|| 𝐄 𝐗 𝐂 𝐋 𝐔 𝐒 𝐈 𝐕 𝐄 - 𝐒 𝐔 𝐍 𝐃 𝐀 𝐑 𝐁 𝐀 𝐍 - 𝐓𝐎𝐔𝐑 ||
প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব নিদর্শন আমাদের এই সুন্দরবন।
বাংলাদেশে প্রায় ৬৫১৭ বর্গকিলোমিটার জুড়ে আছে পৃথিবীর বৃহত্তম এই ম্যানগ্রোভ বন। প্রাকৃতিক ভাবে সমৃদ্ধ ও বন্য প্রাণীর আবাস এটি। এখানে আছে বিশ্ব বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার, চিত্রা হরিন, বানর, শুকর সহ শত প্রজাতির পাখি। পানিতে আছে লবনাক্ত পানির কুমির, হাঙ্গর ও শত প্রজাতির মাছ। বছরের শীতের শুরুতে এখানে পর্যটক এর আগমন হয়ে থাকে।
সেপ্টেম্বর থেকে মে মাস পর্যন্ত সুন্দরবন ভ্রমনের জন্য উম্মুক্ত থাকে। আমরা আমাদের নিজেস্ব পর্যটকবাহী জাহাজ "এমভি, সিলভার ক্রুজে" করে সুন্দরবনে ট্যুর প্যাকেজ পরিচালনা করে থাকি। আমাদের এই জাহাজে আছে ১৯ টি প্রিমিয়াম কেবিনে ৪৬ জন গেষ্ট ক্যাপাসিটি। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত আধূনিক এই জাহাজে আছে সকল ধরনের ফ্যাসেলিটিজ।
🐅 বিস্তারিত:
✅ ভ্রমণ সময়: ৩ দিন ২ রাত।
⛵ খুলনা -সুন্দরবন -খুলনা।
[খুলনা জেলখানা ঘাট থেকে সকাল ৬ টায় গেষ্ট রিসিভ করা হবে এবং ট্যুর শেষে খুলনা জেলখানা ঘাটে ট্যুর সমাপ্তি হবে]
📢 প্যাকেজে যা যা অন্তর্ভুক্ত:
🚤 বোট ট্যুর: সুন্দরবনের বিভিন্ন নদী ও খাল ধরে জাহাজে ভ্রমন ও ছোট নৌকা নিয়ে ক্যানেল ক্রুজিং।
🐯 বন্যপ্রাণী পর্যবেক্ষণ: বাঘ (দেখার সম্ভাবনা ১% এর কম), হরিণ, বানর, বন্য শুকর, বন মোরগ সহ, কুমির এবং অন্যান্য বন্যপ্রাণী দেখার সুযোগ।
🍽️ ভোজন: ওয়েলকাম ড্রিংকস সহ তিন বেলা খাবারের পাশাপাশি থাকছে দুই বেলা স্ন্যাকস এবং প্রতিবেলা খাবারে থাকবে ভিন্নতার ছোয়া। আরও থাকছে ২৪ ঘন্টা চা/কফির ব্যাবস্থা।
🏡 আবাসন: শীততাপ নিয়ন্ত্রিত প্রতিটা কেবিনে আরামদায়ক থাকার ব্যবস্থা।
👨🏫 গাইড: অভিজ্ঞ ও স্থানীয় গাইডের সাথে সুন্দরবন ঘুরে দেখার সুযোগ।
🧞♂️ নিরাপত্তা: ফরেষ্ট ডিপার্টমেন্ট থেকে আর্মস সহ গাইড।
🏝️ দর্শনীয় স্থান:
১। 🌳 হাড়বাড়িয়া/আন্ধারমানিক,
২। 🗾 কটকা অফিস পার, টাইগার পয়েন্ট, টাইগার টিলা
৩। ⛱️ জামতলা সি বীচ,
৪। 🦩 কচিখালি অভায়ারণ্য,
৫। 🦅 ডিমের চর,
৬। 🐊 করমজল।
## আবহাওয়া এবং জোয়ার ভাটার উপর নির্ভর করে ভ্রমনের স্থানগুলো আগে পরে অথবা পরিবর্তন হতে পারে (ফরেষ্ট অথরিটির অনুমতি সাপেক্ষে)
🌬️ আমাদের প্যাকেজ শুরু:
♦️এমভি, সিলভার ক্রুজ (শীতাতপ নিয়ন্ত্রীত)
🟢 টুইন শেয়ার বেড/ কমন বাথ: ১৩,০০০/- প্রতিজন।
✔️ ডিসকাউন্ট প্রাইস: ১১,০০০/- টাকা প্রতিজন।
🟢 সিলভার ভিআইপি ট্রিপল ও এক্সিকিউটিভ ফ্যামেলী ফোর শেয়ার বেড + এটাচড বাথ: ১৫,০০০/- প্রতিজন।
✔️ ডিসকাউন্ট প্রাইস: ১২,৭৫০/- টাকা প্রতিজন
🟢 সিলভার সুইট কাপল বেড + এটাচড বাথ: ১৬,০০০/- প্রতিজন।
✔️ ডিসকাউন্ট প্রাইস: ১৩,৬০০/- প্রতিজন
👶 বেবী পলিসি: ০০-০৩ বছর ফ্রী। ০৩-০৭ বছর ৭,০০০/- টাকা ( খাবার+ এন্ট্রি ফি / বাবা মায়ের সাথে রুম শেয়ারিং করবে)।
🗨️ বিদেশী ট্যুরিষ্টকে অতিরিক্ত ৮,৫০০/- টাকা ফরেষ্ট এন্ট্রি ফি পেমেন্ট করতে হবে।।
👉 আমাদের সাথে কেন যাবেন:
° দীর্ঘ ১৫ বছর ধরে সুনামের সাথে সুন্দরবন ট্যুর পরিচালনায় অভিজ্ঞতা।
° প্রশিক্ষিত ও অভিজ্ঞ গাইড।
° ২৪ ঘন্টা রুম সার্ভিস।
° ২৪ ঘন্টা খাবার পানি সরবরাহ।
° বিশ্বমানের সেবা প্রদান।
° ইনডোর গেমস।
° বিনোদন এর জন্য টিভি, প্রজেক্ট, সাউন্ড সিস্টেমস।
° আনলিমিটেড কুকিজ, চা-কফি।
° সুন্দরবন সম্পর্কে পর্যাপ্ত ব্রীফিং।
° সার্বিক নিরাপত্তা।
° অভিজ্ঞ সম্পন্ন সেফ।
° হাইজেনিক ও মুখরোচক খাবার।
° প্রতিটা কেবিনে টয়লেট্রিজ।
🟥 এছাড়াও বিভিন্ন ক্যাটাগরির এসি ও নন এসি জাহাজে ট্যুরের আয়োজন করে থাকি।
☎️ বুকিং ও যোগাযোগ:
BLUE BIRD TOURS
Dhurobo Center (2nd floor)
211, Khan Jahan Ali Road, Khulna - 9100
Bangladesh
Mobile:
+88 01713-272020 (Whatsapp)
Email:
Ymx1ZWJpcmR0b3Vyc2JkIHwgZ21haWwgISBjb20=