🌸 আমন্ত্রণ পত্র 🌸
শ্রদ্ধেয় মহাশয়/মহাশয়া,
সশ্রদ্ধ প্রণাম জানাই।
প্রতি বছরের ন্যায়, এ বছরও আমরা সমাজের অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়াবার ক্ষুদ্র প্রয়াসে, এক পরম আনন্দের বস্ত্রবিতরণ মহোৎসবের আয়োজন করতে চলেছি।
আমরা বিশ্বাস করি— “যেখানে সেবার অর্ঘ্য নিবেদিত হয়, সেখানেই ঈশ্বরের আবির্ভাব ঘটে।” মানুষের জন্য মানুষই হোক আমাদের শারদোৎসবের মূল মন্ত্র।
অনুষ্ঠান অনুষ্ঠিত হইবে—
📌 তারিখ :৭ই আশ্বিন, ১৯৪৭ বঙ্গাব্দ (২৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিঃ) 📌 তিথি : মহা সপ্তমী
আপনাদের অমূল্য উপস্থিতি ও সহৃদয় সহায়তাই আমাদের এই সামাজিক উদ্যোগকে সাফল্যমণ্ডিত ও মহিমান্বিত করবে। আপনার স্নেহস্পর্শে এই মহোৎসব হয়ে উঠবে আরও পবিত্র, আরও তাৎপর্যময়।
আপনাদের সক্রিয় অংশগ্রহণের প্রত্যাশায় রইলাম।
ধন্যবাদান্তে,
🙏🙏 Happy To Help🙏🙏
Stay in the loop for updates and never miss a thing. Are you interested?
Yes
No
Undo
Interested
Ticket Info
To stay informed about ticket information or to know if tickets are not required, click the 'Notify me' button below.