🔹রেজিস্ট্রেশন লিংক:
https://forms.gle/HJ9veVgyeVy4CzuR7
আপনি কি AWS শেখার কথা ভাবছেন, কিন্তু এর বিশাল ফিল্ড দেখে কিছুটা দিশেহারা? ক্লাউড-এ একটি অ্যাপ্লিকেশন হোস্ট করার মূল বিষয়গুলো কী কী? কীভাবে কনফার্ম করবেন আপনার অ্যাপ্লিকেশনটি সবসময় অ্যাকটিভ বা রানিং থাকবে, এমনকি যখন ট্র্যাফিক বেড়ে যায় তখনও? আর ক্লাউড সার্ভিসে AWS-এর নানান ফান্ডামেন্টাল নিয়ে আলোচনার জন্যে অ্যারেঞ্জ করা হচ্ছে একটি ফ্রি ওয়েবিনার।
🔹ওয়েবিনার টপিক- AWS-এর ফান্ডামেন্টালস: EC2, High Availability and Auto Scaling
📅ডেট- ৮ অক্টোবর, ২০২৫। রাত ৯টা। প্ল্যাটফর্ম- Zoom
🔹ওয়েবিনারে ইন্সট্রাকটর হিসেবে থাকছেন-
Mohammad Mahmud Hasan
Machine Learning Engineer II, Optimizely
এই ফ্রি ইভেন্টে আমরা AWS-এর সবচেয়ে ইম্পরট্যান্ট এবং বেসিক কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করবো। আপনি শুধু EC2 ইনস্ট্যান্স তৈরি করাই শিখবেন না, বরং হাতে-কলমে জানবেন কীভাবে High Availability এবং Auto Scaling করে আপনার অ্যাপ্লিকেশনকে পাওয়ারফুল ও রিলায়েবল করে তুলতে পারবেন। এটি শুধু একটি থিওরি সেশন নয়, বরং আপনার ক্লাউড জার্নির একটি প্র্যাকটিক্যাল রোডম্যাপ।
এই ফ্রি ওয়েবিনারে যা যা শিখবেন-
🔹EC2 ইনস্ট্যান্স ডেভেলপমেন্ট ও ম্যানেজমেন্ট: শিখবেন কীভাবে একটি ভার্চুয়াল সার্ভার (EC2 ইনস্ট্যান্স) ক্লাউডে লঞ্চ করতে হয় এবং তা স্কিলফুলি ম্যানেজ করতে হয়।
🔹হাই অ্যাভেইলেবিলিটির ডিজাইন: বুঝবেন কীভাবে একাধিক অ্যাভেইলেবিলিটি জোন (AZ) ব্যবহার করে একটি ফেইল-প্রুফ আর্কিটেকচার ডিজাইন করা যায়, যাতে একটি সার্ভার ডাউন হলেও আপনার অ্যাপ্লিকেশন রানিং থাকে।
🔹লোড ব্যালেন্সার সেটআপ: জানবেন কীভাবে একটি লোড ব্যালেন্সার ব্যবহার করে ওয়েবসাইটে আসা ট্র্যাফিক বিভিন্ন সার্ভারের মধ্যে সমানভাবে ডিস্ট্রিবিউট করা যায়, যেন কোনো স্পেসিফিক সার্ভারে চাপ না পড়ে।
🔹অটো স্কেলিং গ্রুপ কনফিগারেশন: শিখবেন কীভাবে একটি অটো স্কেলিং গ্রুপ তৈরি করতে হয়, যা আপনার অ্যাপ্লিকেশনের ট্র্যাফিক অনুযায়ী অটোমেটিক্যালি সার্ভারের সংখ্যা বাড়াতে বা কমাতে পারে।
এই ফ্রি ওয়েবিনার কাদের জন্যে-
🔹যিনি AWS শেখা শুরু করতে চান।
🔹ডেভেলপার যারা ক্লাউডে অ্যাপ্লিকেশন ডেপ্লয় করার প্র্যাকটিক্যাল নলেজ চান।
🔹DevOps ও সিস্টেম অ্যাডমিন যারা ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্টে স্কিল বাড়াতে চান।
🔹যেকোনো টেক এনথুজিয়াস্ট যারা ক্লাউড কম্পিউটিংয়ের বেসিক স্কিল অর্জন করতে চান।
এই সেশনটি আপনার AWS শেখার জার্নিতে একটি স্ট্রং ফাউন্ডেশন তৈরি করবে।
আপনার ক্লাউড ক্যারিয়ারকে রানিং করতে ফ্রি ওয়েবিনারে রেজিস্ট্রেশন করুন আজই রেজিস্ট্রেশন করুন!
You may also like the following events from Interactive Cares:
- This Friday, 3rd October, 03:00 pm, Free Masterclass on Power BI For Business Intelligence Live Course in Dhaka, Bangladesh
- This Saturday, 4th October, 03:00 pm, Free Masterclass on AWS Cloud Engineering & Architecture Essentials in Dhaka, Bangladesh
- This Saturday, 4th October, 03:00 pm, Free Webinar on Figma Mastery: From Auto Layout to Pro Design in Dhaka, Bangladesh
Also check out other
Workshops in Adrian,
Virtual events in Adrian.