ান, বিন্যাস ও নব্যপটে নব নির্মাণ। গানে, কৌতুকে, লাস্য,প্রেমে এবং বিদ্রোহে আধুনিক কালের প্রণাম পুরাতন কে।
Ticket - https://www.thirdbell.in/events/gopal-ure-co/
Stay in the loop for updates and never miss a thing. Are you interested?
Yes
No
Undo
Interested
Ticket Info
Tickets for Gopal Ure & Co can be booked here.
Advertisement
Nearby Hotels
Academy of Fine Arts, 2, Cathedral Road, Maidan, Kolkata, India