নৈঃশব্দের চেয়ে উচ্চতর হলো যুক্তির কণ্ঠ।
আর জি সি ডিবেটিং ক্লাব সত্য, শুদ্ধতা ও ন্যায়ের প্রতীক হয়ে যুক্তির মঞ্চ হিসেবে ২০২২ সালে আত্মপ্রকাশ করে এবং তখন থেকেই "যুক্তির দ্বন্দ্বে বিশুদ্ধ সমাজ" এই আদর্শবাক্য কে সামনে রেখে মহিমান্বিত করে বিতর্ক অঙ্গনের সমস্ত সম্ভবনাকে।
২০২৪ সালের জুলাইয়ে রাজপথে তরুণদের স্রোতে অংশ নিয়েছিল আমাদের ক্লাবের সদস্যরাও। প্রতিবাদ জানিয়েছিল আমাদের ক্লাব।
রংপুর অঞ্চলের অমর সন্তান, রংপুর সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থী শহীদ আবু সাঈদ নিজের প্রাণ বিসর্জন দিয়ে আজ ইতিহাসের অংশ। তাঁর আত্মত্যাগকে শ্রদ্ধা জানিয়ে
আর জি সি ডিবেটিং ক্লাব দ্বিতীয়বারের মতো আয়োজন করতে যাচ্ছে- "শহীদ আবু সাঈদ স্মৃতি বিতর্ক উৎসব ২০২৫" যার মূল প্রতিপাদ্য: "রাজপথ থেকে মঞ্চ, যুক্তিতে বিপ্লব সর্বত্র।"
এই উৎসব শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি আমাদের চেতনার জাগরণের এক অনন্য সুযোগ। রংপুরের শিক্ষার্থীদের জ্ঞানভাণ্ডারকে মজবুত করার এক হাতছানি এই প্রতিযোগিতাটি।
"শহিদ আবু সাঈদ স্মৃতি বিতর্ক উৎসব ২০২৫" আয়োজনের বিস্তারিত তথ্য:
• বিতর্কের ধরন: বাংলা এশিয়ান পার্লামেন্টারি
• টিম ক্যাপ: ২৪
• অংশগ্রহণকারী দলের যোগ্যতা: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়।
• প্রথম পর্ব (প্রাথমিক বিতর্ক রাউন্ড):
তারিখ: ২২ আগস্ট ২০২৫, শুক্রবার, সকাল ১০:০০টা।
স্থান: রংপুর সরকারি কলেজ, হলরুম (কক্ষ নং: ১০০, নিচতলা, প্রথম
ভবন)।
• দ্বিতীয় পর্ব (সেমিফাইনাল ও ফাইনাল):
তারিখ: ২৩ আগস্ট ২০২৫, শনিবার।
সময়: সকাল ১০:০০টা।
স্থান: জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়াম, রংপুর।
• রেজিস্ট্রেশনের শেষ সময়: ১৫ আগস্ট, ২০২৫।
• রেজিস্ট্রেশন ফি: ২০০ টাকা (দলপ্রতি)।
• রেজিস্ট্রেশন লিংক:
https://docs.google.com/forms/d/11Pu8_xDG5OprrV47Z3-ipp-R3YIGpRFvlaVCVHx9nkY/edit
বিকাশ নম্বর: 01572543201
• এছাড়াও থাকছে...
➤ "মননে প্রজ্ঞায় জুলাই" শীর্ষক অলিম্পিয়াড।
• অংশগ্রহণযোগ্য শ্রেণি: ষষ্ঠ থেকে দশম শ্রেণি
• তারিখ: ২৩ আগস্ট ২০২৫, শনিবার।
শহিদ আবু সাঈদের স্বপ্নে ও যুক্তির দীপ্তিতে জাগ্রত হোক আগামীর বাংলাদেশ। রংপুরের স্কুল ও কলেজসমূহের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে আরও সমৃদ্ধ হবে- এমনটাই আমাদের প্রত্যাশা।
*বিশেষ দ্রষ্টব্য: এশিয়ান পার্লামেন্টারি বিতর্ক প্রতিযোগিতায় সকল বিতার্কিকের বিতর্ক উপস্থাপনকে সমৃদ্ধ করতে আয়োজিত হবে একটি কর্মশালা। রেজিষ্ট্রেশনকারী দলগুলোকে কর্মশালার সময় এবং স্থান জানিয়ে দেওয়া হবে।
যোগাযোগ:
মো: ফাহিম শাহরিয়ার
আহ্বায়ক, আর জি সি ডিবেটিং ক্লাব
নম্বর: 01558060370
#RGC_DC
#যুক্তির_দ্বন্দ্বে_বিশুদ্ধ_সমাজ