মা সরস্বতী, বিদ্যার প্রদীপ, তোমার আশীর্বাদে জ্বলে চেতনার দ্বীপ। শ্বেত বসনা তুমি, শান্তি মুর্তি রূপে, জ্ঞানগঙ্গা বয়ে আনো অনন্ত স্রোতে।
তোমার বীণার সুরে জাগে প্রাণে আলো, অজ্ঞানতার তমসা করে তুমি কালো। বসবাহনে চড়ে আসো মায়ের বেশে, তোমার আশীর্বাদে পূর্ণ হোক হৃদয়ের দেশে।
হাতে ভরা গ্রন্থ, চোখে করুণার দৃষ্টি, তোমার চরণে মা, পাই চিরশান্তি। তুমি বিদ্যার মশাল, তুমি মুক্তির পথ, তোমার নামেই মা, কাটে জীবনের শোধ।
জ্যান দাও মা, বুদ্ধি দাও, করো হৃদয় পরিত্র, তোমার আরাধনায় হোক মন চিরসৎ। তোমার কৃপায় হোক জীবন সার্থক, মা সরস্বতী, করো আমাদের চেতনায় আলোক।
ইতি
বিনয়াবনতঃ বাহিরী বিবেকানন্দ ক্লাবের সদস্যবৃন্দ বাহিরী বড়দেউল প্রাঙ্গণ