আজ শুধু ছেলেদের সম্পর্কে কিছু বলবো,অন্য দিন
মেয়েদের টা বলবো।
(১) ছেলেরা সাধারণত অনেক কষ্ট গোপন করে রাখে,কারণ সমাজ সবসময় তাদের শক্ত হয়ে থাকার শিক্ষা দেয়।
(২) কিন্তু বাস্তবে তারাও অনেক কষ্ট অনুভব করে,ভেঙে পড়ে,একা থাকে,তবুও কখনো কাউকে বুঝতে দেয় না,
এটায় হলো ছেলে মানুষ,মাঝে মাঝে ওদের চিৎকার করে কাঁদতে ইচ্ছা করলেও হাসি মুখে বলবে ভালো আছি তো।
(৩) একজন ছেলের সব সময় চাওয়াটা কি জানেন?সে
কিভাবে পরিবারের মা-বাবা ভাই বোন স্ত্রী সন্তানদের ভালো রাখবে সুখে রাখবে এটা নিয়েই তার চিন্তা সবসময়।
(৪) ছেলেরা খুব অল্প সময় পৃথিবীতে সুখ করে,কিন্তু যে সময় সুখ করে সে জানেই না তার সুখের সময় তো পার হয়ে
যাচ্ছে,এমনকি অনেক পরিবারে কেউ 10-12 বছর বয়স থেকেই সংসারের হাল ধরা শুরু করে।
(৫)ছেলেদের মন হলো উদার ঠিক একটা মোমবাতির মত যে কিনা সবসময় নিজেকে পুড়িয়ে অপরকে ভালো রাখে।
(৬) একটা ছেলের জন্য বিয়েটাও অনেক কষ্টের বিয়েটা করতে গেলেও তাকে সারাটা জীবন প্রতিষ্ঠিত হওয়ার পিছনে ব্যয় করতে হয়।
(৭)ছেলেরা কখনো শারীরিক কষ্ট মানসিক কষ্ট এগুলো মনে করে না,ছেলেদের কষ্ট একটাই সেটা হলো সে সবার কষ্ট বুঝে,কিন্তু দিন শেষে তার কষ্টটা কেউই বুঝতে চায় না।
(৮) ছেলেরা ঠিক ওই সময়টাই বেশি ভেঙ্গে পড়ে যে সময়টা যাদের জন্য সে সারাটা জীবন কষ্ট করে চলে কিন্তু ওই কাছের মানুষগুলো যখন বলে,কি করেছো আমাদের জন্য কিছুই করো নাই,তখন সেই ছেলেটা আর পৃথিবীতে বেঁচে থাকতে চায় না,ভালো থাকুক আমার জীবনে জড়িয়ে থাকা সকল মানুষগুলো।
তাই বোন এবার তোমাদেরকে বলছি এই ছেলেটা যখন তোমাদের কাছে যাবে যত কষ্টই হোক ওকে বোঝার চেষ্টা করো,একটু ভালো রাখার চেষ্টা করো,ছেলেরা সাধারণত একটু পাগল টাইপ হয় ওদেরকে ভালোবাসা দিয়ে হ্যান্ডেল করো দেখবে ও তোমার জন্য জীবন দিয়ে দিবে,ও হয়তো কিছু সময় পাগলামো করবে পরে ও যখন বুঝবে,শুধু তোমাকেই অনেক ভালবাসবে।