আমরা বাইকাররা বেশ কিছুদিন যাবৎ বড় একটা সমস্যায় ভুগছি সেইটা হচ্ছে বাইকের ট্যাংকে জং ধরা নিয়ে। এখন ট্যাংক এর কোয়ালিটি ভালো নাকি খারাপ সেইটা আজকের আলোচনার বিষয় না, আজকে কথা হবে তেল এর কোয়ালিটি নিয়ে।
ইতিমধ্যে অনেকেই জেনে গেছেন যে ভারতে E20 ফুয়েল বাধ্যতামূলক করা হয়েছে। যারা জানেন না তাদের কে বলে রাখি E20 ফুয়েল হচ্ছে তেল এর সাথে 20% ইথানল এর মিশ্রণ একই ভাবে E10 মানে 10% এবং E5 মানে 5% ইথানল এর মিশ্রণ।
ইথানল ব্যবহার করার মূল কারণ হচ্ছে এইটা তেলের কারণে পরিবেশের যে ক্ষতি হয় সেটা অনেক কমিয়ে ফেলতে পারে অর্থাৎ পরিবেশ বান্ধব।
কিন্তু এখানে সমস্যা হচ্ছে ইথানল পানিকে আকর্ষণ করে আর পানিকে আকর্ষণ করা মানেই হচ্ছে ফুয়েল ট্যাংকে জং ধরার সূত্রপাত ঘটানো।
এখন আপনার তেলে ইথানল এর মিশ্রণ আছে কিনা সেইটা কিভাবে বুঝবেন?
আসেন খুব সহজ একটা টেস্ট করা যাক,
প্রথমত আমরা জানি যে তেলের সাথে পানির মিশ্রণ সম্ভব না তবে একটু আগেই যেটা বললাম, ইথানল পানিকে আকর্ষণ করে অর্থাৎ এইটা খুব সহজে পানির সাথে মিশে যেতে পারে অর্থাৎ পেট্রল বা অকটেন এর সাথে পানি মিক্স করে ঝাকালেই তেলে থাকা ইথানল পানির সাথে মিক্স হয়ে যাবে এবং পেট্রোল থেকে ইথানল মিশ্রিত পানিকে সহজে পৃথক করা যাবে।
টেস্ট করার জন্য আমি একটি 50 ml এর সিরিঞ্জ ব্যবহার করেছি এরপর এইটার ভেতর এক্সাক্টলি 30ml অকটেন ভরেছি এবং এক্সাক্টলি 10ml পানি ভরেছি এরপর কিছুক্ষণ ঝাঁকানোর পর দেখতে পেলাম তেলের পরিমাণ 30 ml ই আছে এবং পানি ও 10 ml ই আছে। দ্বিতীয়বার টেস্ট করার পরেও একই রেজাল্ট আসছে অর্থাৎ আমার তেলে ইথানল এর উপস্থিতি নাই যদিও থাকে সেটা 1-2% হলে হতে পারে। এখানে ঝাঁকানোর পর পানির পরিমাণ যদি 16ml এবং তেলের পরিমাণ 24ml হতো তাহলে সেইটা E20 ফুয়েল হতো একইভাবে 13ml পানি এবং 27ml তেল হলে সেইটা E10 ফুয়েল হতো।
এইভাবে আপনারাও আপনাদের তেলের কোয়ালিটি চেক করতে পারেন। রেফারেন্সের জন্য নিচে ছবি দিয়ে দিলাম।
Collected