SBS MOUNTAIN RASH-0.3, 18 December | Event in Comilla | AllEvents

SBS MOUNTAIN RASH-0.3

Arif Islam

Highlights

Thu, 18 Dec, 2025 at 10:00 pm

Subidkhali City

Advertisement

Date & Location

Thu, 18 Dec, 2025 at 10:00 pm - Sun, 21 Dec, 2025 at 10:00 am (BST)

Subidkhali City

Subidkhali, Mirzagonj Upozila, Mirjagonj, Chittagong, Bangladesh, Comilla

Save location for easier access

Only get lost while having fun, not on the road!

About the event

SBS MOUNTAIN RASH-0.3
আসসালামু আলাইকুম,
প্রিয় SBS বাসি 🖤
আশাকরি সবাই মহান আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন।আপনারা সবাই অবগত আছেন যে আমাদের সুবিদখালী বাস সিনারীও নামে একটা গ্রুপ আছে,যার মাধ্যমে আমরা গ্রুপ ট্যুর করে থাকি যারই ধারাবাহিকতায় এবার ৩য় গ্র্যান্ড ট্যুর আয়োজন করা হয়েছে, আর এবারের গন্তব্য পাহাড় ও মেঘের রাজ্য সাজেক 🥰
⏹️ সাজেক, খাগড়াছড়ি ।
🔹৩ রাত ২ দিনের ট্যুর
🔸তারিখঃ ১৮ই ডিসেম্বর ২০২৫ ইং
🔹ট্যুরের চাদাঃ ৫৫০০/- টাকা মাত্র, (বিকাশ বা নগদে পেমেন্ট করলে চার্জ সহ পেমেন্ট করতে হবে)
বিকাশ ও নগদে প্রদানের ক্ষেত্রেঃ ৫৬০০/- টাকা মাত্র।
⚠️ পেমেন্ট নাম্বার ( সেন্ড মানি) ⚠️
বিকাশ: 01894015899 (আরিফ)
: 01617660206(রবিউল)
বুকিং মানি ২৫৫০/- টাকা (সিট কনফার্ম এর জন্য)
সেন্ড মানি করার পর অবশ্যই ফোন দিয়ে সেটা নিশ্চিত করবেন।
✅ ট্যুরে যা যা থাকছেঃ
১. ঢাকা - খাগড়াছড়ি যাওয়া আসার বাস ভাড়া।
২. মোট ৬ বেলা খাবার ( বার বি কিউ সহ)
৩. সাজেকের চান্দের গাড়ি আপ ডাউন ভাড়া
৪. সাজেকের শেয়ার্ড হোটেল রুম

❌ যা যা থাকছে নাঃ
১. সকল প্রকার ব্যাক্তিগত খরচ।
২. আশেপাশে ঘুরাঘুরি করার খরচ।
৩. হোটেল ব্রেকে খাবারের খরচ।
৪. সকল প্রকার এন্ট্রি ফি।

🔶 ট্যুর প্ল্যানঃ
১৮শে ডিসেম্বর বিকাল ০৩.০০ টায় আমরা সুবিদখালী কলেজ রোড থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবো ইনশাআল্লাহ। যাত্রা পথে যেকোনো একটা হোটেল এ আমরা ৩০মিনিটের একটা বিরতি দিয়ে রাতের খাবার খেয়ে নিবো। এরপর আমরা আবার ঢাকার উদ্দেশ্য রহনা হবো এবং ঢাকায় পৌঁছে ধোলাইপার থেকে আমাদের ঢাকার মেম্বার দের পিকআপ করে খাগড়াছড়ি এর উদ্দেশ্য রহনা করবো। যাত্রা পথে কুমিল্লা এর যেকোনো হোটেল এ ২০ মিনিটের বিরতি দেওয়া হবে। ইনশাআল্লাহ সবকিছু ঠিক থাকলে ১৯ ডিসেম্বর খাগড়াছড়ি পৌঁছে সকালের নাস্তা করে চাদের গাড়িতে সাজেক এর উদ্দেশ্য রহনা করবো। সাজেকে পৌঁছে আমরা আমাদের হোটেল রুমে চেক ইন করবো। সারাদিন ঘোরাঘুরি শেষ করে রাতের বেলা বারবিকিউ পার্টি করবো। পরের দিন দুপুরের খাবার শেষ করে আমরা খাগড়াছড়ি শহরের উদ্দেশ্যে রওনা দেবো, বিকেলে খাগড়াছড়ি শহরে পৌঁছে যে যার মত আশেপাশে ঘোরাফেরা ও কেনাকাটা শেষ করে রাত ৯টায় বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো।
২১শে ডিসেম্বর আমরা সবাই আমাদের নিজ নিজ গন্তব্যে অবস্থান করবো ইনশাআল্লাহ।
🔰 দর্শনীয় স্থান সমূহ - সাজেক ভ্যালি ও আশেপাশের বিভিন্ন সৌন্দর্যমন্ডিত স্থান।
ব্রিঃদ্রঃ
🚨যেকোনো বিষয়ে এডমিন প্যানেলের সিদ্ধান্ত'ই চুড়ান্ত সিদ্ধান্ত!
⏺️ আগে পেমেন্ট করলে আগে সিট পাবেন এই নীতিতে পেমেন্ট নেওয়া হবে।
🚫 বুকিং এর লাস্ট ডেট ১০ই ডিসেম্বর পর্যন্ত। এর আগে সিট ফিলাপ হলে ইভেন্ট ক্লোজ করে দেয়া হবে।

interested
Stay in the loop for updates and never miss a thing. Are you interested?
Yes
No

Ticket Info

To stay informed about ticket information or to know if tickets are not required, click the 'Notify me' button below.

Advertisement

Nearby Hotels

Subidkhali City, Subidkhali, Mirzagonj Upozila,Mirjagonj, Chittagong, Bangladesh, Comilla
Get updates and reminders
Ask AI if this event suits you

Host Details

Arif Islam

Arif Islam

Are you the host? Claim Event

Advertisement
SBS MOUNTAIN RASH-0.3, 18 December | Event in Comilla | AllEvents
SBS MOUNTAIN RASH-0.3
Thu, 18 Dec, 2025 at 10:00 pm