🎨 JKD অঙ্কন প্রতিযোগিতা – 2025
🟦 JKD Kids Drawing Contest – 2025
"তুলির ছোঁয়ায় ফুটুক স্বপ্ন, রঙে রঙে ভরে উঠুক মন—
আপনার ছেলেমেয়ে ও হতে পারে প্রথম !”
🗓 1st Round: FREE
👶 Age Groups:
1️⃣ 4–7 years 2️⃣ 8–12 years 3️⃣ 13–16 years
📌 Topic – নিজের পছন্দমতো যে কোনো সুন্দর ছবি আঁকুন !
🏆 1st Round Prizes:
🥇 প্রথম পুরস্কার ₹500 🥈দ্বিতীয় পুরস্কার ₹300 🥉 তৃতীয় পুরস্কার ₹200
📜 সকল অংশগ্রহণকারী পাবেন E-Certificate
📩 প্রদত্ত নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন।।Submission (WhatsApp Only)
Send to: 9735689486
📌 যা পাঠাতে হবে:
1️⃣ বাচ্চার আঁকা ছবির পরিষ্কার ছবি
2️⃣ বাচ্চা ছবিটি হাতে ধরে থাকা সেলফি
3️⃣ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রার্থীর
নাম: ____
বয়স: ____
গ্রাম: ____
জেলা: ____
পিন----
4. Parent Declaration (বাবা/মায়ের শংসাপত্র):
“আমি নিশ্চিত করছি ছবিটি আমার সন্তান নিজে এঁকেছে।”
অভিভাবকের নাম: ____
⭐ 1st Round Selection Criteria:
নির্বাচন পদ্ধতি::
✔ Creativity – 30%
কল্পনা শক্তি, অরিজিনাল আইডিয়া
✔ Neatness & Presentation – 25%
পরিষ্কার লাইন, সুন্দর রং করা
✔ Colour Use – 20%
রঙের মিল, সঠিক কালার ফিল
✔ Concept & Theme – 15%
ভাবনা বা গল্প
✔ Overall Impression – 10%
প্রথম দেখায় আকর্ষণ
👉 এই স্কোরিং অনুযায়ী নির্বাচিতরা যাবে Final Round-এ।
📅 1st Round Result: 12 December 2025
➡️ 10 December 2025 পর্যন্ত জমা নেওয়া হবে।।
➡️ Shortlisted ছবি Facebook ও YouTube LIVE-এ দেখানো হবে |
🏆 Final Round: ( প্রথম পর্যায়ে যারা সফল হবেন(shortlisted ) |
💰 Entry Fee: ₹50 (certificate এবং expart এর জন্য )
🥇1st Prize: ₹5000
🥈 2nd Prize: ₹3000
🥉 3rd Prize ₹1000
🏅 Winners get E-Certificate
📅 Final Result: Final-এর ২ দিনের মধ্যে ||
***সফল প্রার্থিদের ছবি Facebook ও YouTube LIVE-এ দেখানো হবে ***
Also check out other Arts events in Contai, Fine Arts events in Contai, Kids events & activities in Contai.