"লাংলোক - সইংগং - রয়নদক এর বন্যতায় হান্টারের অভিযান”
বর্ষার মৌসুম তো শুরু হয়ে গেলো। ইতঃমধ্যেই পাহাড় সেজেছে তার আপন রূপে। বর্ষার সবুজ পাহাড় যেন এক দূর চিন্তা জগতের অলঙ্ঘনীয় আকর্ষণ যাকে একবার ছুঁয়ে দেখতে পারার আকাঙ্ক্ষা আপনার এক জীবনে স্মরনীয় হয়ে থাকবে। প্রিয় বর্ষা আর তার অনন্যা কন্যা বান্দরবান এর আসল প্রকৃতির মিশ্রনে আত্মার শুদ্ধিকরন ও মন ভোলানো মুহুর্ত জড়ো করতে আপনিও হতে পারেন,একজন Altitude Hunter...
এবার আমরা তাই যাবো দেশের সব দীর্ঘকায় জলপ্রপাত গুলোর সান্নিধ্যে যা তখন থাকবে ভরা বর্ষার অনন্য সাধারণ রূপে সজ্জিত।
একই ট্রিপে আমরা দেখবো ৩-৪ টি বিশাল জলপ্রপাত,
এছাড়াও রয়েছে শঙ্খ বা সাঙ্গু নদীর রুপ আশ্চর্যের।
⭐⭐ ট্রেকিং স্টাইলঃ ব্যাকপ্যাকিং।
⛺⛺ একোমোডেশনঃ আদিবাসী পাড়া বা জুমঘর
📌📌 ট্রেকিং লেভেলঃ মডারেট।
⭐⭐ আরো বিস্তারিত কেবল কনফার্মকারী দের মেসেঞ্জার গ্রুপে জানানো হবে।
💰💰💰 ইভেন্ট ফীঃ ৯০০০ টাকা।
🚌যাত্রা শুরু : ১১ সেপ্টেম্বর ,২০২৫ইং( রাত ১০:৩০ টায় ঢাকা থেকে)
🚌যাত্রা শেষ : ১৫ সেপ্টেম্বর , ২০২৫ ইং(ভোর ৬:০০টায়)
👥👥👥 টিম সাইজঃ ১৪ জন
⏰⏰⏰কনফার্মেশন ডেডলাইনঃ
৮ সেপ্টেম্বর ২০২৫ (আসন ফাঁকা থাকা সাপেক্ষে)
📝 কনফার্মেশন প্রসেসঃ
বিকাশ/নগদে/ রকেটে সেন্ড করুন ৩০৬০ টাকা।
কনফার্মেশন বা বুকিং মানি অফেরতযোগ্য(ট্রিপের অন্তত ৫ দিন আগে না জানালে)
💸রিয়াদ হাছান হৃদয়ঃ 01636-680960 এই নাম্বারে(পার্সোনাল বিকাশ ও নগদ)
🎀🎀🎀 যা যা পাচ্ছেন এই ইভেন্ট ফী তেঃ
১) ঢাকা-ঢাকা সকল যাতায়াত খরচ
২) সকল মুল খাবার (ট্রেকিং ট্রিপে দুপুরে খাবার এর সম্ভাবনা ক্ষীন,তাই ড্রাইফুড নিয়ে নিবেন সংগে করে নিজের পছন্দ মত)
৩) রাতে থাকার খরচ
৪) নৌকার খরচ
৫) গাইডিং ফী
৬) গানের আসর
৭) একসাথে জুমের মাচায় শুয়ে লোকাল ফুড(মারফা,চিনার,জুমের আখ,জুমের চালের ভাত)
৮) ট্রেকিং ও ক্যাম্পিং স্কিল বাড়ানোর জন্য বিশেষ অভিজ্ঞতা শেয়ারিং
🚫🚫 যা যা পাচ্ছেন নাঃ
উপরে বর্নীত তথ্যের বাইরের যে কোন বিকল্প।
✅✅✅ট্রেকিং এ যা যা অবশ্যই সাথে নিতে হবে
------------------------------------------------------
১। ব্যাকপ্যাক - অবশ্যই ভালো মানের ট্রেকিং ব্যাগ যা দীর্ঘক্ষণ ট্রেকিংয়েও পিঠ ঘামাবে না এবং কোমড়ের উপরে চাপ সৃষ্টি করবে না । সাথে রেইন কভার
২। ট্রেকিং প্যান্ট
৩। ট্রেকিং স্যান্ডেল (মাস্ট)
৪। বড় পলিথিন ও পর্যাপ্ত ছোট ছোট পলিথিন যাতে ট্রেকে বৃষ্টি হলে নিজের ব্যাকপ্যাক ও প্রয়োজনীয় জিনিসপত্র রক্ষা করা যায়। পঞ্চ থাকলে সবচেয়ে ভালো।
৫। হেড ল্যাম্প/ ছোট টর্চ লাইট
৬। টি শার্ট ২/৩টি (হাফ ও ফুল স্লিভ)
৭। হাফ প্যান্ট, ট্রাউজার
৮। ট্রেকিং পোল (ঐচ্ছিক)
৯। ড্রাই ফুড
১০। টুথ ব্রাশ - পেস্ট - সাবান
১১। গামছা
১২। পানির বোতল (১ লিটারের ১ টা)
১৩। প্রাথমিক ওষুধ, স্যালাইন, গ্লুকোজ
১৪। মশার জন্য ওডোমস ক্রিম
১৫। জাতীয় পরিচয়পত্র বা স্টুডেন্ট আই ডি কার্ডের ৫ টি করে ফটোকপি
♦️♦️ বিঃ দ্রঃ
---------
# এটি কোন ধরনের অভিলাষী / আরাম - আয়েশের ভ্রমন হবেনা
# প্রতিদিন সূর্যের অথবা বৃষ্টির নিচে ব্যাকপ্যাক কাঁধে ৬/৭ ঘণ্টা করে ট্রেক করতে হবে
# পথে পানির স্বল্পতা থাকতে পারে
# যেকোনো প্রকারের দুর্ঘটনা যখন তখন হতে পারে
# দয়া করে এই ভ্রমন এড়িয়ে যান, যদি আপনাকে দ্বারা নিম্নাক্ত ধরনের কাজগুলো হতে পারে বলে মনে করেন...
* দলনেতার কথা না মানা
* অভিযোগকারী ধরনের
* দলের হয়ে কাজ না করা
* পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে না পারা
* দীর্ঘ শারীরিক চাপ ও ব্যাথা সহ্য করতে না পারা
বিস্তারিত জানতে কল করুন বা নক করুনঃ
📞রিয়াদ হাছান হৃদয়ঃ 01636-680960 (WhatsApp)
You may also like the following events from Riyad Hasan Ridoy: