আগামী ৫ই সেপ্টেম্বর হান্ডসের কিছু সদস্যরা বেলপাহাড়ির গ্রামাঞ্চলে পৌঁছে যাবে সমাজমূলক কাজের জন্য।এবারে আমাদের মিটিং এ ঠিক করা হয়েছে,সেখানে কিছু মহিলা ও বাচ্চাদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হবে।আপনাদের কাছে একান্ত অনুরোধ রইলো,এই কাজের উদ্দেশ্যে আপনাদের সাধ্য মতো কিছু অর্থ প্রদান করলে,আমরা গ্রামের বহু মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দিতে সক্ষম হবো।পূর্বের বহু কাজে আপনাদের সঙ্গে পেয়েছি,এবারেও আশা রাখি আপনারা আমাদের সঙ্গে থাকবেন।ইচ্ছুক ব্যক্তিগণ সরাসরি আমাদের হ্যান্ডসের ব্যাংকের খাতে বা ' নিউ শক্তি স্টোরে ' শ্রী অশোক চক্রবর্তীর ( মিকু) কাছে দিতে পারেন।
নিচে ব্যাংক এর বিস্তারিত বিবরণ ও কিউ আর কোড দিলাম।
**ব্যাংকে কোনো ব্যক্তি টাকা পাঠালে তার প্রমাণ স্বরূপ প্রতিলিপি আমাদের সদস্য অশোক বা শুভ অথবা সুবীরের কাছে দয়া করে পাঠিয়ে রাখবেন।
Bank Details:
Human Animal and Nature Development Society (HANDS)
Punjab National Bank
A/c no-02331132000355
Branch: Bhawanipur
IFSC: PUNB0023310
Stay in the loop for updates and never miss a thing. Are you interested?
Yes
No
Undo
Interested
Ticket Info
To stay informed about ticket information or to know if tickets are not required, click the 'Notify me' button below.