যুক্তি-তর্কের মঞ্চে নতুনদের আত্মপ্রকাশ মানেই পরিচিত জগত ছেড়ে অজানার দিকে এক সাহসী যাত্রা। Freshers’ Debate 7.0 তেমনি এক প্রবেশদ্বার—যেখানে বিতার্কিকরা পা রাখে চিন্তার সেই অপরিচিত জগতে, যাকে আমরা চিনি না, ভয় পাই, আবার জয় করতেও শিখি। এই মঞ্চ যেন এক Upside Down—যেখানে প্রচলিত ধারণা উল্টে যায়, প্রশ্ন উঠে আসে প্রতিষ্ঠিত সত্যের বিরুদ্ধে, আর যুক্তিই হয়ে ওঠে একমাত্র দিকনির্দেশনা। প্রতিটি বিতার্কিক এখানে একেকজন অভিযাত্রী—অচেনা মোশন, অজানা যুক্তি ও প্রতিপক্ষের তীব্র আক্রমণের মুখোমুখি হয়ে যারা নিজেদের চিন্তাশক্তি আবিষ্কার করে নতুন করে। বিতর্কে যুক্তি কখনো শেকল, কখনো অস্ত্র—ঠিক যেমন অদৃশ্য শক্তি, যা ভেঙে দেয় ভয়ের দেয়াল। প্রতিটি রাউন্ড যেন একেকটি পোর্টাল—যেখান দিয়ে পার হলেই বিতার্কিক আগের চেয়ে আরও দৃঢ়, আরও সচেতন হয়ে উঠে আসে। বিচারকের আসনে বসে থাকা অভিজ্ঞ বিশ্লেষকেরা যেন এই জগতের নেভিগেটর—তারা শাস্তি দেন না, বরং যুক্তির ভারসাম্য, কৌশল ও গভীরতা বিচার করে পথ দেখান সামনে এগিয়ে যাওয়ার। Freshers’ Debate 7.0 কেবল বক্তব্যের প্রতিযোগিতা নয়— এটি এক চিন্তার অভিযান, এক ভয়ের মুখোমুখি হওয়ার গল্প, যেখানে অপরিচিত যুক্তির জগৎই হয়ে ওঠে আত্মবিশ্বাসের প্রথম যুদ্ধক্ষেত্র।
ইভেন্ট ডিটেইলস:
Freshers’ Debate 7.0
তারিখ: ৩০–৩১ জানুয়ারি, ২০২৬
ভেন্যু: GSTU Academic Building
অংশগ্রহণকারী: GSTU ২০২৪–২৫ সেশনের শিক্ষার্থীবৃন্দ
বিতর্কের ধরন: এশিয়ান পার্লামেন্টারি ফরম্যাট
টিম ক্যাপ: ৩২
রেজিস্ট্রেশন ও অংশগ্রহণ সংক্রান্ত নীতিমালা:
১. প্রতিযোগিতাটি শুধুমাত্র গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪–২৫ সেশনের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। ২. প্রতিটি দল সর্বোচ্চ ৩ জন সদস্য নিয়ে গঠিত হবে। জিএসটিইউ ডিবেটিং সোসাইটির অনুমতি সাপেক্ষে সদস্য পরিবর্তন করা যাবে। তবে প্রতিযোগিতা শুরু হওয়ার পর কোনো সদস্য পরিবর্তন করা যাবে না। এ বিষয়ে জিএসটিইউ ডিবেটিং সোসাইটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
৩. এককভাবে রেজিস্ট্রেশন করা যাবে; সেক্ষেত্রে জিএসটিইউ ডিবেটিং সোসাইটি টিম গঠনে সহায়তা করবে।
রেজিস্ট্রেশন সংক্রান্ত নিয়মাবলী-
৪. প্রতিটি দল বা একক বিতার্কিককে ২৫ জানুয়ারি ২০২৬ বিকেল ৪ টা'র মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
৫. রেজিস্ট্রেশন ফি:
- দলীয় রেজিস্ট্রেশন: ৳৩০০
- একক রেজিস্ট্রেশন: ৳১০০
৬. রেজিস্ট্রেশন ফি অফেরতযোগ্য।
৭. রেজিস্ট্রেশন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে উৎসাহিত করা হচ্ছে, পরিবেশ সংরক্ষণের প্রতিশ্রুতি রক্ষার্থে।
রেজিস্ট্রেশন লিংকঃ
https://forms.gle/s5fHwAr7qxyF2hGy7
নীতিমালা সংক্রান্ত অন্যান্য বিষয়:
১. প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুক প্রত্যেককে উপরোক্ত শর্ত মেনে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
২ . GSTU Debating Society প্রতিযোগিতা পরিচালনার স্বার্থে যেকোনো সময় নিয়মাবলীতে পরিবর্তন, পরিবর্ধন বা সংযোজনের অধিকার সংরক্ষণ করে।
৩ . বিতর্ক প্রতিযোগিতার জন্য পৃথক ইকুইটি ও কন্ডাক্ট নীতিমালা প্রকাশ করা হবে, যা ট্যাব রাউন্ডের একদিন পূর্বে সকল অংশগ্রহণকারীকে জানানো হবে। উপরোক্ত নীতিমালা মেনে যারা রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন, তারাই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন। অন্যথায়, প্রতিযোগিতার স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে ডিবেটিং সোসাইটি সংশ্লিষ্ট দলের রেজিস্ট্রেশন বাতিলসহ প্রয়োজনীয় যেকোনো নীতিগত সিদ্ধান্ত গ্রহণের পূর্ণ অধিকার সংরক্ষণ করে।
নাম: আশিকুর রহমান
আহ্বায়ক
যোগাযোগ: 01517815094
https://www.facebook.com/share/1CCWTz6YSf/
নাম: সাদমান শাহাদ
সদস্য সচিব
যোগাযোগ: 01963040060
https://www.facebook.com/share/178UVaCxDx/