ফুল মুনে ২৯৯৯ টাকায় ১০ম বারের মতো নতুন বছরে প্রথম বার যাচ্ছি সোনাদিয়া দ্বীপে ক্যাম্পিং করতে 😍😍❤️❤️
কবে যাবো:
চট্টগ্রাম থেকে ৪ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ১ টায় কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা...সকালে নাস্তা করে রিজার্ভ বোটে কক্সবাজার থেকে দ্বীপে ঢুকবো
কবে ফিরবো:
শনিবার ইনশাআল্লাহ রাত ৮-৯ টায় চট্টগ্রাম
খরচাদি:
২৯৯৯ টাকা চট্টগ্রাম থেকে
ঢাকা থেকে আসলে বাস ভাড়া নিজের
বাদবাকি ট্রিপ চলাকালীন অন্যান্য খরচ নিজে বহন করবেন তাহলে আমাদের বাজেট অনুযায়ী ইনশাআল্লাহ ঘুরে আসা সম্ভব
২৯৯৯ টাকা কিভাবে খরচ হবে:
১. চট্টগ্রাম - কক্সবাজার - চট্টগ্রাম বাস ভাড়া
২. বোট ভাড়া
৩. সকালের নাস্তা
৪. দুপুরের খাবার
৫. সন্ধ্যায় হালকা নাস্তা
৬. বারবিকিউ
৭. পরের দিন সকালের খিচুড়ি
৮. পরের দিন দুপুরের খাবার
৯. তাঁবুর খরচ
১০. গাইড খরচ
১১. টমটম ভাড়া
১২. আনুষঙ্গিক
কি কি আনতে হবে:
১. গামছা
২. বাড়তি কাপড়
৩. পাওয়ার ব্যাংক
৪. পাতলা কাঁথা
৫. নিজের যাবতীয় ঔষধাদি
৬. লাইট
৭. মশার জন্য ওডোমস ক্রিম
৮. মাস্ক আর হ্যান্ড স্যানিটাইজার সাথে রাখবেন
৯. ২ লিটার পানি জনপ্রতি
১০. পলিথিন ভেজা কাপড় নিতে সুবিধা হবে
১১. ঠান্ডার কাপড়
যারা যাবেন আগামী ২৪ নভেম্বর সোমবারের মধ্যে ১৫৩০ টাকা 01820100615 (মিনহাজ)
অথবা
01831002743 (বাসেত)
নাম্বারে বিকাশ করে কনফার্ম করবেন ধন্যবাদ
যেহেতু ক্যাম্পিং ট্রিপ সবকিছু রেডিমেড পাবেন সে চিন্তা করলে এই ট্রিপ আপনার জন্য নয়...সবার সহযোগিতায় ক্যাম্পিং ট্রিপের সফলতা নির্ভর করে ধন্যবাদ
You may also like the following events from Mohammed Minhaz Uddin: