Low Cost Tour বাংলাদেশ 🇧🇩 নিয়ে এল ভরা পূর্ণিমায় রুংরাং - ক্রিসতং সামিট করার এক সুবর্ণ সুযোগ। কষ্টসহিষ্ণু চিত্তের হলে যোগ দিন আমাদের সাথে এক অপূর্ব অভিজ্ঞতার জন্য।
এইটা বেশ ভালো ট্রেকিং টুর ,অনেক হাটার মানসিকতা থাকলে ট্যুর কনফার্ম করুন। ক্রিসতং ও রুংরাং দুটি পাহাড়ের নাম, যা বান্দরবান জেলার আলীকদম উপজেলায় পড়েছে। রুংরাং অর্থ ধনেশপাখি। পাহাড়ীরা ধনেশপাখিকে রুংরাং বলে। রুংরাং পর্বতে আগে প্রচুর ধনেশপাখি ছিলো। এখন খুব একটা চোখে পড়ে না। হিসাব অনুযায়ী চিম্বুক রেঞ্জের সবচেয়ে উঁচু পাহাড় রুংরাং। তারপর ক্রিসতং।
.
যাত্রার সময়: ৬ নভেম্বর রাত ১০.০০টা
ফেরার সময়: ১০ নভেম্বর ২০২৪ ভোর ৫.০০টা
ট্রিপ ডিউরেশন-৩ দিন ৪ রাত
.
>>> ট্যুর সাইজ ১২ জন (ফিক্সড)
>>> ইভেন্ট ফি: ৬৫০০/- প্রতি জন ঢাকা থেকে।
.
.
যা যা আমরা দেখবঃ
১. ক্রিসতং (সামিট)
২. রুংরাং (সামিট)
৩. শামুক ঝর্না
৪. তৈনখাল
৫. ধুসরি বাজার
*** রাত্রিযাপন পাহাড়ি পাড়ায় ।
** কনফার্ম করার পদ্ধতি: ৩০৬০/- টাকা bKash করেই সাথে সাথে 01778622997 (Adib), নম্বরে ফোন করে নিজের নাম এবং Transaction Id জানাবার পরেই আপনার আসন কনফার্ম হবে। অথবা সামনা-সামনিও দেখা করে টাকা দিতে পারেন। যেকোন অনাকংক্ষিত ভুল বোঝাবুঝি এড়ানোর জন্যেই এটা জরুরী। কেবল মাত্র কর্তৃপক্ষ ট্যুর কেনসেল করলে বুকিং মানি রিটার্ন হবে অন্যথায় কোনভাবেই রিটার্ন হবেনা।
.
>>> বিকাশে টাকা পাঠান এই নাম্বারেঃ-
01778622997(বিকাশ) - Personal
>>> নগদে টাকা পাঠান-
01778622997 Personal
.
** আসন সংখ্যা সীমিত তাই আসন পূর্ণ হয়ে গেলে ইভেন্ট ক্লোজ করে দেওয়া হবে।
.
প্ল্যানঃ
For details call 01778622997 \ 01896261484
.
>>>যা যা থাকবে এই ট্যুরে:
*আপ ডাউন নন-এসি বাস টিকেট (কনফার্মেশন ভিত্তিতে সিট বরাদ্দ হবে)
*সকল ধরনের যাতায়াত খরচ।
*৩ দিনের মূল খাবার (দুপুরের খাবার ট্রেকিং এর দিন থাকবেনা)
*আদিবাসীর ঘরে থাকার খরচ।
*গাইড খরচ
.
** এই টাকার মধ্যে যা থাকছে না**
-- যাওয়া আসায় রাতের বাস বিরতির খাবার
-- কোন প্রকার ব্যক্তিগত খরচ।
-- কোন প্রকার ব্যক্তিগত ঔষধ
--কোন দূর্ঘটনা বীমা
🛒 যা সাথে নেওয়া উচিতঃ
--NID/Passport এর ফটোকপি ৫ টি।
- শুকনা খাবার (বাদাম, কিসমিস, খেজুর, বিস্কিট, পানির বোতল)
- ভ্রমণের সময় যত কম জিনিস নেয়া যায়, যত কম কাপড় নেয়া যায় ততই
আরামদায়ক হয় ভ্রমণ
- মশা থেকে বাঁচার জন্য অডোমস
- গামছা নিবেন যেন রোদে মাথায় ঢেকে হাঁটা যায়
- সানগ্লাস, হ্যাট, সান ক্রিম (যদি অতিরিক্ত ত্বক সচেতন হন)
- ব্রাশ
- প্রয়োজনীয় ঔষধ
- টর্চ লাইট (বাধ্যতামূলক)
- চার্জের জন্য পাওয়ার ব্যাংক (কোন প্রকার বিদ্যুৎ সংযোগ থাকবে না)
-রেইনকোট/পঞ্চ
-পলি ব্যাগ (ইলেক্ট্রিক ডিভাইস নিরাপদ রাখতে)
.
>>> কনফার্ম করার আগে যে ব্যাপার গুলো অবশ্যই বিবেচনা করতে হবেঃ
১/LCTB ভ্রমণ পিপাসু ও দায়িত্বশীল ভ্রমণকারিদের জন্য। ৩দিন ৪ রাতের ট্রেকিং তাই দীর্ঘক্ষণ ট্রেকিং সক্ষম হতে হবে। ট্রেকিং কালীন দুপুরের খাবার ম্যানেজ করা সম্ভব হবে না। নিজের সাথে থাকা শুকনা খাবার দিয়ে চলতে হবে।আশা করছি সবাই যার যার দায়িত্ব পালন করবেন।
২/প্রতিটি জায়গার সৌন্দর্য রক্ষা করা দায়িত্বশীল ভ্রমণের প্রধান উদ্দেশ্য।
৩/ভ্রমণকালীন সময় আমরা সবাই একে অপরকে সর্বাত্মক সহায়তা করব।
৪/ স্থানীয় পাড়ায় এক রুমে গাদাগাদি করে থাকার মন মানসিকতা থাকতে হবে। সেই সাথে প্রাকৃতিক কার্যও খোলা মেলা স্থানে সেরে নেয়ার মানসিকতা থাকতে হবে।
৫/স্থানীয়দের সাথে কোন রকম বিরূপ আচরণ করা যাবে না।
৬/ কোনভাবেই কোন প্রকার মাদক সেবন বা সাথে বহন করবেন না।LCTB মাদক মুক্ত ভ্রমণকে উদ্বুদ্ধ করে। আমাদের সাথে আপনার মূল্যবোধ না মিললে আমাদের সাথে ভ্রমণ না করার অনুরোধ করা হল।
৭/ এখানে কোন প্রকার অশ্লীল আচরনের/কাজের কোন রকম সুযোগ নেই। তাই এমন আচরণ থেকে বিরত থাকার অনুরোধ করা হল। না হলে কতৃপক্ষ কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে।
৮/ যেহেতু গ্রুপ ট্যুর তাই সবার সাথে মিলেমিশে চলার মানসিকতা থাকতে হবে।
৯/ ভ্রমণকালীন যে কোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করে নেব।
.
ট্যুর সংক্রান্ত যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুন
আদিব-
01896261484
01778622997