Academy Of Fine Arts, Nandan, Maidan, Kolkata 700071, India, Kolkata
Save location for easier access
Only get lost while having fun, not on the road!
About the event
BHALO PAAHAAR
রঙরূপ নাট্যদলের কাছে ২২শে জানুয়ারী এমন একটি দিন ,যে দিনটা আসে একটা আয়নার মতো আর বলে যায় থিয়েটারকে ভালোবেসে যারা এসেছিলাম,সেই ভালোবাসায় এখন কতটুকু খাদ জমেছে আর কতটুকু খাঁটি সোনা হয়েছে। হ্যাঁ, ২২শে জানুয়ারী সেই নাট্যপ্রেমিকের জন্মদিন, যিনি তাঁর কর্মজীবনের প্রায় প্রতিটি শ্বাসবায়ুতে থিয়েটারের কথা ভেবেছেন, দলের উন্নতি চিন্তা করেছেন, ভালো থিয়েটারের - যৌথ থিয়েটারের স্বপ্ন দেখেছেন। শুভাশিস মুখোপাধ্যায়, আমাদের প্রিয় মিন্টুদার জন্মদিন ২২শে জানুয়ারী।এই দিনে তোমাকে দেওয়ার জন্য নতুন নাটকের প্রথম অভিনয়ের থেকে বড় গিফট আর কিছু নেই আমাদের কাছে। জানো মিন্টুদা, থিয়েটারের যে পরিবেশ তুমি দেখে গিয়েছিলে , সবকিছুর মতো তাতেও আমূল বদল এসেছে,দর্শকের মন,চাহিদা, থিয়েটারের ধরণ স-অ-ব।এই বদলের টালমাটাল সময়ে তোমাকে আরো বেশী করে দরকার। তোমার আর সীমাদির আশীষ -ই একমাত্র প্রাণবায়ু আমাদের।
২২শে জানুয়ারী সন্ধ্যেয় ছটায় 'শুভাশিস মুখোপাধ্যায় স্মৃতি সম্মান' প্রদান করা হবে .....
RANGROOP presents its new production BHALO PAAHAAR, translated from the play WINTER HILL by TIMBERLAKE WERTERBAKER...
We welcome you all to be a part of this award ceremony in memory of Late Suvasish Mukhopadhyay, followed by the first performance of RangRoop's latest production.
Stay in the loop for updates and never miss a thing. Are you interested?