পৌষ পূর্ণিমায় দক্ষিনের চর কুকরি মুকরি ও চর তারুয়া সমুদ্র সৈকতে ক্যাম্পিং🏕️
০৬, 1 January

পৌষ পূর্ণিমায় দক্ষিনের চর কুকরি মুকরি ও চর তারুয়া সমুদ্র সৈকতে ক্যাম্পিং🏕️ ০৬

Riyad Hasan Ridoy

Highlights

Thu, 01 Jan, 2026 at 05:00 pm

বেতুয়া, চরফ্যাশন - ভোলা

Advertisement

Date & Location

Thu, 01 Jan, 2026 at 05:00 pm - Mon, 05 Jan, 2026 at 06:00 am (BST)

বেতুয়া, চরফ্যাশন - ভোলা

Lalmohan, Chittagong, Bangladesh

Save location for easier access

Only get lost while having fun, not on the road!

About the event

পৌষ পূর্ণিমায় দক্ষিনের চর কুকরি মুকরি ও চর তারুয়া সমুদ্র সৈকতে ক্যাম্পিং🏕️ ০৬
🏕️আমরা যাচ্ছি বাংলাদেশের সর্ব দক্ষিণে নদী বেষ্টিত একমাত্র দ্বীপ জেলা ভোলার ম্যানগ্রোভ বনাঞ্চল চর কুকরি মুকরি ও তারুয়া সৈকতে ।



চর কুকরি মুকরিঃ নেই শহরের মতো কোলাহল, নেই যানবাহনের বিকট শব্দ, শুধু আছে মানুষের ভালোবাসা আর প্রাকৃতিক সৌন্দর্য। এই ম্যাংগ্রোভ ফরেস্টে ক্যাম্পিং করে রাত কাটাবো, শুকনো কাঠ কুড়িয়ে নিজেরা রান্না বান্না করবো, হ্যামকে ল্যাটাবো, সন্ধ্যায় বৈঠা চালানো নৌকায় জঙ্গলের ভেতরে যাবো হরিণ খুঁজতে, রাত হলে নদীর ধারে শুয়ে ভরা পূর্ণিমা উপভোগ করবো ।



তারুয়া সমুদ্রসৈকতঃ দিনের প্রথম প্রহরে তারুয়া সৈকতে দাঁড়ালে দেখা যাবে সমুদ্র থেকে ভেসে ওঠা লাল টকটকে সূর্য। সিঁড়ি বেয়ে এক পা দু’পা করে আকাশের পথে যাচ্ছে। আবার সন্ধ্যায় দেখা মিলবে সমুদ্রের ঢেউয়ের সাথে সূর্যের মিসে যাওয়া দৃশ্য।


একই সাথে উপভোগ করতে পারেন বিশাল সমুদ্রের বিস্তীর্ণ জলরাশি। নানা জাতের পাখিদের কলকাকলি, বালুকাময় মরুপথ, লাখ লাখ লাল কাঁকড়ার বিচরণের দৃশ্য আর ম্যানগ্রোভ বনাঞ্চলের ছায়াঘন মনকাড়া নিবিড় পরিবেশে সময় কাটানোর সুযোগ।



তিনদিনের এই ট্রিপে থাকবে ভরপুর এ্যাডভেঞ্চার, চিলিং, রিল্যাক্স আর সূর্যাস্ত ও সূর্যদোয় দেখার সুযোগ।



🛳️ যাত্রার সময়ঃ০১ জানুয়ারি ২০২৬ সন্ধ্যা ৫.০০ টায়



🛳️ ফেরার সময়ঃ ০৫ জানুয়ারি ২০২৬ ভোর ৬.০০টা



💸💸ইভেন্ট ফী💸💸


👉লঞ্চের ডেকে যাতায়াত করলে ৬৫০০ টাকা (ঢাকা টু ঢাকা)


👉সিঙ্গেল কেবিন নিলে ৭৮০০ টাকা (ঢাকা টু ঢাকা)

এছাড়া ১/২ কেবিন নেয়ারও সুযোগ আছে।


👤টিম সাইজ ১২ জন


◆ কনফার্মেশন প্রসেসঃ


২৫৩০/- টাকা বিকাশ/নগদ অথবা পার্সোনালি ও দিতে পারেন। (ফেরতযোগ্য-যদি কেন্সেল করা হয় ট্যুর শুরু হওয়ার ৫দিন আগে) নাম্বার গুলোঃ


বুকিং করার শেষ সময় ২৬ ডিসেম্বর তারিখ রাত ১২ পর্যন্ত।




📱বিকাশ নাম্বার:


💸01636-680960 (বিকাশ / নগদ)



বিকাশ/নগদ করেই সাথে সাথে উপরের নম্বরে ফোন করে নিজের নাম এবং Transaction ID দিয়ে এডমিন অথবা মডারেটরের ইনবক্সে নক করবেন।




📣এই ইভেন্টে যা যা থাকবে :


🛳️লঞ্চ টিকেট ( কেবিন )


🚐গাড়ী ভাড়া।


🚤রিসার্ভ বোট ভাড়া।


⛺ ১ রাত ক্যাম্পিং ( চর কুকরিমুকরি )


⛺ ১ রাত ক্যাম্পিং ( তারুয়া সমুদ্রসৈকত )


০৬,০৭,০৮তারিখের সকালের নাস্তা, ০৭,০৮,০৯ তারিখর দুপুরের খাবার এবং ০৭,০৮, ফিস বারবিকিউ


⛺তাবু (আমরাই ম্যানেজ করবো) মেয়েদের জন্য আলাদা তাবু থাকবে।



📣যা যা অন্তর্ভুক্ত না:


◘ লঞ্চ যাত্রা পথের কোন খাবার


◘ যেকোন ধরনের ব্যাক্তিগত খরচ।



📣 যা সাথে নেওয়া উচিতঃ


- ভ্রমণের সময় যত কম জিনিস নেয়া যায়,


ততই আরামদায়ক হয় ভ্রমণ।


- গামছা বা ক্যাপ নিবেন যেন রোদে মাথায় ঢেকে হাঁটা যায়


- ব্রাশ


- প্রয়োজনীয় ঔষধ


- টর্চ লাইট


- চার্জের জন্য পাওয়ার ব্যাংক (কোন প্রকার বিদ্যুৎ সংযোগ থাকবে না)


- সানগ্লাস, হ্যাট, সান ক্রিম (যদি অতিরিক্ত ত্বক সচেতন হন)


- যেহেতু শীতের ক্যাম্পি সবাই শীতের পোশাকের পাশা-পাশি স্লিপিং ব্যাগ / প্যাড বা কমফোর্টার নিয়ে নিবেন ।




📣 অংশগ্রহণকালীন যা মেনে চলতে হবে:


◘ নির্দিষ্ট সময়ে ইভেন্ট ফি পরিশোধ করতে হবে।


◘ ভ্রমন চলাকালিন যেকোন সমস্যা/দুর্ঘটনা মেনে নেওয়ার মন মানসিকতা নিয়েই অংশগ্রহন করবেন।


◘ অতিরিক্ত দু:সাহসিকতা দেখানো যাবেনা।


◘ দলছাড়া হয়ে ঘুরা যাবে না।




📣ট্যুর প্লানঃ



★০১ জানুয়ারি বিকেলে ৪:৩০-৫:০০ টার ভিতরে সকলে সদরঘাটে উপস্থিত হব।


সন্ধ্যায় ৫.৩০ এর লঞ্চে বেতুয়া লঞ্চ ঘাটের উদ্দেশ্যে রওনা দিবো।



★০২ জানুয়ারি : সকালে বেতুয়া লঞ্চ ঘাটে নেমে অটো নিয়ে চলে যাব চর ফ্যাশান। নাস্তা করে জ্যাকব টাওয়ার ঘুরব, তারপর লেগুনা/বাসে করে কচ্ছপিয়া ঘাটের পথে। কচ্ছপিয়া ঘাট থেকে তেতুলিয়া নদী হয়ে পৌঁছে যাব চর কুকরি মুকরি। দুপুরের খাবার খেয়ে নিরাপদ স্থানে ক্যাম্প করব। রাতে নিজেরাই রান্না করবো। ক্যাম্প ফায়ারের সামনে বসে আড্ডা আর বার বি কিউ চলবে।



★ ০৩ জানুয়ারি: সকালে নাস্তা করে রিজার্ভ ট্রলার নিয়ে চলে যাবো ঢাল চরের চর তারুয়াতে। চর তারুয়াতে এসে ক্যাম্প করব। সারারাত চলবে ক্যাম্প ফায়ার।



★০৪জানুয়ারি : ফিরতি পথে যাত্রা। বিকাল ৩ টার মধ্যে বেতুয়া পৌঁছে লঞ্চের শেয়ার কেবিনে করে চলে আসব।



★০৫ জানুয়ারি: ভোরবেলা সুন্দর কিছু সুখস্মৃতি নিয়ে আমরা ঢাকায় পৌছাবো ইনশাআল্লাহ। সকালে সদরঘাট নেমে যে যার মতো বাসা/অফিস ধরা।




📢ট্যুর সংক্রান্ত যে কোনো প্রয়োজনে কল করতে পারেন :


Riyad hasan Ridoy : 01636-680960 (WhatsApp)

Masud Parvej sujon : 01763-306479


You may also like the following events from Riyad Hasan Ridoy:

interested
Stay in the loop for updates and never miss a thing. Are you interested?
Yes
No

Ticket Info

To stay informed about ticket information or to know if tickets are not required, click the 'Notify me' button below.

Advertisement

Nearby Hotels

বেতুয়া, চরফ্যাশন - ভোলা, Lalmohan, Chittagong, Bangladesh
Get updates and reminders
Ask AI if this event suits you

Host Details

Riyad Hasan Ridoy

Riyad Hasan Ridoy

Are you the host? Claim Event

Advertisement
পৌষ পূর্ণিমায় দক্ষিনের চর কুকরি মুকরি ও চর তারুয়া সমুদ্র সৈকতে ক্যাম্পিং🏕️
০৬, 1 January
পৌষ পূর্ণিমায় দক্ষিনের চর কুকরি মুকরি ও চর তারুয়া সমুদ্র সৈকতে ক্যাম্পিং🏕️ ০৬
Thu, 01 Jan, 2026 at 05:00 pm