পাহাড়-সবুজ-লেক-প্রাত্নতাত্মিক-মসজিদ-
মন্দির-বর্ডার- ইকো পার্ক ; এই
বৈচিত্র্য - এই রূপ কুমিল্লাকে করেছে
অনন্য।
"টিম কোটবাড়ী" সর্বদা গর্ববোধ করে
কুমিল্লা ভিত্তিক সাইক্লিং, রানিং টিম হিসেবে পরিচয়
দিতে এবং সেই সাথে দায়িত্ব ও মনে
করে
সবাইকে কুমিল্লা তথা পুরো দেশ সাইকেলে ঘুরিয়ে দেখাবার।
আমাদের এবারের পর্ব টা একটু অন্য রকম কারণ এবার আমরা একই দিনে আপনাদের নিয়ে যাচ্ছি কুমিল্লার সব গুলা উপজেলায় মানে একদিনেই ১৭ টা উপজেলায়। এক দিনেই আপনি যেতে পারবেন আপনার পছন্দের যেকোনো উপজেলায়।
 মিটিং পয়েন্ট : টাউনহল মাঠ
মিটিং টাইম : সকাল ০৬:০০মিনিট
রাইড শুরু : সকাল ০৬:৩০মিনিট সার্প
 হেলমেট বাধ্যতামুলক, অতিরিক্ত টিউব, প্যাচকিট নিয়ে নিবেন (যদি থাকে)
 বিঃ দ্রঃ
 অসুস্থ অবস্থায় (জ্বর জ্বর ভাব + ঠান্ডা সর্দি -কাশী) থাকলে রাইডে আসবেন না।
পরিবারের অনুমতি ছাড়া রাইডে আসা মোটেও উচিত নয়।
 মোটকথা স্বাস্থ্য ঝুকি মনে হলে, রাইডটা ইগনোর করুন। স্বাস্থ্যবিধি মেনে রাইডে আসুন, করোনাকালীন ব্যাপক বিরতির পর আবার সবার সুন্দর হাসিমুখ গুলো দেখতে চাই।
----------------------------------
★রোদ-বৃষ্টি ও ভাঙ্গ-কাচা রাস্তা থাকতে পারে তাই ঐভাবে চলার মত মনমানুষিকতা নিয়ে রাইডে আসার অনুরোধ রইলো।
----------------------------------
★খরচঃ নিজের ব্যাক্তিগত তাই আপনার পরিমান মতনিয়ে নিবেন সকালের নাস্তা, দুপুরের খাবার ও বিকালের নাস্তার অনুযায়ী।
★যেকোন প্রশ্নে ইনবক্স www.m.me/teamkotbari
#HappyLife
#HappyCycling
#TeamKotbari
#MissionComilla
#TeamWorkMakesTheDreamWork
You may also like the following events from Team Kotbari: