‘Nikon Fan Club, Bangladesh’ তাদের মেম্বারদের নিয়ে সুন্দরবন অভিজানে যাচ্ছে
স্থানঃ সুন্দরবন
তারিখঃ ১লা জানুয়ারী -৪ঠা জানুয়ারী ২০২৬ বৃহস্পতিবার থেকে রবিবার
সময়ঃ বৃহস্পতিবার বিকাল ৪টায় থেকে রবিবার রাত ১০টা
আসন সংখ্যা সীমিত
রেজিস্ট্রেশন ফিঃ ১৩০০০ টাকা
শিপে আসন সংখ্যা সীমিত ও নির্ধারিত। এখানে কাপল বেড নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন। ৩জন ফ্যামিলি যেতে চাইলে আলাদা রুম আছে।
বুকিং ৭০০০ করে বাকি টাকা ডিসেম্বের ৫তারিখের মধ্যে দিতে হবে।
আগামি ১০শে নভেম্বেরের এর মধ্যে বিকাশের মাধ্যমে রেজিস্ট্রেশন ফি জমা দিয়ে আপনার সিট কনফার্ম করতে হবে।
বিকাশ নাম্বারঃ 01711827339 (পার্সোনাল) ( বিকাশে টাকা পাঠালে চার্জ ২০০টাকা এড করবেন)।
নগদ দিতে পারবেন অথবা ব্যাংক একাউন্টেও দিতে পারবেন।
টাকা পাঠিয়ে নিন্মের ফর্মটি অবশ্যই ফিলাপ করে সেন্ড করে আপনার সিট কনফার্ম করবেন।
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeydVTyRqL6pSNBDZ99o2SpdbBQ174NiQwom6PvbwYzA0Jo7g/viewform?usp=header
সুন্দরবন অভিজানে যা থাকছে
১। রিভার ক্রুজিং,
২। ক্যানেল ক্রুজিং,
৩। জঙ্গল সাফারির মাধ্যমে আমরা সান্নিধ্যে থাকবো সুন্দরবনের প্রকৃতি, বন্যজীবন এবং সমূদ্রের।
🐅 আমাদের একটিভিটিতে থাকবে জঙ্গল ট্রাকিং, বার্ড ওয়াচিং এবং মেমাল ফাইন্ডিং।
🌿 ভ্রমণ স্থাণ : পক্ষির খাল , কটকা অফিস পাড়, জামতলা সী বিচ, কচিখালি, ডিমের চর এবং করমজল।
✔️ভ্রমণের শর্তঃ
📌 বার্ড ওয়াচিং ট্যুরে ধৈর্যশীল এবং কষ্ট সহিষ্ণুর কোন বিকল্প নেই এবং যে কোন ধরণের বন্য জীবন দেখা অনেকাংশে ভাগ্যের উপর নির্ভরশীল।
📌উজ্জল রঙ্গের, নতুন বা সুগন্ধি যুক্ত সাবান দিয়ে ধোয়া পোষাক নেওয়া যাবে না। সাইড সিনের সময় Camouflage পোষাক পরতে হবে।
📌কোন প্রকার সুগন্ধি ব্যবহার বা নেওয়া যাবে না।
📌কোন অবস্থাতে ল্যান্ডে সাইট সিন এর সময় যেকোনো ধরনের ধুমপান করা থেকে বিরত থাকতে হবে (ভ্যাপ বা সিগারেট কোনটিই নয়)।
📌 সাইড সিনের সময় অতি প্রয়োজন না হলে কথা বলা যাবে না এবং কোন অবস্থাতে উচ্চস্বরে কথা বলা বা শব্দ করা যাবে না।
📌জঙ্গলে নামার পর সু-শৃক্ষল এবং দলবদ্ধ থাকতে হবে৷ যত লোভনীয় কিছুই দেখুন দলছুট হওয়া যাবে না।
📌গাছের ডাল, পাতা বা লতায় হাত দেওয়া বা ছেড়া যাবে না।
📌পরিবেশের ক্ষতি হয় এমন কোন কাজ করা যাবে না। বন্য প্রাণির বিচরণে বিঘ্ন ঘটে এমন কিছু করা যাবে না।
📌কোন প্রকার বর্জ্য শীপের নির্দিষ্ট স্থান ব্যাতিত যত্রতত্র ফেলা যাবে না।
📌 সুন্দরবন ভ্রমণে যে কোন ধরনের প্লাস্টিক বা পলি মোড়কের খাবার নেওয়া নিরুৎসাহিত করি। সেই কারণে ছোট প্লাস্টিক বোতলজাত পানি সফট ড্রিংকস পরিবেশন থেকে বিরত থাকে। সকলের জন্য ফেরত যোগ্য সহজে বহন করা যায় এমন স্থায়ী পানির পট সরবারহ করা হবে। এক্টিভেটিসের সময় সেই পানির পট রিফিল করে নিয়ে যেতে হবে।
📌গাইড এবং নিরাপত্তা রক্ষীদের নির্দেশনা মেনে চলতে হবে।
বিঃদ্রঃ যে কোন ধরনের ড্রোন এবং আগ্নেয় অস্র সুন্দরবনে বহণ শাস্তিযোগ্য অপরাধ। কেউ তা অগোচরে বহন করলে তার দ্বায় নেওয়া হবে না।
ছবি তোলা ও ভ্রমণ-
নাইকন, ক্যানন, আইফোণ মোট কথা ফটোগ্রাফি করেন যে কেউ আমাদের সব ট্যুরে যেতে পারবেন সব সময়।
বিস্থারিত জানতেঃ
মাঈন আহমেদ: ০১৭১১৮২৭৩৩৯