GWHS is delighted to present the DMV’s most vibrant and colorful celebration of Durga Puja (দুর্গোৎসব)! We warmly welcome you, along with your family and friends to join us for our 13th Durga Puja festivities on Saturday, October 4, 2025. Come and join with us to celebrate this grand occasion with us and experience the joy and spirit of this timeless festival.
Schedule:
Puja Start: 9:00 AM
Anjali: 12:00 PM
Prasad/Lunch: 12:30 PM
Cultural Program (Segment 1): 2:30 PM
Sandhya Aarti: 6:30 PM
Dinner: 7:00 PM
Cultural Program (Segment 2): 7:30 PM
Sindhur Khela: 9:30 PM
Priest: Sadhak Chakraborty
Guest Artist:
Gourab Sarkar (accomplished singer and 1st runner-up of SaReGaMaPa 2019)
“এসো মোর ঘরে হে মা তুমি, অকালবোধন হয়ে, জগতের শান্তি বিলাও তুমি আপন হাতের মুঠোয় করে।”
শরৎকাল এসেছে, দেবী দুর্গা মাকে বরণ করার আনন্দময় সময়। এই আনন্দঘন মুহূর্তে, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল মানুষের মিলন এবং সার্বজনীন পরিবেশের যে অনন্য উদাহরণ গ্রেটার ওয়াশিংটন হিন্দু সোসাইটি স্থাপন করেছে, তার ধারাবাহিকতায় আসছে শনিবার, ৪ই অক্টোবর, ২০২৫, আমরা দেবীর আরাধনায় ব্রতী হব। দেবী বন্দনা, অঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ এবং সন্ধ্যা আরতির পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও থাকবে। ১৩তম বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ আয়োজনের সাথে গ্রেটার ওয়াশিংটন হিন্দু সোসাইটির আকর্ষণীয় মধ্যাহ্ন ও নৈশভোজনের ব্যবস্থা থাকবে। সব মিলিয়ে এটি হবে বছরের সেরা পূজোর আয়োজন।
আসুন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে গ্রেটার ওয়াশিংটন হিন্দু সোসাইটির দ্বাদশ আয়োজনের এই মহা উৎসবে যোগদান করি। সকলকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও আমন্ত্রণ জানাচ্ছি।
For further info please call 571-543-GWHS or write to
aW5mbyAhIGd3aHMgfCBnbWFpbCAhIGNvbQ==
http://www.gwhsonweb.org/
Also check out other Festivals in Franconia, Music events in Franconia.