আগামী ৫ ডিসেম্বর ২০২৫ সাতক্ষীরার "মোজাফফর গার্ডেন এন্ড রিসোর্ট" প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে "Royal Bengal Camping Fest-2025"
যেখানে সাতক্ষীরা, খুলনা, যশোর এবং আশেপাশের ৫০০+ বাইকারদের নিয়ে ক্যাম্পিং করা হবে। হিম হিম শীতের রাতে তাঁবুতে রাত্রিযাপনের পাশাপাশি থাকবে ভরপুর খাওয়া দাওয়া, আড্ডা আর গেমস।
জমজমাট এই তাবু ক্যাম্পিংয়ে অংশগ্রহণের জন্য ৫০০ টাকা এন্ট্রি ফি নির্ধারণ করা হয়েছে এবং যাদের তাবু নেই তাদের জন্য আরো ২০০ টাকা অতিরিক্ত ফি নির্ধারণ করা হয়েছে। (তাবু শেয়ার করে থাকতে হবে)
উক্ত ক্যাম্পিং এ দুপুরের খাবার, সন্ধ্যার নাস্তা, রাতের খাবার ও পরবর্তী দিনের সকালের নাস্তার সু-ব্যবস্থা থাকবে। এছাড়াও বিভিন্ন বাইকারস এক্টিভিটি এবং র্যাফেল ড্র সহ আকর্ষণীয় পুরষ্কার তো থাকছেই।
যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা পার্সোনাল বিকাশ খরচ সহ সেন্ড মানি করে স্ক্রিনশট নিয়ে ইভেন্টের টিকেট অপশন অথবা এই পোস্টের প্রথম কমেন্টে দেওয়া ফর্মটি পূরণ করুন। পেমেন্ট রেফারেন্সে নাম ও এলাকা উল্ল্যেখ করবেন এবং ফোন দিয়ে অবশ্যই নিশ্চিত হয়ে নিবেন।
বিকাশ নাম্বার: 01772473943 (Personal)
আসন সংখ্যা ৪০০। সিরিয়ালি আগে পেমেন্ট সম্পন্ন করে রেজিস্ট্রেশন করলে আগে সুযোগ পাবেন। পরবর্তীতে আসন সংখ্যা বাড়ানো হলে জানানো হবে।*
বিশেষ অবহিতকরণঃ
*কোন ধরণের অসামাজিক কার্যকলাপ করা যাবে না।
*কোন প্রকার মাদকদ্রব্য গ্রহণ ও পরিবহণ করা যাবে না।
*তাবুতে শেয়ার করে থাকার মন মানসিকতা থাকতে হবে।
*যাদের তাবু নেই তাদের জন্য শুধু শেয়ারের মাধ্যমে তাবুর ব্যবস্থা করে দেওয়া হবে কিন্তু বাকি জিনিস (বালিশ, কম্বল, ম্যাট) নিজেদের ব্যবস্থা করে নিতে হবে।
*যেহেতু আউটডোর তাবু ক্যাম্পিং আমরা আমাদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করব তারপরেও সাময়িক অসুবিধা মানিয়ে নেওয়ার মানুষিকতা নিয়ে আসতে হবে।
*যেহেতু পার্ক এরিয়া টয়লেট এর ব্যবস্থা পর্যাপ্ত আছে, তারপরেও যেহেতু গেস্ট বেশি সেই ব্যাপারটা মনে রেখে ম্যানেজ করে নিতে হবে।
*স্থানঃ মোজাফফর গার্ডেন এন্ড রিসোর্ট (মন্টুর বাগান), সাতক্ষীরা
*জরুরি যোগাযোগঃ
Rashed Zaman- 01772473943
Hasan- 01611852303
Jojo- 01614151550
Also check out other Festivals in Khulna, Trips & Adventurous Activities in Khulna.